দূরত্ব vs ভালোবাসা – Long Distance Relationship – Bangla Romantic Story

Bongconnection Original Published
2 Min Read
বং কানেকশন নেটওয়ার্ক এর প্রতিটি রিডারকে অসংখ্য ধন্যবাদ । আপনাদের ভালোবাসায় আমাদের নেটওয়ার্ক এর এস্টিমেট রিডার এখন 60 লাখের ও বেশি । পাশে থাকুন , সাথে থাকুন এভাবেই… সকলের প্রতি ভালোবাসা আর শুভকামনা রইলো ❤️





দূরত্ব vs ভালোবাসা - Long Distance Relationship - Bangla Romantic Story
Loading...





দূরত্বের ভালোবাসা গুলো একটু আলাদাই হয়।ইচ্ছে হলেই হাত ধরে হাটা যায় না,একসাথে বৃষ্টিতে ভেজা হয় না।ইচ্ছে হলেই একসাথে তারা দেখা হয় না।চাইলেই সামনে বসে মন খুলে কথা বলা হয়না।

কিন্তু ভালোবাসাটা থাকে অফুরন্ত।অনেকেই বলে দূরে গেলে যোগাযোগ কমে যায় সাথে ভালোবাসাও।একটা কথা আছে আউট অফ সাইড আউট অফ মাইন্ড।

ভালোবাসার ক্ষেত্রে কথাটা একদমই ঠিক নয়।চোখের আরাল হলেই যদি মনের আরালে চলে যেত তাহলে শত মাইল দূরত্বের ভালোবাসা গুলো বছরের পর বছর টিকে থাকতে পারত না।

দূরত্ব মানেই ভুলে যাওয়া নয় বরং কখনো কখনো প্রিয়জনের থেকে একটু দূরত্বের স্পর্শে যাওয়া উচিত।সবসময় পাশে থাকলেই কাছের কেউ হওয়া যায় না।দূরত্বে থেকেও বুকের বাম পাশটাতে অনেকটা জায়গা দখল করে থাকা যায়।

দূরত্বে থাকা মানেই সে আমায় ভুলে যাবে এমনটা নয়।দূরত্ব মানে দুজন দুজনকে মিস করা।দূরত্বে গিয়েই অনুভব করা যায় তাকে ছাড়া থাকা কতটা কষ্টের।দূরত্ব মানে দিনশেষে এই ভেবে শান্তি পাওয়া এক আকাশের নিচেই তো আছি দুজন।দূরে হোক বা কাছে ভালোবাসা অটুট থাকুক।

প্রার্থনা করি , যাতে পৃথিবীর প্রতিটি মানুষ তার প্রিয়জনকে সঙ্গে নিয়ে ভালো থাকে । কারন , সম্পর্ক শুধু সম্পর্ক নয় , ভালো থাকার কারণ ও হয় …

আমাদের ওয়েবসাইটের লেখাগুলো ভালো লাগলে 👇নিচের শেয়ার অপশনে ক্লিক করে নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন …

ভালো থাকুন , ভালোবাসুন …
ধন্যবাদ ।

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.