ভাইফোঁটার কবিতা
ভাইফোঁটা
হ্যালো,
15 তারিখ ভাইফোঁটা জেনে রাখিস ভাই,
ওই দিনে তোর আসা চাই- ই চাই।
জানি তোর দায়িত্বের কাজ, একদম ছুটি নাই,
তবুও এই দিনে তে কাছে যদি একটু তোকে পাই।
এই আশাতেই সারাবছর দিন যে আমি গুনি,
মনে মনে ঘরের কোণে স্বপ্নের জাল বুনি।
সারা দেশের মানুষ বোঝে বল এই বাক্য?
হাতের মুঠোয় জীবন ধরে সীমান্তে খুঁজিস ঐক্য।
দেশে দেশে দ্বন্দ্ব নিয়ে নাচে জাতি উপজাতি,
হিংস্র হয়ে উল্লাসে করে রক্তে মাতামাতি।
রোদ পোড়ায়, বর্ষা ভেজায়,শীতও ধরায় কাঁপন,
দেশ মায়ের রক্ষায় তোর আজব জীবন যাপন।
দাদা- দিদির গদির লড়াই, ছলের আশ্বাসবাণী,
সত্যি কী পায় আসল দাম তোর জীবন খানি?
সবার জন্য এতো ভাবিস, শুধুই আমার বেলা,
এতো করে আসতে বলি তবুও অবহেলা।
আপন ভাই তুই য়ে নয়, জানে তো সবাই,
বাঁকা চোখের চাওনি তাদের সহ্য করে যাই।
ধান, দূর্বা, শ্বেতচন্দন, পানপাতা, ঘিয়ের প্রদীপ,
সাজিয়ে নিয়ে থাকবো বসে এলেই দেব টিপ।
গরম লুচি, মিষ্টি মিঠাই, খাঁটি দুধের পায়েস,
ভাইবোনের খুনসুটির সাথে করবি একটু আয়েস।
ঘরে আমার খুশির জোয়ার,বসবে চাঁদের হাট,
তোর পছন্দের উপহারও আছে, নীল রঙের সার্ট।
হ্যালো– হ্যাল
ো-হ্যা- লো-ও-ও-কী-ই-ই-ই ,কী বললি ভাই?
ো-হ্যা- লো-ও-ও-কী-ই-ই-ই ,কী বললি ভাই?
১১ তারিখ সার্জিক্যাল স্ট্রাইক একদম ছুটি নাই?
না আসিস ভাই, তবুও তোকে চৌকাঠে দেব ফোঁটা,
যম দুয়ারে বিছিয়ে দেব সহস্রাধিক কাঁটা।
বিজয়ী হয়ে, দীর্ঘায়ু নিয়ে শুধু ভালো থাকিস,
দূর থেকে মুঠোফোনে একটু দিদি ডাকিস।।
Bhai Phota Kobita Lyrics
(2)
ভাইফোঁটা আজি তাই মহা ধূম-ধাম,
আনন্দেতে ভরে ওঠে সবাকার প্রাণ।
ভায়ের কপালে যদি বোন ফোঁটা দেয়,
কার সাধ্য তার ভায়ে যম কেড়ে নেয়।
ভাইফোঁটা উত্সব প্রতি ঘরে ঘরে,
নানাবিধ উপহারে, ঘর যায় ভরে।
সুগন্ধি চন্দন আর পুষ্পরাজি মালা,
ফল-মূল মিষ্ট দ্রব্যে পরিপূর্ণ থালা।
ঘরে ঘরে ধূম-ধাম নানা উপহার,
পুড়ে ধূপ জ্বলে দীপ, ভবন মাঝার।
ভায়ের কপালে ফোঁটা করয়ে প্রদান,
ফল-মূল, সুমিষ্টান্ন আর গুঁয়া পান।
বর্ষে বর্ষে ভাইফোঁটা, বিধিমতে হয়,
আয়ূ-বৃদ্ধি সুখ-লাভ, জানিহ নিশ্চয়।
Bhai Phota Poem In Bengali
(3)
ভাইফোঁটা এই শুভ লগন,
এক বছর পরে এল যখন।
উলু ধ্বনি আর শঙ্খ ধ্বনি,
চারিদিকে শুধু কলকলানি।
যম দুয়ারে ফেলতে কাঁটা,
ভগিনী ভাইয়ে দিচ্ছে ফোঁটা।
সবাই নতুন বস্ত্র পরিধানে,
সবার উচ্ছাস বহে হৃদয় মনে।
বোন ভাইয়ের জন্য আশীষ চায়,
তুলসী দূর্বা দিয়ে মাথায়।
ললাটে আঁকে চন্দনের টিপ,
তণ্ডুল ছড়ায় জ্বালায় প্রদীপ।
পায়েস মিষ্টি থালায় সাজায়,
আদর করে ভাইয়ে খাওয়ায়।
ভাই বোনের এই প্রীতির বাঁধন,
কভু আলগা না হয় এলে মরণ।
ভাই বোনের এই মধুময় ক্ষণ,
বেঁচে থাকে যেন সারাটা জীবন।