Subho Maha Saptami 2023 Wishes, Greetings, Status In Bengali (শুভ
মহাসপ্তমীর শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, মেসেজ) </span ></span >
Subho Maha Saptami Wishes In Bengali
শরতের এই মরশুমে চারিদিকে আলোর রোশনাই আর প্যান্ডেলের মাঝেই আজ দূর্গাপূজার মহা
সপ্তমী । গতকাল ষষ্ঠীতে মায়ের বোধনের পর আজ দ্বিতীয় দিনের পূজো ।
সপ্তমী । গতকাল ষষ্ঠীতে মায়ের বোধনের পর আজ দ্বিতীয় দিনের পূজো ।
যদি ও আজ সপ্তমী কিন্তু অনেকেই দ্বিতীয়া থেকে শুরু করে দিয়েছেন প্যান্ডেল হপিং ।
Kolkata র বিখ্যাত সব পূজো প্যান্ডেল (Sreebhumi Sporting Club</a >, Maddox Square</b >) এ গত কয়েকদিন থেকেই উপচে পড়ছে ভিড় ।
Kolkata র বিখ্যাত সব পূজো প্যান্ডেল (Sreebhumi Sporting Club</a >, Maddox Square</b >) এ গত কয়েকদিন থেকেই উপচে পড়ছে ভিড় ।
গত দু বছর মানুষ সেভাবে পূজোতে আনন্দ করতে পারেনি । চলতি বছরে তেমন কোন বিধিনিষেধ
নেই ।
নেই ।
তাই মানুষ ও চুটিয়ে আনন্দ করছেন ।
Puja Shopping থেকে Resturant এ পেটপুজো কিংবা লেট নাইট ঘোরাঘুরি সব যেন
মিলেমিশে গেছে ।
মিলেমিশে গেছে ।
সে যাই হোক, পূজোর আনন্দ তখনই দ্বিগুন হয়, যখন কোন প্রিয়জন বা বন্ধু আমাদের
শুভেচ্ছা জানায়।
শুভেচ্ছা জানায়।
আপনি কি আপনার প্রিয়জনদের শুভেচ্ছা জানিয়েছেন ?
এই আপনার ও আপনার প্রিয়জনদের জন্য রইলো মহা সপ্তমীর সেরা কিছু শুভেচ্ছাবার্তা,
Wishes, Images । আপনি অনায়াসেই যা পাঠিয়ে দিতে পারবেন যেকোন সোশ্যাল
মিডিয়া (Facebook</a >, Whatsapp</b >) এর মাধ্যমে ।
Wishes, Images । আপনি অনায়াসেই যা পাঠিয়ে দিতে পারবেন যেকোন সোশ্যাল
মিডিয়া (Facebook</a >, Whatsapp</b >) এর মাধ্যমে ।
Subho Maha Saptami Bengali Wishes 2023
বাজছে কাঁসর , বাজছে ঘন্টা
নাচছে সবাই , নাচছে মনটা
বইছে বাতাস , মৃদু মন্দ
সেথায় আবার , ধুনার গন্ধ
চারিদিকে , খুশির ছন্দ
কলহ-বিবাদ , তাই বন্ধ
মা এসেছেন , স্বর্গ থেকে
আমরা খুশি সবাই , মাকে দেখে
শারদীয়ার শুভেচ্ছা জানাই আমি
আজকে দেখো , মহাসপ্তমী
জ্বলছে ধুপ , জ্বলছে আলো
পূজো তোমার, কাটুক ভালো
শুভ মহাসপ্তমী
Maha Saptami Greetings In Bengali
বছর ঘুরে মা আবার ফিরে এলেন
প্রার্থনা করি মা যেন তোমায়
তার নয়টি আশীর্বাদে করে
তোলেন সর্বশ্রেষ্ঠ নাম, যশ
স্বাস্থ্য, সম্পদ, সুখ,
মনুষ্যত্ব, জ্ঞান, ভক্তি ও শক্তি
শুভ মহাসপ্তমী
Subho Maha Saptami In Bengali
মা দূর্গা তোমার এবং তোমার
পরিবারের মঙ্গল করুন এবারের
পুজো হয়ে উঠুক তোমার
জীবনের শ্রেষ্ঠ দুর্গাপুজো
শুভ মহাসপ্তমী
Subho Maha Saptami Status In Bengali
মাগো তোমার চরণ স্পর্শে কেটে যাক
সকল দুঃখ শোক
তোমার মঙ্গল-আলোকে
চারিদিক আলোকিত হোক
শুভ মহাসপ্তমী
Subho Maha Saptami In Bengali Font
লাল ওড়নায় সাজানো
মায়ের দরবার
হৃদয়ে জাগে খুশি,খুশিতে
ভরে ওঠে সারা সংসার
ছোট ছোট পায়ে মা
আসুক তোমার দরজায়
শুভ নবরাত্রি জানাই
তোমায় এই শুভেচ্ছায়, শুভ মহাসপ্তমী
কৈলাস যে দিলো ডাক সপ্তমীতে নাচানাচি অষ্টমীতে ভোজন নবমীতে ঘুরে ফিরে হাফিয়ে
লোকজন… শুভ মহাসপ্তমী
লোকজন… শুভ মহাসপ্তমী
আরো পড়ুন,
কুমোরের তুলি হলো খালি, তৈরি হলো ঢাকি। এবার পূজোয় মাগো যেন এবার পূজোয় মাগো
যেন আনন্দেতে থাকি। শুভ মহাসপ্তমী
যেন আনন্দেতে থাকি। শুভ মহাসপ্তমী
শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা 2023
আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো
আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। –
শুভ মহাসপ্তমী
আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। –
শুভ মহাসপ্তমী
শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ। মা এসেছে ঘরে তাই, মনে এতো আনন্দ।
হ্যাপি দুর্গা পূজা
হ্যাপি দুর্গা পূজা
এলো খুশীর শরৎ, একটু হিমেল হাওয়া। পূজোর ভোরে ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া।
অনেক খুশী অনেক আলো, পূজো সবার কাটুক ভালো। শুভ মহাসপ্তমী
অনেক খুশী অনেক আলো, পূজো সবার কাটুক ভালো। শুভ মহাসপ্তমী
দুর্গা মায়ের আগমনে কাশ ফুলের খেলা৷ ভালো হোক , সুখের হোক দুর্গা মায়ের পূজা,
সকলকে জানাই আমি প্রীতি ও শুভেচ্ছা৷ শুভ মহাসপ্তমী। …
সকলকে জানাই আমি প্রীতি ও শুভেচ্ছা৷ শুভ মহাসপ্তমী। …
আরো পড়ুন,
ষষ্ঠী তে থাক নতুন ছোঁয়া, সপ্তমী হোক শিশির ধোয়া। অঞ্জলি দাও অষ্টমী তে দশমী টে
হোক মিষ্টি মুখ, পূজা তোমার খুব জমুক। শুভ মহাসপ্তমী
হোক মিষ্টি মুখ, পূজা তোমার খুব জমুক। শুভ মহাসপ্তমী
নীল আকাশে মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলা। ঢাকের তালে কাশের খেলা, আনন্দে
কাটুক শারদ বেলা। শুভ মহাসপ্তমী
কাটুক শারদ বেলা। শুভ মহাসপ্তমী
শুভ মহাসপ্তমী ছবি
পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা পুজো মানে হারিয়ে যাওয়া প্রেমের ফিরে আসা
পুজো মানে নতুন করে আবার ভালোবাসা । শুভ মহাসপ্তমী
পুজো মানে নতুন করে আবার ভালোবাসা । শুভ মহাসপ্তমী
সপ্তমীর শুভেচ্ছা স্ট্যাটাস
May the divine blessings of Goddess Durga enrich your life and fill your
home and heart with happiness and joy. Wish you a happy Maha Saptami
home and heart with happiness and joy. Wish you a happy Maha Saptami
Wishes are many
Hopes and dreams too
May Maa choose the best ones
And bless you all year through
Wish you a happy Maha Saptami
Durga Puja is a perfect time
To let you know you are special to me
May Maa Durga always be by your side
And bless you till eternity.
Wish you a happy Maha Saptami
Wishing you good health, happiness, prosperity success and much more… Wish
you a happy Maha Saptami
you a happy Maha Saptami
Let the device blessings of the Goddess Durga overflow in your life. Enjoy
this great festival. Have a blessed Wish you a happy Maha Saptami!
this great festival. Have a blessed Wish you a happy Maha Saptami!
আরো পড়ুন,