Bangla Kobita | একটা কবিতা লিখো আমার জন্য | মহুয়া রুদ্র
একটা কবিতা লিখেছি তোমার জন্য
তুমি বলেছিলে যখন পৃথিবীতে আধার নেমে আসে
জোনাকিরা মিটিমিটি প্রদীপ জ্বালায়
তখন জোৎস্নার আলো আবছায়াতে
একটা কবিতা লিখো আমার জন্য ।
ভোরের শিশির বিন্দু জমে জানলার আরশিতে
তা দেখে বাইরের অস্পষ্ট পৃথিবী দেখে
তুমি বলেছিলে , একটা কবিতা লিখো আমার জন্য ।
তাইতো আমি নদীর কূলে বসে এলোমেলো নুড়ি সাজিয়ে বুনে চলেছি , একটা কবিতা ।
বালিয়াড়ির বুকে বসে আঁকিবুকি কেটে
লিখে চলেছি একটা কবিতা
সাজি থেকে ফুল বেছে বেছে তুলে
সাজিয়েছি শব্দমালা ।
হৃদয়ের উষ্ণতা আর মনের শীতলতা মিশিয়ে
লিখেছি তোমার জন্য একটা কবিতা ।
সে কবিতাখানি পাঠিয়ে দিলাম
সাদা মেঘের ডানায়
নিতে ভুলে যেও না যেন !
পৃথিবী যখন অন্ধকার জড়িয়ে ঘুমিয়ে পড়বে
চারিদিক নিস্তব্ধ , শান্ত হবে
তখন মনের আলো জ্বালিয়ে
পড়ো আমার কবিতাখানি হৃদয়ের আবেগ দিয়ে ..