এইসব কথা নীলা কে বলার কোন মানে হয়না, বরং কোন কোনদিন পাবলিক বুথ থেকে টেলিফোন করে বলি – নীলা , তুমি কি এক্ষুনি নীল রঙের একটা শাড়ি পরে, তোমাদের ছাদে উঠে কার্নিশ ধরে নিচে তাকাবে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে । তুমি দাড়াও আমি তোমাদের বাড়ির সামনে দিয়ে যাবো । আমি জানি নীলা আমার কথা বিশ্বাস করে না, তবুও যত্ন করে শাড়ি পরে, চুল বাধে, চোখে কাজলের ছোয়া লাগিয়ে কার্নিশ ধরে দারায়। সে অপেক্ষা করে,কিন্তু আমি কখনো যাই না । আমাকে তো আর দশটা ছেলের মতো হলে চলবে না। আমাকে হতে হবে আলাদা..
চুপি সারে আমি নীলা কে ওর বাড়ির সামনের ভাঙা চায়ের দোকানটার আড়াল থেকে দেখি । নীলা ভাবে আমি যাইনি
আমি গিয়েও সামনে যাইনা । নীলার মনটা ভেঙে খান খান হয়ে যায়, তবুও আমি সামনে গিয়ে কিছু বলতে পারিনা..
মনে পরে কিছুদিন আগে ওর বাবার বলা কথাগুলো,
কারন, ও যে হিন্দু আর আমি আকাশ হাসান …..
নীল আকাশের গল্প | Premer Golpo | Romantic Love story
Leave a review
Leave a review
Darunnn