ঈদ মোবারক কবিতা 2024 – Eid Mubarak Kobita – Eid Bengali Poem

sudiproy877
5 Min Read

ঈদ মোবারক কবিতা 2024

বাঙালি হলো কবিতা অন্ত প্রাণ । বারো মাসের তেরো পার্বনে কবিতা বাঙালির মজ্জাগত । আজ ঈদের এই পুণ্য অবসরে তাই আপনার জন্য রইলো ঈদের (Eid) সেরা কিছু কবিতা । চলতি বছরের ঈদ এমনিতেই প্রতিটি মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ । বিগত দুই বছর বহু মানুষ তাদের প্রিয়জনদের থেকে দূরে ঈদ উদযাপন করেছেন । এবারে কিন্ত চিত্রটা কিছুটা হলেও আলাদা । আজ ঘরে ঘরে ঈদের খুশিতে মেতে উঠেছেন সকলে।


ঈদ সংক্রান্ত কবিতা

Loading...
ঈদের আনন্দ
  – সাজিয়া আফরিন
রোজার শেষে ঈদের খুশি
খুশির জোয়ার প্রাণে,
মিষ্টি সুরে আকুলতা
বলছে গানে গানে।
নতুন জামা মাথায় টুপি
বাবার হাতটি ধরে,
ঈদের নামাজ করবে আদায়
বলছে মাকে ঘরে।
মায়ের হাতের মিষ্টি খাবার
জিভে যে জল আসে,
পায়েস ফিরনি নকশি পিঠা
গুড়ের সিরকায় ভাসে।
দুঃখ বিভেদ আজকে ভুলে
মিলেমিশে থাকি,
ঈদ আনন্দ ভাগাভাগি
প্রেম বন্ধনে রাখি।
ইচ্ছে কতো মনের মাঝে
থাকতো যদি ডানা,
দূর পবনে ভেসে যেতাম
শুনতাম না আর মানা।

Eid Bangla Kobita

কাজী নজরুল ইসলামের ধর্মীয় কবিতা
 
ঈদ মোবারক
     — কাজী নজরুল ইসলাম
শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,
কত বালু চরে কত আঁখি-ধারা ঝরায়ে গো,
বরষের পরে আসিল ঈদ!
ভূখারীর দ্বারে সওগাত বয়ে রিজওয়ানের,
কন্টক-বনে আশ্বাস এনে গুল-বাগের,
সাকীরে ”জা’মের” দিলে তাগিদ!
খুশীর পাপিয়া পিউ পিউ গাহে দিগ্বিদিক,
বধু-জাগে আজ নিশীথ-বাসরে নির্নিমিখ্।
কোথা ফুলদানী, কাঁদিছে ফুল!
সুদূর প্রবাসে ঘুম নাহি আসে কার সখার,
মনে পড়ে শুধু সোঁদা সোঁদা বাস এলো খোঁপার,
আকুল কবরী উলঝলুল্!!
ওগো কা’ল সাঁঝে দ্বিতীয়া চাঁদের ইশারা কোন্
মুজদা এনেছে, সুখে ডগমগ মুকুলী মন!
আশাবরী-সুরে ঝুরে সানাই।
আতর সুবাসে কাতর হ’ল গো পাথর-দিল্,
দিলে দিলে আজ বন্ধকী দেনা—-নাই দলীল,
কবুলিয়াতের নাই বালাই।।
আজিকে এজিদে হাসেনে হোসেনে গলাগলি,
দোজখে বেহেশ্তে ফুলে ও আগুনে ঢলাঢলি,
শিরীঁ ফরহাদে জড়াজড়ি।
সাপিনীর মত বেঁধেছে লায়লি কায়েসে গো,
বাহুর বন্ধে চোখ বূঁজে বঁধু আয়েসে গো।
গালে গালে চুমু গড়াগড়ি।।
দাউ দাউ জ্বলে আজি স্ফুর্তির জাহান্নাম
শয়তান আজ বেহেশ্তে বিলায় শরাব-জাম,
দুশমন দোস্ত্ এক-জামাত!
আজি আরাফাত্-ময়দান পাতা গাঁয়ে গাঁয়ে,
কোলাকুলি করে বাদশা-ফকীরে ভায়ে ভায়ে,
কা’বা ধ’রে নাচে ”লাত্-মানাত”।।
আজি ইসলামী-ডঙ্কা গরজে ভরি’ জাহান,
নাই বড় ছোট–সকল মানুষ এক সমান,
রাজা প্রজা নয় কারো কেহ।
কে আমীর তুমি নওয়াব বাদশা বালাখানায়?
সকল কালের কলঙ্ক তুমি: জাগালে হায়
ইসলামে তুমি সন্দেহ।।
ইসলাম বলে, সকলের তরে মোরা সবাই,
সুখ-দুখ সম-ভাগ ক’রে নেব সকলে ভাই,
নাই অধিকার সঞ্চয়ের।
কারো অখিঁ-জলে কারো ঝাড়ে কিরে জ্বলিবেদীপ?
দু’জনার হবে বুলন্দ-নসিব, লাখে লাখে হবে বদনসিব?
এ নহে বিধান ইসলামের।।
ঈদ্-অল-ফিতর আনিয়াছে তাই নব বিধান,
ওগো সঞ্চয়ী, উদ্বৃত্ত যা করিবে দান,
ক্ষুধার অন্ন হোক তোমার!
ভোগের পিয়ালা উপচায়ে পড়ে তব হাতে,
তৃষ্ণাতুরের হিসসা আছে ও পিয়ালাতে,
দিয়া ভোগ কর, বীর, দেদার।
বুক খালি ক’রে আপনারে আজ দাও জাকাত,
ক’রো না হিসাবী, আজি হিসাবের অঙ্কপাত!
একদিন কর ভূল হিসাব
দিলে দিলে আজ খুনসুড়ি করে দিললগী,
আজিকে ছায়েলা-লায়েলা-চুমায় লাল যোগী!
জামশেদ-বেচে চায় শরাব।।
পথে পথে আজ হাঁকিব, বন্ধু,
ঈদ-মোবারক! আসসালাম!
ঠোঁটে ঠোঁটে আজ বিলাব শিরনী ফুল-কালাম!
বিলিয়ে দেওয়ার আজিকে ঈদ।
আমার দানের অনুরাগে-রাঙা ঈদগা’ রে!
সকলের হাতে দিয়ে দিয়ে আজ আপনারে—
দেহ নয়, দিল হবে শহীদ।।
ঈদ মোবারক কবিতা 2024 - Eid Mubarak Kobita - Eid Bengali Poem
Loading...

Eid Mubarak Kobita Bangla

ঈদের সালাম নেবেন
      – ইমতিয়াজ সুলতান ইমরান
আজকে সবাই যাচ্ছে ভেসে হাসিখুশির বানে
সবার সাথে আমারও খুব পুলক জাগে প্রাণে।
কী হয়েছে? কী ঘটেছে? কিসের মাতামাতি?
কিসের খুশি? জানতে করে মনটা আতিপাতি!
দিন গড়িয়ে ঘনিয়ে যখন এলো সাঁঝের বেলা
বনবাদাড়ে আলোর জোনাক জমিয়েছে মেলা।
দূর আকাশে চেয়ে আছে পাড়াপড়শি যতো
একটা নাকি চাঁদ উঠেছে কচি শিশুর মতো।
সন্ধ্যা বেলায় চাঁদ দেখিতে মাঠে সবাই এলো
সবার মতো আমার মনে আগ্রহ খুব পেলো।
হঠাৎ দেখি মেঘের ফাঁকে চিকন চাঁদের হাসি
উপর থেকে ঝরছে যেন জোছনা রাশিরাশি।
রমজানের ঐ রোজার শেষে… উঠলো বেজে গীতি
ঈদের মহান, নজরুলের গান… সাম্য সুখের প্রীতি।
বিভেদ ভুলে নিজেকে আজ বিলিয়ে সবাই দেবেন
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদের সালাম নেবেন।

Share This Article