Mrityu Kebol Mitthe Hok Lyrics (মাটির শ্লোক) Matir Shook | Srijato
Written by Srijato
Recited by – Bratati Bandyopadhyay,
Music Arrangement – Pratyush Bandyopadhyay.
Album- Jeebon gaan (Asha Audio)
মৃত্যু কেবল মিথ্যে হোক
“ফুলের গন্ধ ভাল্লাগে না। কাদের বাড়ি সাজায় শোক?
গান ফিরেছে মাটির কাছে। মৃত্যু কেবল মিথ্যে হোক।
পিছু নিচ্ছে হরিধ্বনি। তোমার হরি করিম শা’…
চোখের পাতায় ঘুম নেমেছে, হাতের পাতায় অবজ্ঞা
তোমার মধ্যে মাটিই ছিল। মাটির দোহা, মাটির শ্লোক –
গান ফিরেছে মাটির কাছে। মৃত্যু কেবল মিথ্যে হোক।
হাসতে হাসি বেমানানের, এই নগরের ফকিরসাঁই
সাথ সঙ্গত রইল পড়ে, ঠান্ডা হাতেই সাধ মেটাই।
চুপের পরে আর কী কথা… ধূপের ধোঁয়া জ্বালায় চোখ…
গান ফিরেছে মাটির কাছে। মৃত্যু কেবল মিথ্যে হোক।
আর ক’টা দিন থাকলে হতো। চড়ুইভাতি’র সময় শেষ,
দোতারা যায় আকাশপানে, সেই যেখানে গানের দেশ…
সবাই আগুন পেরিয়ে এলাম। সবাই তোমার গানের লোক।
গান ফিরেছে মাটির কাছে। মৃত্যু কেবল মিথ্যে হোক।”
ভিডিও দেখুন
আরো পড়ুন, Sonkolon Kobita Lyrics
কবিতাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ..
Thank You, Visit Again…
Tags – Bangla Kobita, Bengali Poem, Srijato