Bangla Kobita – ডাকছে পাহাড়
কলমে – প্রেমানন্দ রায়
কবি , গদ্যকার
ডাকছে পাহাড় ওই চলো যাই
পাহাড় শুধুই ডাকে
রৌদ্র ছায়ার লুকোচুরি দেখি
পাহাড়ের বাঁকে বাঁকে।
গাছেরা এখানে ফিসফাস করে
ঝর্নাও করে গান
নাম না জানা অসংখ্য ফুল
ছড়ায় মধুর ঘ্রাণ।
গুল্ম লতায় প্রজাপতি ধায়
ভ্রমরের গুঞ্জন
চা বাগান দেখে মেঘ নেমে আসে
ওদেরও মানে না মন।
নিমেষেই আসে পথে যেতে যেতে
পাহাড়ি পথের বাঁক
ঝর্নার মত কল কল হাসে
সুন্দরী এক ঝাঁক।
বাতাস এখানে বাতাস তো নয়
মিষ্টি সুরেলা বাঁশি
পাইন দেবদারু মন খুলে বলে
ভালোবাসি ভালোবাসি।
জীবন এখানে কঠিনে কঠোর
তবুও ওরা কি ভালো!
দুঃখ তাদের মুছে দেয় রোজ
প্রথম ভোরের আলো।
ঝুপ করে বেলা ডুবে যায় যেন
আসে কবিতার ঘোর
ঘুমভাঙা চোখে তাকাতেই দেখি
পাহাড়ে লেগেছে ভোর!