MONE THAKBE KOBITA LYRICS (মনে থাকবে) Munmun Mukherjee

Bongconnection Original Published
2 Min Read



MONE THAKBE KOBITA LYRICS (মনে থাকবে) Munmun Mukherjee

MONE THAKBE KOBITA LYRICS (মনে থাকবে) Munmun Mukherjee
Loading...


Mone Thakbe Poem Lyrics



পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো,
মনে থাকবে ?

বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব,
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায়
তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে
দুচোখ ভ’রে থাকবো চেয়ে
মনে থাকবে?

এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেবো
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে ?

আমি হবো উড়নচন্ডি এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেবো।
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে ?

পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে,
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো
মনে থাকবে?

আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার
অনন্তনীল সকাল হবো,
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে ?

পরের জন্মে তুমিও হবে
নীল পাহাড়ের পাগলা-ঝোরা
গায়ের পোষাক ছুড়ে ফেলে
তৃপ্ত আমার অবগাহন।
সারা শরীর ভরে তোমার হীরকচূর্ণ ভালোবাসা
তোমার জলধারা,
আমার অহংকারকে ছিনিয়ে নিল।

আমার অনেক কথা ছিলো
এ জন্মে তা যায়না বলা
বুকে অনেক শব্দ ছিল
সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক
কাব্য করে বলা গেল না।
এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে
পরের জন্মে মানুষ হবো
তোমার ভালোবাসা পেলে
মানুষ হবোই, মিলিয়ে নিও।

পরের জন্মে তোমায় নিয়ে
বলতে ভীষণ লজ্জা করছে,
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে..
মনে থাকবে?


ভিডিও দেখুন 



আরো পড়ুন, Ami ekta Tui Chai Kobita Lyrics
কবিতাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ..
Thank You, Visit Again…


Tags – Bangla Kobita, Bengali Lyrics, Munmun Mukherjee
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.