Subho Maha Saptami Images, Photos 2024
দূর্গাপূজা মানেই বাঙালির কাছে এক আলাদাই আবেগ। সারা বছর তীব্র অপেক্ষার পর পূজোর এই পাঁচদিন বাঙালি মেতে ওঠে উৎসবের আনন্দে । যদিও বাঙালির বারো মাসে তেরো পার্বন, তবুও দূর্গাপূজাকে ঘিরে প্রতিটি বাঙালির উন্মাদনা থাকে চোখে পড়ার মতো ।
পূজোর পাঁচদিন রাত জেগে বিভিন্ন প্যান্ডেলে ঠাকুর দেখা থেকে বিভিন্ন Resturant বা রেস্তোরাঁয় গিয়ে খাবার খাওয়া, হৈ হুল্লোড় সব কিছুই থাকে আনলিমিটেড । আর চলতি বছরে তো দ্বিতীয়া থেকে শুরু হয়ে গেছে মানুষের ঠাকুর দেখা । তবে, এই উৎসবের আনন্দে কিন্তু একটি বিষয় ভুলে গেলে চলবে না । ভাবছেন কোন বিষয়টি, তাই তো ? আসলে এই উৎসব মুখর পূজোর কটা দিন প্রিয়জনদের শুভেচ্ছা জানানোটাও তো জরুরি । আপনি নিশ্চই ভুলে গিয়েছিলেন ? তাই আপনার ও আপনার প্রিয়জন ও বন্ধুদের জন্য রইলো মহা সপ্তমীর সেরা কিছু শুভেচ্ছা
ছবি, Images, Pictures । নীচের ছবিগুলো Download করুন আর সহজেই পাঠিয়ে দিন প্রিয়জনদের । অথবা পোস্ট করুন আপনার Whats app, Facebook এর টাইমলাইনে ।