সফলতা ( জীবন যুদ্ধের এক বাস্তব লেখা )

Bongconnection Original Published
2 Min Read
সফলতা - বাংলা অনুপ্রেনরার গল্প (Bengali Inspirational Story)
Loading...

তুমি যখন ফেইসবুকিং করে তোমার অলস বিকেলটা কাটিয়ে দিচ্ছো, তোমারই কোনো বন্ধু সে সময়ে পেটের দায়ে বা বিবেকের দায়ে টিউশনি করাচ্ছে।
.
তুমি যখন আড্ডায় কিংবা কার্ড খেলে রাত জাগছো,তোমারই কোনো বন্ধু রুমের দরজা বন্ধ করে নিরলস খেটে যাচ্ছে স্বপ্ন পূরণের লক্ষ্যে ।
.
ভোর ৫ টায় যখন তোমার মধ্য রাত, তোমারই কোনো বন্ধু ধর্মীয় কার্যাবলী সেরে হাড়ভাঙ্গা প্রস্তুতি নিচ্ছে আগামীর যুদ্ধের জন্য।
.
তুমি যেখানে ঘুম থেকে উঠে কোনোরকম এ দাঁত ব্রাশ করে ক্লাসে যাচ্ছো এটেন্ডেন্স এর জন্য, বা ক্লাসের লাস্ট বেঞ্চে বসে ঘুমোচ্ছো, তোমারই কোনো বন্ধু কোনো নিপুণ সাংবাদিক এর মতো টুকে নিচ্ছে ক্লাস নোট গুলো।
তুমি যখন ক্লাসের ফাঁকে ডিপার্টমেন্ট এর ফ্রি ওয়াইফাই তে সফটওয়্যার আপডেট করছো, তোমার কোনো ফ্রেন্ড লাইব্রেরি তে বসে ক্লাসের লেকচারের নোট বানাচ্ছে।
.
তুমি যখন বাবার কষ্টে উপার্জিত টাকায় ধূমপান করে দিব্যি চলে যাচ্ছো, তোমারই কোনো বন্ধু হোটেলের  ওয়েটারের কাজ করে দিনশেষে বেঁচে যাওয়া কিছু খাবার  দিয়ে উদরপূর্তি করছে ।
.
এই পরিশ্রমী, উদ্যমী, সংগ্রামী ছেলেগুলো জীবনে সফল হবেনা কি তুমি হবে ? প্রকৃতি খুব,খুব,খুবই সুবিচারক। তুমি যাই করবে তার-ই ফল পাবে।
.
সফলতার কোনো শর্টকাট পথ নেই, সফলতার কোনো ঠিকানাও নেই। সফলতা একটা যাত্রা যেখানে তোমাকে হাঁটতে হবে অনেকটুকু পথ।
.
চেষ্টা চালিয়ে যাও নিরলস, সফলতা আসবেই, মনে রেখো প্রকৃতি কিন্তু তোমার কর্মফল-ই ফিরিয়ে দিবে তোমাকে।

 ধন্যবাদ ।

                          ………………

নিচের কমেন্ট সেকশনে লিখে জানান আপনার সুচিন্তিত মতামত । 

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.