Happy New Year Bangla Kobita 2023 – নতুন বছরের কবিতা

Bongconnection Original Published
3 Min Read


 Happy New Year Bangla Kobita 2023 – নতুন বছরের
কবিতা

Happy New Year Bangla Kobita 2023 - নতুন বছরের কবিতা
Loading...

Happy New Year Bangla Poem

বছর শেষে মেতে উঠেছে সবাই । সেই সাথে সেলিব্রেশন শুরু হয়েছে নতুন বছরের । Wishes,
SMS পাঠানোর সাথে নাচ, গান হৈ হুল্লোড় সবই চলছে । কিন্তু বাঙালি মাত্রেই
কবিতাপ্রেমী । নতুন বছরে কবিতা ছাড়া বছরের শুভারম্ভ  হয়না । তাই আপনার জন্য
আমরা নিয়ে এসেছি সেরা কিছু অনুকবিতা । তো, চলুন শুরু করা যাক । 

New Year Bangla Kobita 2023


নতুন  বছরের  আগমনে
       – ফেরদৌস আক্তার 
নতুন  বছরের  আগমনে 
হৃদয়কূলে  হাজারো  মুকুল ফোটে
সুবাস  ছড়ানোর  প্রতিক্ষাতে ।
পাখির মুগ্ধ  করা   কিচিরমিচির শব্দে,
উচ্ছ্বাসিত মন ছুটে বেড়ায়  মুক্ত  বিহঙ্গে।
আধো আলো আধো আঁধারে 
বসে আমি পৃথিবীর কোনো এক প্রান্তে   ,
আগামীর  পথচলার  বার্তায়  রাঙাতে  নিজেকে।   
নব সূর্যের  আলোকিত  প্রভাতে 
কতো  পাখপাখালি মিষ্টি  সুরে ডেকে 
মেলবে  ডানা  আকাশের  নীলের  সমারোহে।
সৃষ্টির সেরা  আমি ধরণীর বুকে 
তবু তোমার  মতো  সাধ্য কি আমার  বিচরণে।
গাছের ডালে মিষ্টি  সুরে  ডেকে ডেকে, 
ছুটছো  যেথায়  খুশি  অবলীলাতে ।  
 পৃথিবী  নতুন রূপে সাজবে  
নতুন দিনের  নবীনের হাত ধরে ,
নতুন উদ্যমে নব নব  উদ্ভাবিত চমকে ।
আঁখিপটের  লালিত স্বপ্ন পূরণের প্রচেষ্টাতে,
প্রভুর দয়ায় পৌঁছাবে  নিজের লক্ষ্যে
বহুমন  আপন সত্ত্বা  পাবে খুঁজে  শৃঙ্খলের আবরণ ভেঙ্গে   ।
নবরূপে  নতুন  সাজে   হবে পদচারণা। 
গ্রীষ্মের খরতাপে  তপ্ত  মাঠ 
যেমন  থাকে  বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটা র প্রতিক্ষাতে,
তেমন করে  নতুন বছরের  আগমনে 
নব উচ্ছ্বাস  দাঁড়িয়ে  পুষ্পমাল্য হাতে বরণের অপেক্ষাতে  
সকল গ্লানিকে বিদায় জানাতে।  
একটা সময় হারিয়ে গেল
সময় নদীর বাঁকে
রংবেরঙ বা সাদাকালো
স্মৃতিগুলো রইলো পরে শূন্যে এই বুকে
নতুন বছর, নতুন আশা
স্বপ্নের দিন গোনা
ভালো রেখো, ভালো থেকো
করি এই শুভকামনা

বাংলা নতুন বছরের শুভেচ্ছা কবিতা

ক্যালেন্ডারে শুধুই সংখ্যাবদল
পুরোনো রোগের জ্বরপট্টি
উৎসবপালন তো উপলক্ষ্য মাত্র
স্থায়িত্ব তারও সেই তিনশো পঁয়ষট্টি ।
বছর আসে, বছর যায়
শুধু মধ্যবিত্ত ইচ্ছেগুলো অপূর্ন থেকে যায়
আরও একটি নতুন বছরের অপেক্ষায়
ইচ্ছেগুলো গুমড়ে মরে প্রতিনিয়ত ।
খুঁজে ফেরে সে মনকে
সান্তনা দেওয়ার উপায়।  
Happy New Year Bangla Kobita 2023 - নতুন বছরের কবিতা


ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা

বাজির রোশনাই
রাতভর চলাচল
উন্মাদ সানাই
ফুটপাতে কোলাহল
পুলিশি সতর্কতা
শ্যাম্পেন জড়তা 
মুখে মুখে ভেঁপু
জাগ্রত রিপু ।
এই সবকিছু বাকিদের দিল নববর্ষ
আর কেড়ে নিল তাদের ক্লান্তির ঘুম
যারা ফুটপাতের পুরোনো ক্যালেন্ডার । 
যতই কাঁদো নতুন বছর যাবেই চলে বছর পরে
ভালোবাসায় ভরিয়ে দিলেও
 রইবে না সে তোমার তরে ।
তাই চেষ্টা করো বছর যেন 
ভালোবাসায় ভরে ওঠে ।
মান অপমান,বিদ্বাস ভুলে 
হাসি ফোটে সবার ওঠে
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.