এই মেয়ে শোনো..
হুম তোমাকেই বলছি!
তুমি কি আমার হবে?
আমি নাহয় তোমার ছুটির দিনের খুব সকালে রোদ আটকানো জানালার পর্দা হবো,
তুমি তখন ঘুমিয়ে নেবে আরো কিছু সময়।
তুমি পড়তে পড়তে ঘুমিয়ে গেলে বইখাতা ছড়ানো পড়ার টেবিল হবো,
তোমার ঐ অল্প ঘুমে আমার উপরে এলোমেলো পড়ে থাকা খোলা চুলের স্পর্শ নেবো।
:
:
আপন মনে যেদিন গুনগুনিয়ে তোমার বাড়ির খোলা বারান্দায় হাঁটবে,
আমি সেই সময়ে তোমার বারান্দার গ্রীল হবো।
তুমি গান থামিয়ে আমায় ছুঁয়ে উদাস হয়ে বাইরে তাকাবে।
আমি তোমার হাত ব্যাগের এক কোণে পড়ে থাকা ছোট্ট আয়না হবো,
তুমি আমায় দেখে মাঝে মধ্যে অগোচরে কপালের টিপ ঠিক করবে,
;
;
কোন এক বসন্তে আমি তোমার বাড়ির পাশের রঙিন ফুল হবো, বৈশাখের নতুন ভোরে তোমার চুলের খোঁপার সঙ্গী হবো।
কখনো কখনো ইচ্ছে হয় তোমার খুব যত্নে রাখা হাতে পড়া ঘড়ি হই,
সবার চোখ আঁড়াল করে সব সময় তোমার হাতটি ধরে থাকার সঙ্গী হই !
এক গ্রিষ্মে তোমার রৌদ্রে হাঁটার ফুলপাতা আঁকা সাদা রং এর ছাতা হই,
তপ্ত রোদে নিজে জ্বলে তোমাকে ছায়ায় আঁড়াল করে রাখার প্রেমিক হই।
খুব গরমে তুমি যখন ক্লান্ত হবে,
আমি তখন বৃষ্টি নামানো এক টুকরো মেঘ হবো।
তোমার সব ক্লান্তি, বৃষ্টির ফোঁটায় মুছিয়ে দেবো।
:
:
কোন এক মন খারাপ করা সকালে তোমার পুকুর পাড়ের বাঁধানো ঘাট হবো,
তুমি আমি চুপচাপ নিরব সময় কাটাবো তখন।
না বলা কষ্টে যখন তুমি বিছানায় শুয়ে শুয়ে কাঁদবে,
তখন আমি তোমার রাত্রে শোয়া মাথার বালিশ হবো,
আমার মাঝে তুমি মুখ লুকিয়ে কষ্ট লুকোবে বলে।
দুপুরের অলস ঘুম শেষে, বিকেলে যখন তুমি একা ছাদে হাঁটবে।
আমি সেই বিকেলের টুকরো মেঘের আকাশ হবো ,
কমলা সূর্য্যের লাল আলোয় মেঘগুলো সব রাঙিয়ে দেবো।
::
তুমি কি আমার হবে?
একটিবার বলো?
তুমি যদি আমার হও,
আমি তোমার মনের মতো নীল সবুজের এক পৃথিবী হবো….!!!
……………❤️……………