Subho Mahalaya Wishes In Bengali
বাঙালির বারো মাসে তেরো পার্বন । আর এই তেরো পার্বণের মধ্যে সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা । সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করে এই পূজোর পাঁচটি দিনের জন্য ।
কিন্তু বাঙালির কাছে দুর্গাপুজোর শুরু হয় মহালয়ার ভোর থেকেই । সেইদিন কুমোর টুলিতে হয় মায়ের চক্ষুদান । সারা রাত জেগে হয় পিকনিক আর ভোর হতেই শুরু হয় রেডিও আর টিভিতে মহালয়া দেখা ।
রাত জেগে পিকনিক আর সকাল সকাল প্রিয় বন্ধুদের Facebook কিংবা What’s app এ Wish করা । কিন্তু ভাবছেন এই বছর মহালয়ার শুভেচ্ছা কিভাবে জানাবেন প্রিয় মানুষ কিংবা বন্ধুদের ? সমস্যা কি ? আপনার জন্য আমরা নিয়ে এসেছি সেরা সব মহালয়ার স্ট্যাটাস, মেসেজ । তো, দেরি না করে ঝটপট পাঠিয়ে দিন …..
Subho Mahalaya Images In Bengali 2024
“শান্ত বাতাস ঢেউ খেলে যায় মাঠের ঘাসে ঘাসে
করুণাময়ীর নবরূপে সজ্জিত মা যে ওই আসে,
দূর গগনে নীল ছড়িয়ে সাদা মেঘের ভেলা ভাসে
নদীর দুলুল ভরিয়ে দিয়ে কাশ ফুলেরা দেখো হাসে”
Subho 𝚿 Mahalaya
“মা আসছে মা আসছে ওরে কে আছিস কোথা
ভুলে যা আজ মনের মাঝে আছে যত দুঃখ ব্যথা
ওই সোনা যায় মায়ের নামে আগমনীর কথা
সুদূর থেকে ভেসে আসে মায়ের সূত্র হেতা”
*** শুভ মহালয় ***
“এলোরে বছর ঘুরে আবার পুজোর দিন
খুশিতে নাচবে মন ধিন তাক ধিন ধিন
ঘর থেকে এসো আজ সবাই বেরিয়ে
মাকে নেবো আজ সবাই বরণ করে”
𝚿✣শুভ মহালয়✣𝚿
Mahalaya SMS In Bangla
“ঢ্যাং কূড় কূড় ঢাক বাজে আর বাজে কাঁশি
খোকা খুকুর মুখে ফুটবে মিষ্টি হাসি
আসছে মা সবাই মিলে জয় দূর্গা বল
ফুলে ফুলে ভরে যাবে মায়ের আঁচল”
✿✿✿ শুভ মহালয়া ✿✿✿
“সবুজ ধানে মলয় আনে সাগর নদীর ঢেউ
তাই দেখে দূর অজানায় হারাতে চায় কেউ,
ঝিরি ঝিরি বাতাসে শিউলির গন্ধ ভেসে যায়
আকাশ হয়ে মন মেঘের দলে হারাতে চায়”
Subho Mahalaya Quotes In Bengali
“একটি বছর পরে আবার মা আসছে ঘরে
সবাই মিলে সাজাও মাকে মনের মতো করে
শিবের ঘরে থাকেন মা অনেক কষ্ট করে
সেই কথা মা নিজের মুখে বলতে নাহি পারে”
❋ ❋ ❋শুভ মহালয়❋ ❋ ❋
আরো পড়ুন, Mahalaya Chandi Path Lyrics In Bengali
“গিরিরাজ পিতা তোমার মেনোকা মাতা
হিমালয়ের কন্যা তুমি আর রাজারা দহিতা
লক্ষী গণেশ সরস্বতী কার্তিক তোমার ছেলে
শিবের ঘরে এসে তুমি তাদেরকে পেলে”
❋ ❃ ❋শুভ মহালয়া❋ ❃ ❋
Subho Mahalaya Images
“মা আসবে খুশিতে তাই ভুবন যে আজ সাজে
হারাতে চায় সবার মাঝে মন লাগেনা কাজে
দূর প্রান্তে কাশের বনে ভাসে আগমনীর সুর
মেঘের ভেলায় মা আসবে নয় সে বেশি দুর”
“শুভ মহালয়া”
Pujo Mane Kash Bone Lukochuri Khela
Pujo Mane Nil Akashe Sada Megher Bhela
Pujo Mane Hridoye Lage Darun Khushir Dola
Pujo Mane Abar Elo Mon Melanor Mela…
!SUBHO MAHALAYA!
আরো পড়ুন, Mahalaya Bangla Kobita
Shiuli Fuler Gandho Niye,Mahalayar Bhore,
Abar Bochor Paar Kore Pujo Elo Ghure
,Hok Na Aakash Meghe Dhaka,
Poruk Bristi Jhiri Jhiri,Kasher Bon Dichhe Janan,
Asche Maa Shiggiri.
SUBHO MAHALAYA !
Subho Mahalaya Greetings In Bengali
Dhaker Awaj Dhang Kur Kur
Sona Jay Oi Agomoni Sur
Mayer Ebar Asar Pala
Nil Dighite Bhaslo Bhela |
Ajke Sabar Matuk Mon
Janai Agam Abhinandan…SUVO MAHALAYA. !!
Sharat Kaler Roder Jhilik…
Shiuli Fuler Gondho,
Maa Asche Ghore Tai Mone Eto Anondo.
Kumor Tuli Holo Khali Toiri Holo Dhaki…
Ebar Pujoy Maago Jeno Onek Anonde Thaki !
Mahalaya R Preeti O Subho Kamona..!!
ভালো লাগলে নিজের প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, সুস্থ থাকুন।..
Thank You, Visit Again…
আরো পড়ুন,