MAA KE AMAR PORENA MONE KOBITA
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখনীতে যেন কি এক অসাধারণ জাদু আছে । যে জাদুর বলে ধুয়ে যেতে পারে সকল দীনতা, যন্ত্রনা। এমনি এক কবিতা হচ্ছে ‘ মাকে আমার পড়েনা মনে’ । কবিতাটি পাঠ করেছেন Goutam Haldar (গৌতম হালদার) । কবিতাটির লিরিক্সের সঙ্গে রয়েছে একটি ভিডিও …তো, চলুন শুরু করা যাক…
Maa Ke Amar Porena Mone Poem Lyrics
শুধু কখন খেলতে গিয়ে
হঠাৎ অকারণে
একটা কী সুর গুনগুনিয়ে
কানে আমার বাজে,
মায়ের কথা মিলায় যেন
আমার খেলার মাঝে।
মা বুঝি গান গাইত, আমার
দোলনা ঠেলে ঠেলে;
মা গিয়েছে, যেতে যেতে
গানটি গেছে ফেলে।
মাকে আমার পড়ে না মনে
শুধু যখন আশ্বিনেতে
ভোরে শিউলিবনে
শিশির-ভেজা হাওয়া বেয়ে
ফুলের গন্ধ আসে,
তখন কেন মায়ের কথা
আমার মনে ভাসে?
কবে বুঝি আনত মা সেই
ফুলের সাজি বয়ে,
পুজোর গন্ধ আসে যে তাই
মায়ের গন্ধ হয়ে।
মাকে আমার পড়ে না মনে
শুধু যখন বসি গিয়ে
শোবার ঘরের কোণে,
জানলা থেকে তাকাই দূরে
নীল আকাশের দিকে
মনে হয়, মা আমার পানে
চাইছে অনিমিখে।
কোলের পরে ধরে কবে
দেখত আমায় চেয়ে,
সেই চাউনি রেখে গেছে
সারা আকাশ ছেয়ে।
mone pora ma ke amar porena mone,
kokhon shudhu khelte giye
hotat okarone.
ekta ki sur gunguniye
kane amar baze
mayer kotha milay jeno
amar khelar majhe.
ma bujhi gaan gaito amar
dolna thele thele
ma giyeche jete jete
gaan ti geche fele
ma ke amar porena mone
jokhon shudhu boshi giye
shobar ghorer kone,
janla theke takai dure
nil akasher pane
mone hoy, ma amar pane
chaiche onimikhe
koler ‘pore dhore kobe
dekto amay cheye
shei chauni rekhe geche
shara akash cheye
English Translation
I cannot remember my mother,
Only sometimes as I play
Out of nowhere and without reason
A tune comes across time
To tinkle in my ear
And I feel my mother must speak to me
ভিডিও দেখুন
কবিতাটি ভালো লাগলে প্রিয়জন আর বন্ধুদের ….
ভালো থাকুন, কবিতায় থাকুন। …
Thank You, Visit Again…
Tags – Rabindranath Tagore, Bangla Kobita, Bengali Lyrics