Subho Bijoya Dashami 2023 Wishes, SMS, Greetings In Bengali – শুভ বিজয়ার
শুভেচ্ছাবার্তা, মেসেজ
Subho Bijoya Dashami Wishes, SMS In Bengali
চারিদিকে খুশি, আলোর রোশনাই তার মাঝেই যেন আজ বিষাদের সুর । মায়ের বিদায়ের পালা ।
পাঁচদিন বাপেরবাড়ি থাকার পর Durga Maa আজ সপরিবারে বিদায় নেবেন ।
পাঁচদিন বাপেরবাড়ি থাকার পর Durga Maa আজ সপরিবারে বিদায় নেবেন ।
আর এই বিদায়ের সাথেই যেন শুরু হয়েছে এক হৃদয় বিদারক যন্ত্রণা । সারা বছর অপেক্ষার
পর কিভাবে যেন এই পাঁচদিন নিমেষেই কেটে যায় । কিন্তু ওই যে সময় তো চলে সময়ের
নিয়মেই । খুব ভালো হতো, যদি আরো কিছুদিন এভাবেই আনন্দের সাথে কাটানো যেত, তাইনা ?
পর কিভাবে যেন এই পাঁচদিন নিমেষেই কেটে যায় । কিন্তু ওই যে সময় তো চলে সময়ের
নিয়মেই । খুব ভালো হতো, যদি আরো কিছুদিন এভাবেই আনন্দের সাথে কাটানো যেত, তাইনা ?
সে যাই হোক, আজ
Bijoya Doshomi
। আজ সিঁদুর খেলা থেকে মিষ্টি মুখ, আর তার সাথে বড়দের আশীর্বাদ কোন কিছু বাদ
যাবেনা । সেই কিন্তু সকলকে জানাতে হবে বিজয়ার শুভেচ্ছা তাইনা ?
Bijoya Doshomi
। আজ সিঁদুর খেলা থেকে মিষ্টি মুখ, আর তার সাথে বড়দের আশীর্বাদ কোন কিছু বাদ
যাবেনা । সেই কিন্তু সকলকে জানাতে হবে বিজয়ার শুভেচ্ছা তাইনা ?
কিন্তু কিভাবে পাঠাবেন শুভেচ্ছাবার্তা ? আর কি ই বা লিখবেন তাতে ? ভেবেছেন কি ?
তাই আপনার জন্য আমরা তৈরি করেছি সেরা কিছু বিজয়া দশমীর শুভেচ্ছাবার্তা, SMS,
Greetings । তাই দেরি না করে নিচের যেকোন শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিন আপনার
প্রিয়জন, বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের ।
Greetings । তাই দেরি না করে নিচের যেকোন শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিন আপনার
প্রিয়জন, বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের ।
Subho Bijoya Wishes In Bengali
ভালো থাকা ভালোবাসা
ভালো মনে কিছু আশা,
বেদনার দূরে থাকা
সুখস্মৃতি ফিরে দেখা,
বোধন থেকে বরণ ডালা
বিজয়া মানে এগিয়ে চলা !!
-*- শুভ বিজয়া -*-
এবার মাগো বিদায় তবে
আসছে বছর আবার হবে,
সবাই কে মা রেখ সুখে
বিজয়া হোক মিষ্টিমুখে !!
*-* শুভ বিজয়া *-*
আরো পড়ুন,
পুজোর দিন কাটলো ভালো
জ্বলবে এবার নতুন আলো,
ভালো কাটুক দশমীর দিন
মিষ্টি মুখ হবে সারাদিন !!
*-* শুভ বিজয়া *-*
Subho Bijoya In Bengali Text
মা আজ যাবে চোলে
মাকে আমি দেবো বলে,
সামনে যেন এসে চলে
সেই আশা বুকে রেখে,
বিজয়া আজ মিষ্টি মুখে !!
**-* শুভ বিজয়া *-**
শুভ বিজয়ার শুভেচ্ছা বার্তা
ঢাকের উপর ছিল কাঠি
পুজো হলো জামজামাতি,
আজ মায়ের ফেরার পালা
জানাই তাই এই-বেলা !!
*** শুভ বিজয়া ***
Subho Bijoya Bengali SMS
অনেক স্বপ্ন পূরণ করে
মা চলে যান কোন সুদূরে,
মা-এর আসা, মা-এর যাওয়া
নতুন খুশির নতুন হাওয়া,
দুঃখ করে লাভ কি তবে
আসছে বছর আবার হবে !!
** শুভ বিজয়া **
কুর-কুর-কুর বাজে ঢাক
কৈলাস যে দিলো ডাক,
শুরু হবে সিঁদুর খেলা
দেবির যে আজ যাওয়ার পালা,
বোধন থেকে বিসর্জন,
ভালো রেখো মা সবার মন !!
** শুভ বিজয়াদশমী **
শুভ বিজয়া দশমী এস এম এস 2023
ঢাকের কাঠির মিষ্টি রেষ
পূজো এবার হল শেষ,
নতুন আশায় বাধি বুক
সবার ইচ্ছে পুরন হোক,,
আসছে বছর আবার হবে
কে জানে কে কোথায় রবে !!
** শুভ বিজয়া **
সুখের স্মৃতি রেখো মনে,
মিষে থেক আপনজনে !
মান অভিমান সকল ভুলে,
আসার প্রদীপ রেখো জ্বেলে !
মা আসবে এই আশা রেখে,
সবাই মিলে থেকো সুখে !!
** শুভ বিজয়া **
Subho Bijoya Greetings In Bengali
দশমীর এই সন্ধে বেলা
সাঙ্গ হলো সিঁদুর খেলা,
মা এর ঘরে ফেরার পালা
চোখের জলে বিদায় বলা,,
মা এর হলো সময় যাবার
আসছে বছর আসবে আবার !!
*-* শুভ বিজয়া *-*
শুভ বিজয়া এস এম এস
ভালো থাকা ভালবাসা
ভালো মনে কিছু আশা,
বেদনার দুরে থাকা
সুখস্মৃতি ফিরে দেখা,
বন্ধন থেকে বরন্দালা
বিজয়া মানে এগিয়ে চলা !!
*-*-* শুভ বিজয়া *-*-*
ঢাকের উপর ছিল কাঠি.. পুজো হল জমজমাটি.. আজ মায়ের ফেরার পালা.. জানাই তাই
এইবেলা –
এইবেলা –
“শুভ বিজয়া”
ঢাকের কাঠির মিষ্টি রেষ
পূজো এবার হল শেষ
নতুন আশায় বাধি বুক
সবার ইচ্ছে পুরন হোক
আসছে বছর আবার হবে
কে জানে কে কোথায় রবে ।
শুভ বিজয়া..
দশমীর এই সন্ধে বেলা
সাঙ্গ হলো সিঁদুর খেলা,
মা এর ঘরে ফেরার পালা,
চোখের জল-এ বিদায় বলা ,
মা-এর হলো সময় যাবার
আসছে বছর আসবে আবার.
শুভ বিজয়া.
পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া ,
মায়ের যাওয়ার দিন হলো আজ, শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া.
মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয়ে মা চলে…
শুভ বিজয়া
আরো পড়ুন,
বাজছে কাঁসর , বাজছে ঘন্টা ।
নাচছে সবাই , নাচছে মনটা ॥
বইছে বাতাস , মৃদু মন্দ ।
সেথায় আবার , ধুনার গন্ধ ॥
চারিদিকে , খুশির ছন্দ ।
কলহ-বিবাদ , তাই বন্ধ ॥
মা এসেছেন , স্বর্গ থেকে ।
আমরা খুশি সবাই , মাকে দেখে॥
শারদীয়ার শুভেচ্ছা জানাই আমি ।
আজকে দেখো , মহাদশমী॥
জ্বলছে ধুপ , জ্বলছে আলো ।
শুভ মহাদশমী
Subho Bijoya Bengali Photo
বিসর্জন মানে আবার আসবে ফিরে, “খুশী” থাকুক সর্বদা তোমায় ঘিরে.
দশমীর আত্মীয়তা, একটু মিষ্টিমুখে.. সবাইকে জানাই শুভ বিজয়া, সবাই থেকো সুখে..
মা চলে গেছে আমাদের মন খারাপ করে..কিন্তু কথা দিয়ে গেছে যে পরের বছর আবার
আসবে আরো বেশি আনন্দ খুশি নিয়ে…
আসবে আরো বেশি আনন্দ খুশি নিয়ে…
শুভ বিজয়া…
মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে,
বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে.
শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা
Bijoya Dashami Wishes, SMS In English
Wish this Bijoya bring devotion, determination and dedication in your life.
Shubha Bijoya!
Shubha Bijoya!
Enjoy the victory of good over the evil. May you have a fun-filled and
blissful Dusshera.
blissful Dusshera.
The time for the celebration of the victory of the good over the evil has
arrived. Let’s continue the same spirit. Happy Dusshera!
arrived. Let’s continue the same spirit. Happy Dusshera!
Happy Bijaya Dashami to all. May Shri Ram bless you and your family. A
Happy, joyful and prosperous Dashami to you and your family!
Happy, joyful and prosperous Dashami to you and your family!
May Truth always win and good triumph over evil. May Lord always bless you
with wisdom. Happy Vijaydashmi.
with wisdom. Happy Vijaydashmi.
Happy Dussehra to all of you. Hope this festive season brings lots of joy to
you and your family.
you and your family.
আরো পড়ুন,