আজকে হোলি -Bangla Romantic Premer Kobita – প্রেমের কবিতা
আজকে হোলি, রাই’কে তাই আবির-রঙে খুব রাঙাবো
সাতসকালে কাছে টেনে রা’ইয়ের আজ ঘুম ভাঙাবো।
আজকে আমার ইচ্ছেমতন করবো আদর রা’ইয়ের গালে
চুমোয় চুমোয় ভরিয়ে দেবো অঙ্গসারা…. ঠোঁটে-কপালে।
হয়তো বলবে, “ঘুম ভাঙালে সাতসকালে, তোমার যত বাড়াবাড়ি।”
আদর করে বলবো তাকে, ওঠো এবার কাজ সেরে নাও তাড়াতাড়ি।
রা’ই বলবে, “চা খাবে তো? তুমিই না হয় করে নাও
সাতসকালে আমি উঠি? আর একটু ঘুমোতে দাও।”
ঝাঁঝের সাথে বলবে কথা, এসব আমার গা সওয়া
রা’ইকে আজ রঙ মাখাবো, এটা কি আর কম পাওয়া?
চলবে জানি আজ সারাদিন রা’ইয়ের সাথে খুনসুটি
দারুণ লাগে রা’ইকে আমার, যখন সাজে পরিপাটি।
এমনিতে রা’ই দেখতে দারুণ, রঙটা একটু চাপা
কথা বলে মিহিসুরে, সব কথা তার মাপা….
রা’ই হাসলে সেরা সুন্দরী, রেগে গেলেই যম
রা’ইয়ের সামনে কেঁচো তখন, ফুরোই আমার দম।
ভয় করি কি রা’ইকে আমি? একটু না হয় সমঝে চলি
আমার বীরত্ব মনে মনে, রা’ইয়ের সাথে মিহিসুরেই কথা বলি।
আজকে আমি খুব সাহসী, রা’ইকে আজ খুব রাঙাবো
রা’ইকে টানছি আমার কাছে, আদর করে ঘুম ভাঙাবো।
আমার যাঁরা পাঠক-পাঠিকা জানি তাঁরা হিংসে করেন
রা’ইকে এবার করবো আদর, আস্তে করে কেটে পড়েন।