Happy Diwali Poem In Bengali 2023 (শুভ দীপাবলির কবিতা) – Deepabali Bengali Poem

Bongconnection Original Published
4 Min Read

 Happy Diwali Poem In Bengali 2023 (শুভ দীপাবলির কবিতা) – Deepabali
Bengali Poem

Happy Diwali Poem In Bengali 2023 (শুভ দীপাবলির কবিতা) - Deepabali Bengali Poem
Loading...

Happy Diwali Poem In Bengali

সামনেই আলোর উৎসব দীপাবলি (Diwali) আর সেই সাথে রয়েছে শ্যামা মা অর্থাৎ কালী পূজা । চারিদিকে আলোর রোশনাই, বাজি পোড়ানোর পাশাপাশি ওই দিন বাংলার বিভিন্ন জায়গায় কালী পূজা অনুষ্ঠিত হবে ।
উৎসব প্রিয় বাঙালি কিন্তু আবার কবিতা প্রেমীও । তাই আপনার জন্য রইলো চলতি বছরে
শুভ দীপাবলির শ্রেষ্ঠ কিছু কবিতা ।

Happy Diwali Bengali Poem 2023

Loading...
 দীপাবলি
         – অংশুমান বেরা
প্রবল যুদ্ধের শেষে
       উদ্ধার হ’ল সীতা,
হু হু করে জ্বলছে তখন
        রাক্ষস রাবনের চিতা |
চোদ্দ বছর বনবাসের
        হল এবার শেষ,
অযোধ্যার শ্রী রামচন্দ্র
        ফিরবে এবার দেশ |
রাশি রাশি দীপমালায়
         উঠে নগরী সাজি,
খুশিতে উছল অযোধ্যাবাসি
          করে শব্দবাজি |
হঠিয়ে দিতে কালিমা আর
          অন্ধকার যত,
আলোর সাথে কালীর পুজায়
         প্রজারা হয় রত |
তখন থেকে দীপাবলিতে
         দীপ জ্বালানোর প্রথা,
লোক সমাজে রয়েছে আরও
          অনেক রকম গাথা |
বিজ্ঞান বলে বর্ষা শেষে
         সৃষ্টি প্রচুর পোকা,
দীপ আগুনে পুড়ছে মরে
          খাচ্ছে তারা ধোঁকা |
দীপাবলির দীপ আগুনে
          পোকারা সব মরে,
পোকা না খাওয়া গোটা ফসল
          উঠে চাষীর ঘরে |
দীপাবলীর শুভলগ্নে
         সবার হোক কল্যাণ,
মহান এই মাঙ্গলিকী
          থাকুক চির অম্লান |
* ==== * ==== * ==== *


আরো পড়ুন,

শুভ দীপাবলি কবিতা

Happy Diwali Poem In Bengali 2023 (শুভ দীপাবলির কবিতা) - Deepabali Bengali Poem
কালী কথা
—————
দুর্গা মা গেছেন চলে
কৈলাসেতে শিবের ঘরে
লক্ষ্মী মার পূজাও সাঙ্গ
পূর্ণিমাতে কোজাগরে।
এরপরে কৃষ্ণ পক্ষে
আসছেন মা ‘শ্যামা’ রূপা
অমাবস্যার মহানিশায়
পদতলে শিব শব-স্বরূপা।
রামপ্রসাদ কমলাকান্ত
দাশরথী রায় কাজী নজরুল
সঙ্গীত সাধন ধারায়
শ্যামা মায়ের রূপ মঞ্জুল।
কালীঘাট দক্ষিণেশ্বর
তারাপীঠের মহা শ্মশান
শ্রীরামকৃষ্ণ বামা খ্যাপা
মাতৃ সাধক শতেক মহান।
মা আমার বালিকা রূপে
রামপ্রসাদের বাঁধছে বেড়া
কেড়ে খায় ভোগের থালা
নিবেদন আগেই বড্ড’তাড়া’।
আলোতে সাজবে নিশি
সড়ক থেকে অলিগলি
সেই আলো ছড়িয়ে দিয়েই
বলছি শুভ – দীপাবলি।

Diwali Poem In Bengali

শুভ দীপাবলী
 *********************
শারদীয় মায়ের বিদায়ের পর,
কোজাগরী পূজার পনের দিন পর ,
দীপাবলী মায়ের হয় আগমন এই ধরাতে ,
প্রদীপ জ্বলবে প্রতি ঘরে শীত শীত রাতে।
হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে,
শীতের অগমনীতে ওই গগনের দীপগুলিরে।
জ্বালাও নিজের ভিতরের আলো,
 অসুর আক্রোশ,শোক, দুঃখ ভুলিয়ে ফেলো।
অভিমান, ক্ষোভ যেন গলে,
মোমের শিখার অনলে.।
ধ্বংস হোক  অপকোষ থেকে উপকোষ।
সাদা পায়রার মতো ,
যদি উড়িয়ে দিতে পারি,
ষড় রিপুর উদ্যত তরবারি।
অমানবিকতা, হিংসা -বিদ্বেষ দিয়ে জলাঞ্জলি,
প্রতি ঘরে ঘরে  জেগে ঊঠুক শুভ দীপাবলি।
আরো পড়ুন,
 
 

Share This Article