Bangla Premer Kobita (মৃন্ময়ী)
Bangla Premer Kobita Lyrics
মৃণ্ময়ী, মুখ ফুটে বলতে পারিনা “তোমায় খুব ভালোবাসি।”
কতদিন,তোমার খোঁপায় জুঁইয়ের মালা দেখিনি।সন্ধ্যায় স্নান সেরে চুলে
বিনুনি করে কপালে যখন একটা লাল টিপ পরো, বেশ লাগে।
অপেক্ষা বাড়ে, হ্যারিকেনের আলোর তেজ কমে আসে। দরজার দিকে তাকিয়ে থাকো
একাগ্রে আমার দপ্তর থেকে ফেরার অপেক্ষায়। সদ্য কিনে আনা বেতার যন্ত্রও
যেন তোমার কাছে তখন বিকল হয়ে পড়ে ।
তারপর যখন চৌকাঠ পেরিয়ে ঘরে প্রবেশ করি। দীর্ঘ অপেক্ষাতেও তোমার
চোখগুলো কেমন জ্বলজ্বল করে ওঠে । অনেক কিছু বলে দেয় তারা নির্বাক হয়ে।
তুমি অভিযোগ করোনি কখনো। অভিমানও তো করতে পারো একটু!
সারাদিনে ঘর সামলে যখন তোমার ক্লান্ত শরীরকে আঁকড়ে ধরি, কখনো বিরক্ত
হওনি। মাঝে মাঝে বুঝি তুমি খুব ক্লান্ত। তখন আমিও ক্লান্ত হওয়ার ভান করি৷
ভালো লাগে কিছু কিছু জিনিস। মন থেকে অনেকটা স্বস্তি পাই।
শুধুই পূরণ নয় পরিপূরকও তো হতে হয়। তাই না?
আমাদের সাদামাটা জীবনে পূর্ণিমার চাঁদটাও মাঝে মাঝে উৎসবের মতো মনে হয়। তুমি
শিশুদের মতো অবাক হয়ে তাকিয়ে থাকো কেমন তার দিকে চেয়ে।
আজও চাঁদটা বেশ অন্যরকম, গ্রহণ লেগেছে বোধহয়। তোমার আমার সম্পর্কের
বাঁধনও বছর পেরোলো। তোমার খেয়াল নেই মৃণ্ময়ী৷ আমার মনে আছে।
হয়তো মনে আছে তোমারও, কিন্তু এসব আমাকে বললে যদি আদিখ্যেতা ভাবি তাই হয়তো
বলে হয়ে ওঠা হয়নি৷
ঘরে ঢুকে যখন পেছন থেকে খোঁপায় মালাটা লাগিয়ে কানের কাছে এসে
বললাম, শুভ বিবাহবার্ষিকী । লজ্জায় দৌড় দিলে একলাফে। আমি
চেয়ারে বসে বেতার যন্ত্র টা চালিয়ে দিলাম। মনে মনে হাসতে লাগলাম। অপেক্ষা করতে
লাগলাম তোমার।
তুমি, এমনভাবেই থেকো মৃণ্ময়ী। ❤
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন,ভালোবাসায় থাকুন। …
Thank You, Visit Again….
Tags – Bangla Kobita