Ha Re Re Re Lyrics by Rabindranath Tagore
Free away the wildlife don’t put them in cages. Rabindra Sangeet also is known as Tagore Songs, are songs written and composed by Rabindranath Tagore.
The music is mostly based on Hindustani classical music and folk music of Bengal.
Ha Re Re Re Lyrics In Bengali
হারে রে রে রে রে, আমায়
ছেড়ে দে রে, দে রে–
যেমন ছাড়া বনের পাখি
মনের আনন্দে রে॥
হারে রে রে রে রে, আমায়
ছেড়ে দে রে, দে রে–
যেমন ছাড়া বনের পাখি
মনের আনন্দে রে॥
ঘনশ্রাবণধারা যেমন
বাঁধনহারা,
বাদল-বাতাস যেমন ডাকাত
আকাশ লুটে ফেরে॥
হারে রে রে রে রে, আমায়
ছেড়ে দে রে, দে রে–
যেমন ছাড়া বনের পাখি
মনের আনন্দে রে॥
হারে রে রে রে রে, আমায়
রাখবে ধ’রে কে রে–
দাবানলের নাচন যেমন সকল
কানন ঘেরে,
বজ্র যেমন বেগে গর্জে
ঝড়ের মেঘে,
অট্টহাস্যে সকল
বিঘ্ন-বাধার বক্ষ চের
Ha Re Re Re Lyrics In English
Haa re re re re,
Aamay chhere de re, de re –
Jemon chhaara boner paakhi moner aanonde re.
Ghanoshraabondhaara
Jemon bnaadhonhaara,
Baadol-baatas jemon daakat aakash lute phere.
Haa re re re re,
Aamay raakhbe dhore ke re –
Daabanaler naachon jemon sakol kaanon ghere,
Bajro jemon bege
Gorje jhorer meghe,
Attohaasye sakol bighno-baadhar bokkho chere.
Ha Re Re Re Poem For Kids
জুড়ে থাকুন আমাদের সাথে, নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
বাংলায়, বাঙালির হৃদয়ের সবথেকে কাছের ওয়েবসাইট।
ভালো থাকুন, ভালো রাখুন। .
Thank You, Visit Again…