Bengali Love Poem (বাংলা প্রেমের কবিতা)

Bongconnection Original Published
3 Min Read


 Bengali Love Poem (বাংলা প্রেমের কবিতা)

Bengali Love Poem (বাংলা প্রেমের কবিতা)
Loading...

Love Poem In Bengali For Girlfriend

Loading...

      মানসী

বাইরে মুষলধারে বৃষ্টি  ,

সঙ্গে ঝোড়ো হাওয়া  ,

টালির ঘরটা কেঁপে কেঁপে উঠছে  ,

এই বুঝিবা উড়ে যায়  ।

তক্তাপোশের নোংরা বিছানায় শুয়ে ,

দমকে দমকে কাশছি আমি  ,

চল্লিশ ওয়াটের বাল্বের আলো ,

ঘরে অদ্ভুত একটা আলো আঁধারি সৃষ্টি করেছে ।

হাতের বিড়িটা বারবার নিভে যাচ্ছে  ,

তোমার কথা মনে পড়াতে , বারবার টানতে ভুলে যাচ্ছি ।

একই কলেজে পড়তাম ,

বিষয় বাংলা, আমি ভালোবেসে ,

তুমি অন্য বিষয় না পেয়ে  ।

সেটা অবশ্য জেনেছিলাম অনেক পরে ,

তোমারই মুখে , ভিক্টোরিয়ায় ঘাস চিবোতে চিবোতে ।

কলেজ পেরিয়ে , 


আমি তখন সাহিত্যিক হবার নেশায় মশগুল ।

ঘন্টার পর ঘন্টা পত্রিকা অফিসে ফাই ফরমাশ খাটছি  ,

তোমার মতো বাস্তব বুদ্ধি আমার ছিল না ।

তুমি শখের সাহিত্যিকের  সঙ্গে ঘর বেঁধে,

নিজের জীবন নষ্ট করতে চাও নি ,

সোজাসুজি মুখের ওপর জানিয়ে দিয়েছিলে সে কথা ,

বাদাম ভাজা চিবোতে চিবোতে ।

আমাকে ত্যাগ করে সোজা গিয়ে বসেছিলে ,

বিয়ের পিঁড়িতে , 

পাত্র বেশ কালো তোমার তুলনায়,

তাতে কি , সরকারি চাকরি ছিল তার।

কবিতা লিখলাম প্রচুর  ,

নামডাক একটু আধটু হলেও  ,

মা লক্ষীর দেখা পেলাম না ,

কি জানি  , সরস্বতী আর লক্ষীর মধ্যে কি কোনো বিরোধ আছে ?

আমি তোমার প্রাক্তন হলেও  ,

তুমি আজও আমার কাছে ভীষণভাবে বর্তমান  ,

এখনও তোমাকে নিয়েই স্বপ্ন দেখি  ,

আমার লেখাতেও তোমারই আনাগোনা ।

আজকাল কেমন জানি  , মনে হচ্ছে  ,

সময় হয়ে এসেছে  ।

মানসী ,

যদি একবার তোমাকে আবার দেখতে পেতাম,

আরো একবার  ,

চিৎকার করে বলতাম ,

‘আমি তোমাকে ভালোবাসি, আজও ‘।

Bengali Love Poem Lyrics

আমার তুমি

         – নাজনীন ফাতেমা 

যেদিন প্রথম দেখায় আটকে ছিল চোখ

তুমি ছিলে অন্য বেশে

না, হাত ধরা হয়নি সেদিন

সুযোগ হয়নি হাত বাড়াবার

তবে দোলা দিয়েছিলে আমার নীল আকাশে।

দুচোখ ভরে দেখেছি মুগ্ধ হয়ে বহুবার

তবু ভরেনি আমার মন

অবাক হয়েছি ভেবে

কি আছে ওই সমুদ্রে

যার জোয়ারে ভেসে যায় বারবার আমার চোখ। 

শেখালে যখন চলতে এক নতুুন পথে 

মেলে ধরতে নিজেকে

ভাবিনি দেখব আবারও

তোমাকে নতুন রূপে 

তোমারি হাত ধরে আজ তুমি চেনালে আমাকে।

তোমাকে না দেখলে আজ

পৃথিবী তো দূরে থাক, বাকি রয়ে যেত নিজেকে দেখার

তাই চাইনে কিছু আর

আছে একটাই চাওয়ার

বহু বেশে, বহু রূপে এসো তুমি এমনি করেই

আমার জীবনে আবারও বারবার।


ভালো লাগলে নিজের প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। ..

ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..

Thank You, Visit Again…

Tags –
Bangla Kobita,
Bengali Poem

Share This Article