জন্মাষ্টমী – Janmashtami Bangla Kobita
Janmasthami Bangla Kobita
জন্মাষ্ঠমী
তিনি আসেন এই ধরায়
যখন সীমা লঙ্ঘন অত্যাচার,
দুষ্টের দমন, শিষ্টের পালন
করতে আসেন বার বার।
অত্যাচারী কংসের নির্যাতনের লাগি
অতিষ্ঠ তখন সব নগরবাসী,
সবার কাতর ব্যথা বিনাশের তরে
মাতা দেবকীর গর্ভে জন্ম নিলেন ব্যাথাহারী ।
দেবকী ছিলেন কংসের সহোদরা
ছিলো প্রানের প্রিয়,
বিবাহ দিলেন বসুদেবের সাথে
ছিল সে যাদব বংশ শ্রেয় ।
কংস করছে রথ লয়ে নগর পরিক্রমা
সাথে লয়ে ভগ্নী, ভগ্নীপতি ।
দৈববানী হলো তখন
তাদের অষ্টম গর্ভের সন্তান হবে কংসের মৃত্যুর কারন,
আসছেন জগৎপতি ।
কংস তাদের কারাগারে বন্দি করল তখন
পরালো হাতে পায়ে শিকল,
রাখল কঠোর দ্বাররক্ষী
পেতে সংবাদ প্রতিটা খন ।
কারাগার বাস হলো তাদের
করতে জীবনযুদ্ধ জয়,
অত্যাচারী কংসের মনে তখন
বাড়ছে অত্যাচারের নেশা, আর কিছুটা ভয় ।
এক এক করে জন্ম নিল সাতটি সন্তান
তাদের আছড়ে মারলো সেই কারাগারে,
ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্ঠমী তিথির গভীর রাতে
জন্ম নিলেন ভগবান ,শ্রীকৃষ্ণ রূপে,
দেবকীর কোল আলো করে ।
কংসকে ধংস্ব করেছিলেন তিনি
করেছিলেন জগতের মানুষদের রক্ষা,
জন্মাষ্ঠমীর কাহিনী এটাই,
পূজিত তিনি এই দিনেই, তিনিই বিশ্বপিতা ।
নিজের লাগলে নিজের প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ..
ভালো থাকুন, কবিতায় থাকুন।…
Thank You, Visit Again…
Tags – Bangla Kobita, Bengali Poem, Janmasthami