Bengali Poem Iti Corona Virus Lyrics | Mir
পৃথিবী ফিসফিসিয়ে বলেছিলো
কিন্তু তোমরা শুনতে পাওনি,
পৃথিবী সশব্দে বলেছিলো
তবুও তোমরা কানে তোলোনি,
পৃথিবী চিৎকার করে বলেছিলো
কিন্তু পাত্তাই দাওনি তোমরা,
আর তাই আমার এই জন্ম।
আমি তোমাদের শাস্তি দিতে জন্মাইনি
আমি তোমাদের জাগাতে এসেছি,
সাহায্যের জন্য পৃথিবী চিৎকার করেছিল
প্রবল বন্যা তোমরা শুতে পাওনি,
জ্বলন্ত আগুনের শিখা না শোনোনি তোমরা
ভীষণ ঝড় তোমাদের কানে যায়নি,
দানবীয় ঘূর্ণি ঝড় তাও শোনোনি তোমরা।
তোমরা এখনও পৃথিবীর কথা শুনতে পাওনা
যখন দূষণের জন্য মারা যায় সামুদ্রিক মাছ
হিমবাহ গলে চরম গতিতে,
দুর্বিসহ খরা, না তোমরা শুনতে পাওনা।
কত কত খারাপ পৃথিবী বয়ে নিয়ে চলেছে
লাগাতার যুদ্ধ, সীমাহীন লোভ,
জীবনের সংগে তোমরা বয়ে নিয়ে চলেছিলে।
সেখানে যতই ঘৃণা জমে থাকুক না কেন
রোজ যতই মানুষ মারা যাক না কেন
পৃথিবী কি বলতে চাইছে
সেটা শোনার চেয়েও বেশি জরুরি ছিলো
লেটেস্ট iphone টা।
কিন্তু এখন আমি এসেগেছি
বিশ্বের ফাঁদেই বিশ্ব কে স্তব্ধ করে দিয়েছি,
তোমাকে শুনতে বাধ্য করেছি,
তোমাকে গৃহবন্দী থাকতে বাধ্য করেছি,
বহুমূল্য দ্রব্য ঝেড়ে ফেলতে বাধ্য করেছি,
এখন তোমরাও পৃথিবীর মতোই
এখন তোমাদের সামনে
শুধুই নিজের অস্তিত্ব রক্ষার লড়াই,
কি কেমন লাগছে?
আমি তোমাদের জ্বর দিচ্ছি
যেমন করে পৃথিবীর বুকে আগুন জ্বলে,
আমি তোমাদের শ্বাসকষ্ট দিচ্ছি
যেমন করে দূষণ ছড়িয়ে পড়ে পৃথিবীর বাতাসে,
আমি তোমাদের দুর্বল করে দিচ্ছি
যেমন করে পৃথিবীটা রোজ দুর্বল হয়ে পড়ে,
আমি তোমাদের যাবতীয় আরাম কেড়ে নিয়েছি
বন্ধ করে বাইরে যাওয়া,
এই জগৎ আর তার যন্ত্রনা কে ভুলে যাওয়া
তোমাদের অভ্যেস হয়ে পড়েছিল।
আজ আমি গোটা বিশ্ব কেই থমকে দিয়েছি
আর এখন চীনের বাতাস কত সুন্দর
পরিষ্কার নীল আকাশ,
কারণ পৃথিবীর আকাশে বিষ ছড়াচ্ছে না
কলকারখানার ধোঁয়া,
আজ ভেনিস এর জল কত স্বচ্ছ
কারণ দূষণ ছড়ানো গন্ডোলা নৌকা
এখন নেই।
এখন সময়,
নিজেকে নিজের সামনে দাঁড় করাও
বুঝে নাও তোমার জীবনে কোনটা প্রয়োজন।
আবারও বলছি,
আমি তোমাদের শাস্তি দিতে আসিনি
আমি এসেছি তোমাদের জাগাতে,
যখন সব ঠিক হয়ে যাবে
আমি যখন চলে যাবো
প্লিজ এই মুহূর্ত গুলো কে মনে করো,
পৃথিবীর কথা শুনো,
নিজের আত্মার কথা শুনো,
পৃথিবীকে দূষিত করা বন্ধ করো
একে অন্যের সঙ্গে লড়াই করা বন্ধ করো
বহুমূল্য জিনিসের কথা ভাবা বন্ধ করো
আর নিজের স্বজন প্রতিবেশীকে
ভালোবাসতে শেখো,
এই পৃথিবী আর তার প্রাণীদের
যত্ন নিতে শুরু করো,
সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো
কারণ, পরের বার আরও ভয়ঙ্কর রূপ নিয়ে
আমি আবারও ফিরে আসতে পারি,
– ইতি, করোনা ভাইরাস
আরো পড়ুন, Mothers Day Special
মায়েরা মিথ্যে কথা বলে – মীর
Mir এই নামটার সঙ্গে হয়তো অনেকেই পরিচিত ।
পুরো নাম Mir Afsar Ali ( মির আফসার আলী ) ।
অনেকে অবশ্য ওনাকে মিরাক্কেল এর মির নামে বা Radio mirchi র মির নামেই বেশি চেনেন ।
আসলে ব্যাপারটা হলো Mir Zee Bangla Television এ মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জর নামে একটি Comedy Show হয় যেখানে তাকে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় । আর পাশাপশি তিনি Radio mirchi র একজন RJ বা Radio Jockey,যেখানে Sunday Suspense আর Hi Kolkata র মতো জনপ্রিয় রেডিও শো তিনি হোস্ট করেন।
কলকাতা সহ Bangladesh এও তার বিপুল জনপ্রিয়তা রয়েছে ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।..
Thank You, Visit Again …
Tags – Iti Corona Virus, Mir, Bengali Poem