রিলেশনে না থাকাটা কোন ফ্যাক্ট না, ফ্যাক্ট হল রিলেশনে থাকা.. নিজের পৃথিবী থেকে বেড়িয়ে এসে অন্যজনের সাথে সম্পূর্ন নতুন এক পৃথিবী গড়ার শাব্দিক অর্থই হল রিলেশন..
:
‘আমার রাজ্যে আমিই রাজা, আমিই তার স্বৈরশাসক’ ব্যাপারটা কেবল সিঙ্গেল জীবনেই প্রযোজ্য এবং উপভোগ্য.. আমার যা খুশি করলাম, যেথায় খুশি গেলাম, যা খুশি বললাম, যার সাথে খুশি ঘুরলাম.. স্বাধীনতার টোটাল প্যাকেজ হল জিএফ/বিএফ না থাকা..
:
রিলেশনে থাকা মানেই আমিটার বিলুপ্তি হয়ে যাওয়া.. সমস্তকিছুই আমি থেকে আমরা হয়ে যায়.. আমি সত্তাটা তখন আর একা কর্তৃত্ব রাখতে পারেনা.. সবকিছুতেই কেমন যেন কিছু বিধিনিষেধ, কিছু নীতিমালা এসে যায়.. এটা কেন করলে, ওখানে কেন গেল, এটা কেন বললে, ওর সাথে এত কথা কিসের, এটা করোনা, ওখানে যেওনা, ব্লা ব্লা ব্লা..
অস্থিরতা এবং নিরাপত্তাহীণতা ব্যাপারগুলো সবসময়ই কাজ করে এই জিএফ/বিএফ ফ্যাক্টে.. একজন সিঙ্গেল মানুষ যখন প্রশান্তি নিয়ে ঘুমাতে যায়, কাপলরা তখন ঘুমাতে যায় অজানা কিছু আশংকা নিয়ে.. ও আমাকে সত্যিই ভালবাসেতো, ও আমাকে ধোকা দিচ্ছেনাতো, ও আমাকে প্রয়োজনে ব্যবহার করছেনাতো, নানাবিধ আশংকা..
:
রিলেশনশিপে বিশ্বাস অবিশ্বাসের দোনাচলে অনেক হৃদয় পুড়তে দেখেছি, অনেক বিষাদ মাখা গল্প শুনেছি.. এখানে যতরকম দৃঢ় বিশ্বাসই থাকুক না কেন ‘I deserve someone better than you’ নীতির কাছে সবই ঠুনকো.. খুব কম জনই আছে যারা এটা এড়িয়ে চলতে পারে, তাদের সংখ্যাটা হাতে গোনা..
:
একজন সিঙ্গেল হয়তো জিএফ/বিএফ নেই বলে আফসোস করে.. কিন্তু দিনের শেষে আফসোসের ভারী দীর্ঘশ্বাসগুলো কাপলরাই ফেলে !!
আরও পড়ুন,
Darunnn