ফাদার্স ডে কবিতা – Fathers Day Poem In Bengali

Bongconnection Original Published
3 Min Read

ফাদার্স ডে কবিতা – Fathers Day Poem In Bengali 

ফাদার্স ডে কবিতা - Father's Day Poem In Bengali
Loading...


Fathers Day Poem In Bengali

পিতৃ দিবস 
আজ নাকি Father’s day মানে বাবাদের দিন
বাবার চরনে প্রনাম জানিয়ে শুরু হয় এই দিন।
বাবা মানে হয় বন্ধু ,পিতা, পথের দিশারী
বাবা মানে হয় কায়মনোবাক্যে সন্তানের শুভকারী।
বাবা মানে হয় সন্তান স্নেহে অন্ধ আত্মত‍্যাগ
প্রিয় সন্তানের অসুখে বিসুখে নিদ্রা পরিত‍্যাগ।
নিজের শিক্ষা দীক্ষা দানে যে প্রথম গুরু কন
পুত্রের কাছে হেরেও যিনি সবচেয়ে খুশী হন।
আমাদের কালে ছিলো না এসব  ফাদার মাদার ডে
এখন হয়েছে, তাও ভালো, দেখে প্রাণটা জুড়ায় যে।
বৃদ্ধাশ্রমে রেখে আসে যারা বাবা আর মাকে
বছরে একদিন তাদের জন্য মনটা টাটায় যে,
মনে হোক আর অমনে হোক বাবার ছবিটা দিয়ে
ফেসবুকে মাথা ঠেকায় তারা চোখ ভরা জল নিয়ে।
বাবার অতি প্রিয় সন্তান হয় যবে নিজে বাবা
তখনই তারা ভুলে যায় সব ,আর নিতে পারে না
বাবাদেরই যদি সব দিয়ে দেবো, আমার ছেলে কি খাবে ?
বাবাদেরই পেট মেরে মেরেই তাকে ডাক্তার বানাতে হবে!
হায় রে দুনিয়া! হায় রে সমাজ! বলিহারি তোকে আজ
বৃদ্ধ বাবাকে বঞ্চিত করে উঠবে মাথায় তাজ!
সব লোকে কয়,বিহিত যে চায়, চায় যে বিবর্তন!
সর্বনাশা লোভের কবলে মানুষ যে অচেতন।
বাবার ঋণ যে শোধ করা দায়! হবে না কখনো শেষ
বৃদ্ধাশ্রমে পাঠাবার তবু ফন্দি আঁটছে বেশ
এই কথাটাই কেন যে আমরা বারে বারে ভুলে যাই
সবার উপরে বাবা-মা সত‍্য তাঁহার উপরে নাই।
পুরাণকালের শ্রবণ কুমার, কাঁধে বাবা-মার ঝূলি
সেই সমাজের সন্তান হয়ে দায়িত্ব নিতে ভুলি?

ফাদার্স ডে কবিতা

বাবা দিবসের কবিতা 


হঠাৎ করেই বড় হয়ে গেছি ।
বাবা, তুমি কেমন আছো?
আর বলা হয়ে ওঠে না ।
বাবা, তুমি খেয়েছো?
এই প্রশ্ন আর করা হয়ে ওঠে না ।
বাবা, তোমার শরীর ঠিক আছে?
আর জিগ্গেস করা হয়ে ওঠে না ।
আমি যে বড়ই ব্যস্ত
ভার্চুয়াল জগতে কত কাজ আমার
স্টেটাস আপডেট, কমেন্ট, লাইক
কত ব্যস্ততা আমার
হঠাৎ করেই বড় হয়ে গেছি,
সেই ছোট্ট আমি টা কে মিস করি ।
বাবার সাথে কত খেলতাম
কত দুষ্টুমি করতাম, বকা খেতাম;
আর আজ তার খবর নিতে গিয়ে
আমি দ্বিধাগ্রস্ত 
বাবাদের বুঝি কষ্ট হয়না?
হয় তো, কিন্তু কখনই আমাদের বুঝতে দেয়না ।
এই যে কত চাকরি পরীক্ষাতে পাশ করলাম,
আমার সাথে সাথে বাবাও স্বপ্ন দেখলো ।
তারপর আর ফাইনাল সিলেকশন হলো না,
আমার সাথে সাথে বাবাও কি দুঃখ পেলো না?
একদিন গর্বিত করবোই বাবাকে,
রাখবো বাবার নাম ।
বছরের প্রতিদিনই না হোক,
আজ এই ফাদার্স ডে তে জানাই
বাবাকে প্রণাম ।

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.