ফাদার্স ডে নিয়ে লেখা – Happy Father’s Day In Bengali Article 2024

sudiproy877
3 Min Read

Fathers Day In Bengali

‘বাবা’ শব্দটি শুধু কয়েকটা অক্ষরের সমাহার নয়; এটি একটি ছাতার নাম, একটি উষ্ণ
আলিঙ্গনের নাম, বারবার ভেঙে যেতে যেতেও নিজের ভাঙা টুকরোগুলো জুড়ে আবার নতুন একটি মানুষ তৈরির ভরসা জোগানোর পন্থার নাম। তাই নয় কি? ‘বাবা’ বললেই আমাদের চোখের সামনে এমন একটি মানুষের প্রতিচ্ছবি ভেসে ওঠে যার হাত ধরে আমাদের বড় হয়ে ওঠা, সাহস
করে নতুন রাস্তায় পাড়ি দেওয়া, আনন্দে, দুঃখে নিজের পরোয়া না করে যে মানুষটি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের পাশে থাকে। মা এর পাশাপাশি বাবার ভূমিকা আমাদের সকলেরই কম-বেশী একরকম।
মায়েদের যেমন কোনো দিন হতে পারে না, তেমনি বাবাদেরও আলাদা করে কোনো দিন হতে পারে
না।  কিন্তু তাও আমরা একটি দিন পালন করি, উদযাপন করি তাঁদের আমাদের জীবনে আসার এবং প্রতি মুহূর্তে আমাদের জীবনকে আলোকিত করাকে।

শুভ পিতৃ দিবস

আমাদের প্রত্যেকের জীবনে ‘বাবা’ এই নাম এর অবদান অসীম! জীবনের প্রতিটি মুহূর্তে তাদের আত্মত্যাগের কাহিনী কে একদিনে বলে বোঝানো যাবে না, তবুও তাঁদের ও সন্মান
প্রদর্শনের একটি বিশেষ দিন এর আয়োজন থাকলে মন্দ কি….
বাবার সঙ্গে আমাদের সম্পর্ক টা ওই যেন অনেকটা ওই বাসের ড্রাইভার আর প্যাসেঞ্জারের মতো । জীবনের সফর তো একসঙ্গেই হয় কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি কথা কখনোই হয়না ।
বাবা আমাদের সকলের জীবন জুড়ে রয়েছেন । ছোট বেলায় স্কুলের প্রথম দিন হোক কিংবা ক্রিকেট ব্যাট কিনে দেবার আবদার । মায়ের কাছে বকুনি খেয়ে বাবার কাছে আদর কিংবা নিজের পকেটের শেষ পয়সাটুকু ভেঙে আমাদের জন্য শখের জিনিস কেনা । পূজোয় ‘আমার তো সব
নতুন ই আছে’ বলা মানুষটা হয়তো মাঝে মাঝে একটু বকাঝকা করেন । কিন্তু সেটা যে আমাদের ভালোর
জন্যই ।
মেয়েকে শশুর বাড়িতে বিদায়ের সময় কোন বাবার চোঁখের বাঁধভাঙা জল সত্যি ই বলে দেয় ‘পাপা কি পরি’ তার মেয়ের ফেসবুক প্রোফাইলে লেখা থাকুক বা না থাকুক তার বাবার
হৃদয়ে সে চিরকাল ‘পরী’ ছিলো ।
সবশেষে, নিজের জীবনের সর্বস্ব দিয়ে যে মানুষটি সবসময় আমাদের ভালো রাখার চেষ্টা করেন তার নাম বাবা । বটবৃক্ষের মতো যিনি চিরকাল আমাদের আগলে রাখেন তার নাম বাবা ।
এতসবের মাঝেও হঠাৎই  করেই একদিন তিনি হারিয়ে যান ফুরিয়ে যাওয়ার দেশে ।
তাই যতদিন বাবা কাছে আছেন তাকে আগলে রাখুন, ভালোবাসায় রাখুন ….
Happy Father’s Day ❤️
বং কানেকশনের পক্ষ থেকে বিশ্বের সকল বাবাদের প্রতি হৃদয়ের গহীন থেকে রইলো শুভ পিতৃ দিবসের আন্তরিক শুভেচ্ছা ।
Tags –
Fathers Day,
Bengali Article
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.