Bhalobashar Morshum Lyrics (ভালোবাসার মরশুম) Shreya Ghoshal | Arijit Singh

sudiproy877
3 Min Read

Bhalobashar Morshum Lyrics by Shreya Ghoshal

Bhalobashar Morshum is a brand new Bengali song by Shreya Ghoshal. Male version of this song is sung by Arijit Singh. This beautiful romantic song is composed by Sanai & written by Barish.
 
Bhalobashar Morshum
Singer – Shreya Ghoshal
Lyricist – Barish
Composer – Sanai
Arrangement and programming – Chandraniv Saha
 

Bhalobashar Morshum Lyrics In Bengali

মন একে একে দুই 
একাকার আমি তুই,
আর না চোখ ফিরিয়ে, একটু হাস।
নেই, মনে কি কিছুই?
তোর ঠোঁটের ডানা ছুঁই,
মিলবে সব জীবনের ক্যালকুলাস।

স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।

ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই,
সেই যে সেই তাকালেই, সর্বনাশ।।

ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়
তোর ঠিকানায়, পাঠালাম এ হৃদয়।
প্রেম হলে এক সুরে গান বেজে যায়
সে দেয় জখম, তবু সেই তো ভেজায়।

ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।

দিন, বদলে যাবে ফের
হাত ধরে সময়ের,
ফুটবে ঠিক, মন মাফিক, মন পলাশ
ফুটবে ঠিক, মন মাফিক, মন পলাশ
ফুটবে ঠিক, মন মাফিক, মন পলাশ।।

ভালবাসা একটা আশ্রয়। দিনের শেষে যেখানে আমরা নিশ্চিন্তে নিজেকে মেলে ধরতে পারি। সেই ভালবাসার সুরে সুর মিলিয়েই তৈরি হল “ভালবাসার মরশুম“। সৃজিত মুখার্জি নতুন এক গল্প নিয়ে বানিয়েছেন X=প্রেম। যে সিনেমায়
শ্রেয়া ঘোষাল গেয়েছেন বারিষের কথায় আর সানাই-এর সুরে এই গান ‘ভালবাসার মরশুম‘। রইল X=প্রেম সিনেমার প্রথম এই গান শুধুমাত্র তোমাদের জন্য।

Bhalobashar Morshum Lyrics In English

Mon eke eke dui
Ekakar ami tui
Aar na chokh firiye ektu haas
Nei mone ki kichui
Tor thoter daana chui
Milbe shob jiboner Calculus

Smritira geche porobas
Kothara hoyeche nijhum
E buke tobu baromash
Valobashari Morshum
Bhalobashari morshum

Daak naame deke jai
Sei ager toke chai
Sei je sei takalei sorbonash

Jhor ele tui sathe thakle ki bhoy
Tor thikanay pathalam e hridoy
Prem hole ek sure gaan beje jay
Se dey jokhom tobu se toh vejay

Bethara fireche pash
Balishe jome vanga ghum
E buke tobu baromash
Bhalobasari morshum
Valobasari morshum

Din bodle jabe pher
Haat dhore somoy er
Futbe thik mon mafik mon polash

Mon eke eke dui
Ekakar ami tui
Aar na chokh firiye ektu haas
Nei mone ki kichui
Tor thoter daana chui
Milbe shob jiboner Calculus

ভালোবাসার মরশুম লিরিক্স – অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল

Tags – Bengali Lyrics, Shreya Ghoshal, Arijit Singh

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.