আপনি কি গ্রাজুয়েট ? সরকারি চাকরি খুঁজছেন ?
কিন্তু কোথায় , কোন পোস্ট কিভাবে এপ্লাই করবেন সেটা ভেবেই মাথা খারাপ হচ্ছে ?
বিষয়টা খুবই স্বভাবিক । চারিদিকে এত কম্পিটিশন , সবাই চাকরি পেতে মরিয়া । আর এর মাঝে উপযুক্ত চাকরি খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন ব্যাপার । কারণ , দিনশেষে সবাই একজন সরকারি চাকুরিজীবি হতে চান ।
কেন করবেন এই পোস্টে এপ্লাই ?
কলেজ শেষ করে বা গ্রাজুয়েশন করার পর সবাই ব্যাংক , স্কুল সার্ভিস বা প্রাইমারি টেট পরীক্ষার জন্য এপ্লাই করা শুরু করে । যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই যা নিয়োগ হয় তা নারী -পুরুষ সবার জন্যই হয়ে থাকে , মানে মেয়ে বা মহিলাদের জন্য বিশেষ নিয়োগ করা হয় না । যার ফলে কম্পিটিশন হয় হাজার হাজার বা লক্ষ লক্ষ ছেলে মেয়েদের সঙ্গে ।
কিন্তু এই পোস্টের জন্য শুধুমাত্র মেয়ে বা মহিলারাই এপ্লাই করতে পারবেন , পুরুষরা না । কারণ এই পোস্টের নিয়োগ শুধু ফিমেল দের করা হয় ।
কিভাবে করবেন এপ্লাই ?
হুম । এটা বেশ ভাবার বিষয় , কারণ এপ্লাই তো করবেন ভেবেছেন । কিন্তু কিভাবে , কোথায় করবেন এপ্লাই সেটাই ভাবছেন তো ? একদম চিন্তা নেই আপনার সব চিন্তার অবসান হবে এখানে ।
পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশনের তত্বাবধানে নিয়োগ করা হবে । অর্থাৎ , নিয়োগ সক্রান্ত সমস্ত রকম পদ্ধতি হবে সরকারিভাবে ।
এই ওয়েবসাইটে এসে পূরণ করুন ফর্মটি ।
এপ্লাই করতে নীচে ক্লিক করুন
শিক্ষাগত যোগ্যতা –
যেকোন সরকারি বা Government Recognized University থেকে স্নাতক বা গ্রাজুয়েট ।
বয়েস –
1st জানুয়ারি 2019 এর মধ্যে যাদের বয়েস 39 এর মধ্যে শুধুমাত্র তারাই এপ্লাই করতে পারবেন ।
আর যারা ICDS এ Worker পদে চাকরি করছেন , তারাও প্রমোশন হিসেবে এই পদে এপ্লাই করতে পারবেন তবে তাদের ক্ষেত্রে বয়েস সীমা হচ্ছে 55 ।
কি কি লাগবে এপ্লাই করতে ?
1 . শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
2. কালার পাসপোর্ট সাইজ ছবি
3. আইডেন্টি প্রুফ (ভোটার কার্ড , আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স )
4. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ( পৌরসভা বা প্রধানের দেওয়া )
5. চাকরি প্রার্থীর সিগনেচার
আবেদনের শেষ তারিখ –
15 ই এপ্রিল অব্দি আবেদন করা যাবে । তবে তার আগেই আবেদন করে নেওয়া উচিত ।
শুধুমাত্র অনলাইনেই এই পরীক্ষার জন্য এপ্লাই করা যাবে । ফর্ম ফিলাপ বা অফলাইনে এপ্লাই করার কোন সুবিধে নেই ।