Subho Bijoya Bengali Wishes, SMS, Quotes, Status 2023 – শুভ বিজয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ, স্ট্যাটাস

Bongconnection Original Published
7 Min Read


 Subho Bijoya Bengali Wishes, SMS, Quotes, Status 2023 – শুভ বিজয়ার
শুভেচ্ছাবার্তা, মেসেজ, স্ট্যাটাস

পাঁচদিনের তুমুল আনন্দ, উৎসবের পর আজ মায়ের বিদায়ের দিন । এত আলোর রোশনাই,
আনন্দের মাঝে হঠাৎ যেন এক করুন বিষাদের সুর । যে পাঁচদিনের জন্য প্রতিটি বাঙালি
সারা বছর অপেক্ষা করে, সেই দিনগুলো যেন এসে নিমেষে চলে যায় । খুব ইচ্ছে করে, এই
দিনগুলোয় যদি আরো কিছুদিন বেশি হতো, তাইনা ?
কিন্তু ওই যে, আসছে বছর আবার হবে ….এটা ভেবে নিয়েই আবার নতুন করে প্রতীক্ষা
আগামী বছরের ।
সে যাই হোক, আজ Bijoya Dashami, আর বিজয়া দশমী মানেই গুরুজনদের প্রণাম, আশীর্বাদ
তার সঙ্গে মিষ্টিমুখ ।

Subho Bijoya Bengali Wishes, SMS

 
একটা সময় ছিলো যখন পাড়ার সকলের বাড়িতে কিংবা আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে গিয়ে
মিষ্টি মুখ করানো হতো, কিন্তু অতিমারীর কারণে সেটা এখন অতটা সম্ভব নয় ।
কিন্তু তাই বলে বিজিয়ার শুভেচ্ছা জানাবেন না, তা কি কখনো হয় ?
তাই শুধুমাত্র আপনার জন্য আমরা নিয়ে এসেছি সেরা কিছু বিজয়া দশমীর
শুভেচ্ছাবার্তা, 
Messages,
Quotes, Greetings
….


 

Subho Bijoya Bengali Quotes

অনেক স্বপ্ন পূরণ করে মা চলে যান কোন সুদূরে
মা-এর আসা, মা-এর যাব নতুন খুশির নতুন হাওয়া
দুক্ষ করে লাভ কি তবে, আসছে বছর আবার হবে!
 
– শুভ বিজয়া
 
উত্সবের আজ শেষ বেলা, শুরু হবে সিঁদুর খেলা, মনের মাঝে রেখে মা কে, বিদায়ের
সুর বাজবে ঢাকে
এটা আমাদের নতুন ধারা. এসেমেস-এ বিজয়া সারা .
 
Subho Bijoya Bengali Wishes, SMS, Quotes, Status 2023 - শুভ বিজয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ, স্ট্যাটাস
Loading...
এবার মাগো বিদায় তবে
আসছে বছর আবার হবে
সবাইকে মা রাখিস সুখে
বিজয়া আজ মিষ্টি মুখে ।


 
 
 
 
কুর কুর কুর বাজে ঢাক
কৈলাস যে দিলো ডাক
শুরু হবে সিঁদুর খেলা
দেবির যে আজ যাওয়ার পালা
বোধন থেকে বিসর্জন
ভালো রেখো মা সবার মন ।


Subho Bijoya Bengali SMS

 
ঢাকের আওয়াজ ধাই কুরকুর
শোনা যায় ওই আগমনী সুর
মায়ের এবার আসার পালা
শুরু হল মজার খেলা
তাই নিয়ে এই সুখ মন
জানাই তোমায় অভিনন্দন ।
 
Subho Bijoya Bengali Wishes, SMS, Quotes, Status 2023 - শুভ বিজয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ, স্ট্যাটাস
 
ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পুজো হলো শেষ…, প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির
রেষ..
“শুভ বিজয়া”
 
 
ঢাকের কাঠি উঠল বেজে
মা আসছেন সেজে গুজে
চারিদিকে আজ মাতন লাগে

 

 

শুভ বিজয়ার শুভেচ্ছা বার্তা

 
ঢাকের কাঠির বিদায় সুরে, উদাস করে মন
চললেন মা মহামায়া, আজকে বিসর্জন !
ঢাকের তালে ধুনিচি নাচন
এটাই প্রাচীন রীতি,
মনের ফ্রেম -এ বাঁধিয়ে রেখো দূর্গা পুজোর স্মৃতি !
 
বিজয়ার অনেক সুভেচ্ছা আর ভালবাসা
 
Subho Bijoya Bengali Wishes, SMS, Quotes, Status 2023 - শুভ বিজয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ, স্ট্যাটাস
ঢাকের কাঠির মিষ্টি রেষ
পূজো এবার হল শেষ
নতুন আশায় বাধি বুক
সবার ইচ্ছে পুরন হোক
আসছে বছর আবার হবে
কে জানে কে কোথায় রবে ।
 

Subho Bijoya Bengali Status

 
ঢাকের তালে ধুনুচি নাচন
এটাই প্রাচীন রীতি
মনের ফ্রেমে বাধিয়ে রেখো
দুর্গা পূজার স্মৃতি ।
 
আরো পড়ুন, Subho Bijoya Dashami Images, Wishes
 
ঢাকের বাজনা হিমেল হাওয়া
সিঁদুর খেলা মায়ের যাওয়া
দুঃখী মনে বিদায় দেওয়া
আসছে বছর আবার পাওয়া ।
শুভ বিজয়া ।

 

 
 

Shubho Bijoya In Bengali Font

দশমীর এই সন্ধে বেলা
সাঙ্গ হলো সিঁদুর খেলা,
মা এর ঘরে ফেরার পালা,
চোখের জল-এ বিদায় বলা ,
মা-এর হলো সময় যাবার
আসছে বছর আসবে আবার.
 
শুভ বিজয়া.
 
 
পূজার বাঁশী বাজে দূরে
মা আসছেন বছর ঘুরে
শিউলির গন্ধে আগমনী
কাসের বনে জয়ধ্বনি
নীল আকাশে মাকে খুঁজো
হাসি খুশি কাটুক পূজো ।

শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা

 
Subho Bijoya Bengali Wishes, SMS, Quotes, Status 2023 - শুভ বিজয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ, স্ট্যাটাস
 
পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া ,
মায়ের যাওয়ার দিন হলো আজ, সুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া.
মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয়ে মা চলে…
 
শুভ বিজয়া.
 

Subho Bijoya Bengali Shayari

 
পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচা নাচি, অষ্টমীতে ভজন,
নবমীতে ঘুরে ফিরে হাপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন .
শুভ বিজয়া
Subho Bijoya Bengali Wishes, SMS, Quotes, Status 2023 - শুভ বিজয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ, স্ট্যাটাস
 
বিজয়া হোক মিষ্টি মুখে
ঢাকের আওয়াজ হলো মৃদু , মায়ের হাসি হলো ম্লান,
এবার মাগো বিদায় তবে আসছে বছর আবার হবে,
সবাই কে মা রাখিস সুখে,
বিজয়া হোক মিষ্টি মুখে .

শুভ বিজয়া দশমী এস এম এস

বিসর্জন মানে আবার আসবে ফিরে, খুসি থাকুক সর্বদা তোমায় ঘিরে.
দশমীর আত্মীয়তা, একটু মিস্তিমুখে.. সবাইকে জানাই শুভ বিজয়া, সবাই থেকো সুখে
 
 
 
বিসর্জনের ঘন্টা বাজে
মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে,
বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে.
শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা
 

Bijoya Dashami Text In Bengali

 
বিসর্জনের বাজনা
 
মা যে এবার যাওয়ার সাজে.
বিসর্জনের বাজনা বাজে,
বলুক সবাই মুখর রবে,
আসছে বছর আবার হবে.
 
শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা..
 
ভালো থাকা ভালবাসা
ভালো মনে কিছু আশা
বেদনার দুরে থাকা
সুখস্মৃতি ফিরে দেখা
বন্ধন থেকে বরন্দালা,
বিজয়া মানে এগিয়ে চলা.
***শুভ বিজয়া***
 
 
 
ভালো রেখো মা সবার মন
কুর কুর বাজছে ঢাক, কৈলাস যে দিল ডাক
শুরু হবে সিঁদুর খেলা, মায়ের যে আজ যাওয়ার পালা
বোধন থেকে বিসর্জন, ভালো রেখো মা সবার মন….
 
 
মহাপার্বন এর সমাপন, দুক্ষে ভরে উঠলো মন
সবাই মিলে বলো তবে, আসছে বছর আবার হবে..
শুভ বিজয়া ..
 

Bijoya Dashami Wishes, SMS In English

 
May the demon in you always get defeated and the angel in you always control
your thoughts. Have a blessed Vijaydashmi! 
 
Keep well, mother, everyone’s mind
Kur kur bajche dhak, kailas ye dil dak
The game of Cinnamon will start, it’s mother’s turn to go today
Abandonment from enlightenment, keep well, mother, everyone’s mind ….
 
Love to be good
Hope something feels good
Stay away from pain
Looking back on happy memories
Bondan to Barandala,
Victory means moving forward.
*** Subho Bijoya ***
 
 
 
আরো পড়ুন, 
 
 
 
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.