সে আপনি জিও , এয়ারটেল কিংবা ভোডাফোন বা আইডিয়া ইউজার যাই হোন না কেন , এই সমস্যায় আপনাকে পড়তেই হবে । যেখানে আপনার কমকরে 15-20 mb স্পিড পাওয়ার কথা সেখানে আপনি পাচ্ছেন KB তে অথবা 1-2MB র বেশি পাচ্ছেন ই না । আর তাতেই মেজাজ বিগড়ে যাচ্ছে বারবার ! আসুন আজ আপনাদের এমন এক ট্রিকসের কথা বলবো , যা কিনা বদলে দেবে আপনার ফোনের ইন্টারনেটের গতি । আপনিও পাবেন 4G র আসল মজা , আসল স্পিড ।
প্রতিটা নেটওয়ার্ক এর একটা সহন ক্ষমতা থাকে , যার ওপর ডিপেন্ড করে আপনি কতটা স্পিড পাবেন । ধরুন আপনি কোন এক বড় শহরে আছেন , কিন্তু সেখানেও আপনি স্পিড পাচ্ছেন না । অনেকে র বাড়ির কাছাকাছি টাওয়ার থাকা সত্তেও একই সমস্যা । এর কারন , আপনার সেই এলাকায় সেই নেটওয়ার্ক এর ইউজার এত বেশি যে , তার সহনক্ষমতা কমে যাওয়ায় আপনি স্পিড পাচ্ছেন কম । আবার গ্রামের ক্ষেত্রে দেখা যায় আপনার লোকালিটি তে , সেই নেটওয়ার্ক এর প্রোপার রেঞ্জ নেই । তাই এই সমস্যা হচ্ছে ।
ধরুন আপনি জিও বা ভোডাফোন ইউজার । আপনি এই সমস্যায় ভুগছেন , সবার আগে যেটা করতে হবে সেটা হলো , আশে পাশের বন্ধুদের বা মানুষদের দেখুন , কার ফোনে বেশি স্পিড পাচ্ছে ,
এইবার তাকে গিয়ে জিজ্ঞেস করুন সে কি নেটওয়ার্ক ব্যাবহার করেছে ।
কি ভাবলেন , আপনাকে সেই নেটওয়ার্ক ব্যাবহার করতে সাজেস্ট করবো ?
একদমই তা নয় আপনি যে সিম বা যে কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করছেন সেটাই করুন শুধু আপনার ফোনের সেটিংস এ গিয়ে পাল্টে ফেলুন কিছু , আর তারপর দেখুন …স্পিড কিভাবে বেড়ে যায় ।
গুগলে গিয়ে সার্চ করুন Speed test
এরপর একটু স্ক্রল করে নীচে দেখুন আছে Fast .Com
সেখানে আপনি টাচ করুন আর দেখুন আপনার বর্তমান স্পিড কত আছে , । আর সেটিংস পাল্টে আবার দেখবেন তখন কত স্পিড হয় ।
চেক করেছেন ?
এবারে আসুন ফোনের সেটিংস এ …
টাচ করুন Sim Card & Mobile networks
অথবা অনেক ফোনে Sim card setting বলেও থাকে ।
এবারে সেখানে গিয়ে টাচ করুন মোবাইল নেটওয়ার্ক এ ।
ওয়েট ওয়েট , এভাবে একটা পোস্ট এ সম্পূর্ন ভাবে কভার করা সম্ভব নয় । কারণ প্রতিটা নেটওয়ার্ক এর ক্ষেত্রে এই সেটিংস হবে কিছুটা আলাদা ।
আর তাছাড়া আমাদের ওয়েবসাইটে অনেক ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের রেগুলার রিডার আছেন । তাদের ক্ষেত্রেও সেটিংস হবে আলাদা কারণ ওখানকার নেটওয়ার্ক গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক , সেক্ষেত্রে প্রত্যেকের সেটিংস হবে কিছুটা আলাদা ।
কি রাগ হচ্ছে ? ভাবছেন এতটা পড়লেন অথচ যেটা জানতে পারলেন সেটাই জনতে পারলেন না ।
আসলে বিষয়টাই এমন যে একটা পোস্টে এটা কভার করা সম্ভব নয় । চাইলে খুব সংক্ষেপে বলে দেওয়া যেত । কিন্তু তাতে আপনি ই সমস্যায় পড়তেন । স্টেপ বাই স্টেপ একদম সহজ ভাবে বোঝানোর জন্যই আলাদা আলাদা নেটওয়ার্ক এর জন্য আলাদা আলাদা পোস্ট হবে ।
আপনার কোন নেটওয়ার্ক ব্যবহার করছেন আর ফোনের মডেল , এই দুটি লিখে ফেলুন নিচের কমেন্ট সেকশনে অথবা আমাদের বং কানেকশনের ফেসবুক পেজে ।
আপনাদের প্রত্যেকের জন্য একদম সহজভাবে লেখা হবে , যাতে আপনি সহজেই বাড়িয়ে নিতে পারেন ফোনের স্পিড কয়েকগুণ বেশি ।
তো, ঝটপট লিখে ফেলুন আপনার নেটওয়ার্ক অপারেটর এর নাম আর মোবাইল হ্যান্ডসেটের মডেল ।
আর এই আর্টিকেলটি শেয়ার করে দিন ফেসবুক আর হতে পারে আপনার কোন বন্ধু অথবা আত্মীয় বা বাড়ির কেউই এই সমস্যায় ভুগছেন । যাতে তারাও নিজেদের নেটওয়ার্ক অপারেটর এর স্পিড অনেকটা বাড়িতে নিতে পারেন ।
পরবর্তী পোস্টের জন্য ওপরে গিয়ে ইমেল সাবস্কিপশন করুন অথবা আমাদের ফেসবুক পেজে এ নজর রাখুন । আর কমেন্ট করতে ভুলবেন না , নাহলে আপনার ফোনের নেটওয়ার্ক স্পিড সেই একই থেকে যাবে ।
ধন্যবাদ ।
Jio
Huaweiy7,sim Banglalink,
Plz reply
Samsung j2 prime gp
Helpful working
oppo a 53