Bangla Kobita – ভরা নদী তিস্তা – Bengali poem
কলমে – প্রেমানন্দ রায়
ভরা নদী তিস্তা
গজলডোবায়
দেখবার মন আছে?
আয় তবে আয়।
স্রোতে নদী পাক খায়
ঘন ঘন ঘুল্লি
জলের ফোয়ারা যেন
আগুনের চুল্লি।
হুঁস হাঁস ফোঁস ফাঁস
শব্দেতে স্রোত বয়
কী ভীষণ তিস্তা
রেগে যেন কথা কয়।
ফ্যানা ফ্যানা ঘোলা জল
চুপচাপ দেখে থাক
তারি মাঝে উড়ে যায়
বালিহাঁস ঝাঁক ঝাঁক।
আকাশে দারুন মেঘ
বিদ্যুৎ চমকায়
গর্জনে তিস্তা
তাকে যেন ধমকায়।
ঢেউয়ে ঢেউয়ে বিদ্রোহ
ছুটে চলে ক্ষীপ্র
ছুঁয়ে দেখ জল তার
ঠান্ডাও তীব্র।
শাসন মানে না স্রোত
যৌবনে উন্মাদ
অবিরাম শ্রাবনে