Father’s Day Article, Wishes, Quotes In Bengali 2023 (ফাদার্স ডে শুভেচ্ছাবার্তা)

Bongconnection Original Published
5 Min Read

 Father’s Day Article, Wishes, Quotes In Bengali 2023 (ফাদার্স ডে
শুভেচ্ছাবার্তা)

IMG 20230618 113214
Loading...

Happy Father’s Day Article In Bengali

ভোরের হালকা শীত শীত ভাবটা ঘুম ভাঙিয়ে দিল মৌনিসের .পাশ ফিরে তাকাতেই
ভালবাসায় ভিজে গেল মন৷’জিহান’ ওর পাঁচ মাসের ছেলে হাত পা নেড়ে খেলছে..বাঁ
হাতের বুড়ো আঙুল টা মুখের ভিতর ..যেন একটা ময়দার তাল..জিয়া বেশ বড়
বড়  বালিশ দিয়ে ঘিরে দিয়ে গেছে ছেলেকে..একটু আদর করতেই ছোট্ট হাতে ওর
আঙুল চেপে ধরল জিহান তারপর হেসে উঠল ..ওর হাসিতে ঘরটা যেন ঝলমল করে উঠল..অফিসের
কাজের চাপে ছেলের এই বড় হয়ে ওঠার মুহূর্ত গুলো খুব মিস্ করে মৌনিস…মনে
হচ্ছে এই তো সেদিন যেন জিহান কে হাসপাতাল থেকে টাওয়েলে মুড়ে নিয়ে এল
জিয়া…এরমধ্যে ই পাঁচ মাস কেটে গেল…না! আর না কোনভাবেই এইমুহুর্ত গুলোকে
হাতছাড়া হতে দেওয়া যাবে ন..আজকের পর থেকে অফিস বাদে বাকি সবটুকু সময় ও থাকবে
জিহানের পাশে…ওর বেড়ে ওঠার প্রতিটা মুহূর্ত উপলব্ধি করবে..বিছানা থেকে নেমে
দ্রুত হাতে আলমারি থেকে ডি এস এল আর ক্যামেরা বের করে মৌনিশ একের  পর এক
ছবি তুলতে থাকে জিহানের…


Father’s Day Wishes In Bengali

ক্লিক ক্লিক ক্লিক একের পর এক শাটার টেপার আওয়াজ….. Kodak ক্যামেরায় একের পর
এক ছবি তুলে চলেছে একটা মানুষ..পাজামা পাঞ্জাবী পরা লম্বা চুলের একটা
মানুষ…মুখে দু/তিন দিনের না কাটা বাসি দাড়ি…লেন্সের আড়ালে থাকলেও বেশ
বোঝা যায় ঐ চোখে উপচে পড়ছে খুশী…নানান এঙ্গেলে নানান ফ্রেমে ধরা পড়ছে একটা
সাত বছরের বাচ্চার মুখ….গাছের পাশে ফুলের পাশে…প্রজাপতি ধরার জাল
হাতে…নৌকার উপর..ঘাসের উপর…বৃষ্টিতে ভিজতে ভিজতে…
মণি! মণি! মণি !…বাবার গলা…ঠাকুমা (মনিমালা)+ ঠাকুরদা (শঙ্কর
নারায়ণ)..মিলিয়ে বাবা নাম রেখেছিল..মণিশঙ্কর…কিন্তু স্কুলে ভর্তি হবার
সময়..মহিলা সমিতির প্রেসিডেন্ট দিদিমা আর মহিলা ম্যাগাজিনের সহ সম্পাদিকা
মায়ের আধুনিকতার সৌজন্যে সে নাম বাতিল হয়ে এখন সে মৌনিস… বাবা কিন্তু মণি
ডাকটা ছাড়েনি৷

Happy Father’s Day In Bengali

জিয়ার Facebook  এ জিহানকে কোলে নিয়ে মৌনিসের ছবি update দেখে মনে পড়ল
আজ Father’s day…”বাবা ! কেমন আছ তুমি?” ..ফিসফিস করে যেন নিজেকেই জিগ্যেস
করল মৌনিস…ফোন করলে বাবা ধরে না …ও বাড়ির পিসি বা দাদারা কেউ থাকলে কথা
হয় …তা নাহলে বদ্দিনাথ ধরে…কানে শোনে না..শুধু ভালো আছি..কবে আসবে বলে
ছেড়ে দেয় ফোন৷
আরো পড়ুন,
দশ বছরের জন্মদিনের পরের দিন সকালে মাথা নীচু করে বাড়ি ছেড়ে চলে
গিয়েছিল  বাবা …বাবার ঐ ধীরে ধীরে চলার ছবিটা মৌনিশ ভুলতে পারে
না…ভুলতে পারে না বাবার গলায় রবীন্দ্রসঙ্গীত…বীরপুরুষ কবিতা…ফুল পাতা
গাছের নাম  শেখানো বাবা…..ছাদে উঠে আকাশের তারা চেনানো বাবা…শক্ত হাতে
ধরে থাকা তার ছোট্ট হাত…সাবধানে রাস্তা পেরনো ভীতু বাবা…স্কুলের গেটে লম্বা
ডাঁটের ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যাকডেটেড বাবা…কুড়ি বছরেও একটুও ফিকে
হয়নি ছবিগুলো ৷
দিদিমা আর মা’র তর্জনী তুলে বলে যাওয়া কর্কশ কথাগুলো এখনো কানে বাজে…
অধ্যাপক দাদুর বেস্ট স্টুডেন্ট বাবা মা’কে ভালোবেসে বিয়ে করেছিল…কিন্তু সে
ভালবাসা আধুনিকতার আড়ালে চাপা পড়ে গেছিল অল্প কদিনেই…শুধু ছেলেকে আঁকড়ে এ
বাড়িতে পড়ে ছিল বাবা ৷

Happy Father’s Day Quotes, SMS In Bengali

সেই জন্মদিনের সকালে খাবার টেবিলে চূড়ান্ত অপমানিত হবার পরেও বাবা মণিকে নিয়ে
সাঁতার ক্লাসে যাবার জন্য তৈরী হচ্ছিল…কিন্তু মা যখন বাড়ির ড্রাইভার হারুন
কাকুকে ডেকে বাবার হারমোনিয়াম টা উপরের বারান্দা থেকে উঠোনে আছড়ে ফেলে
ভাঙলো…বাবা অবাক চোখে খানিক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকলো,তারপর ধীরে ধীরে
নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়েছিল…. 


সন্ধ্যার অনুষ্ঠানে হাসিমুখে হাজির ছিল বাবা…মৌনিসের মনে আছে হাজার অনুরোধেও
সেদিন কোন গান গায়নি বাবা…এমননকি দাদুর কথাতেও না ! অবাক হয়েছিল সকলে৷পরদিন
ভোরেই বাবা চলে গিয়েছিল…. মণিকে বলে গিয়েছিল ,”মানুষ হও”……

Happy Father’s Day Bengali Article

দাদুর মৃত্যুর খবর পেয়ে শশ্মানে এসেছিল বাবা……মৌনিশের যখন একুশ বছর
বয়স,মায়ের প্রতিটা কেমোথেরাপির দিন বাবা হাসপাতালে মায়ের পাশে চুপ করে বসে
থাকতো….যত্ন করে মায়ের চোখের জল মুছিয়ে দিত….
গান তো নয়ই মায়ের মৃত্যুর পর বাবা কথা বলাই বন্ধ করে দিয়েছে….গাছপালা আর
ফুল নিয়ে থাকে…একজন বৃদ্ধ চাকর আর পিসীই বাবার ভরসা..সম্পত্তির লোভে দুই
দাদাও খোঁজখবর নেয়৷
মৌনিশ ঠিক করলো ফোন নয় আজ ও জিয়া আর জিহান কে নিয়ে বাবার কাছে যাবে…তা না
হলে যে ওর শেখা হবে না এমন নিঃস্বার্থ ভালবাসার মন্ত্রটা…
মৌনিশ জোড়েই বলে ওঠে ,”আমি তোমার কাছে আসছি বাবা”….Happy Father’s day….
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.