Sonkolon Kobita Lyrics (সংকলন) Srijato
Sonkolon Kobita Srijato
আমাকে মেরেছ তুমি, আর আমিও তোমাকে মেরেছি।
মাঝে কিছু উড়ে যাওয়া পাখি আর কথা। অবান্তর।
মাঝে কিছু উড়ে যাওয়া পাখি আর কথা। অবান্তর।
পথে পড়ে থাকে চোখ। খুবলে নেওয়া। পথ চিনে গেছি…
আমাদের বাড়ি থেকে দূরে নয় তোমাদের ঘর।
তুমি এসে মেরে যাবে, আমি গিয়ে মেরে আসব ফের।
মাঝে কিছু কবিতা ও আলোচনা। অপ্রয়োজনীয়।
যে বলে শান্তির কথা, পৃথিবীতে সে শুধু কাফের।
আমরাই মেরে ও ম’রে টিকে থাকব, তুমি দেখে নিও !
আমার সন্তান মরবে, খুন হবে তোমার সন্ততি।
মাঝে কিছু নীরবতা। লাল বাতি। হাসির খোরাক।
ক্ষতের শরীর থেকে খুঁজে বার করব আরও ক্ষতি…
শয়ে শয়ে ছেলেমেয়ে তাতে যদি মরে যায়, যাক !
কেবল মৃত্যুর আগে আমি যেন দেখে যেতে পারি –
যতদূর চোখ যায়, ততদূর কবরের সারি…
আরো পড়ুন, Agun Pakhi By Srijato
কবিতাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। …
ভালো থাকুন, কবিতায় থাকুন। …
Thank You, Visit Again…
Tags – Bangla Kobita, Bengali Poem, Srijato