Subho Maha Ashtami Bengali Wishes, SMS, Photos 2023 – শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ, ছবি

Bongconnection Original Published
5 Min Read


 Subho Maha Ashtami Bengali Wishes, SMS, Photos 2023 – শুভ মহা অষ্টমীর
শুভেচ্ছা মেসেজ, ছবি

Subho Maha Ashtami Bengali Wishes, SMS, Photos 2023 - শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ, ছবি
Loading...

Subho Maha Ashtami Bengali Wishes, SMS 

শরতের এই নীল আকাশে আজ মহাঅষ্টমীর দিন । সকাল সকাল আজ সবাই পূজোর অঞ্জলি দিতে
ব্যাস্ত । মেয়েরা সুন্দর শাড়ি পড়ে আর ছেলেরা পাঞ্জাবি পরে মায়ের সামনে অঞ্জলি
দেবে । কেউবা আবার ব্যাস্ত অষ্টমীর সন্ধ্যায় প্রিয় জনের সাথে ঘুরতে যাওয়ার
প্ল্যান নিয়ে ।
আজ সারাদিন প্যান্ডেলে প্যান্ডেলে আড্ডা হবে । কোথাও আবার অষ্টমীর ভোগের প্রসাদ
দেওয়া হবে ।
সব মিলিয়ে
Durga Puja
র এই বিশেষ দিনে সকলেই আজ উৎসব মুখর থাকবে সারাটা দিন ।
আপনিও নিশ্চই মেতে উঠেছেন দুর্গাপূজার আনন্দে । অষ্টমী নিয়েও করেছেন নানারকম
প্ল্যান ।
কিন্তু সবাইকে শুভেচ্ছাও তো জানাতে হবে তাইনা ?
তাই আপনার জন্য বিশেষভাবে আমরা তৈরি করেছি সেরা কিছু শুভ মহাঅষ্টমীর
শুভেচ্ছাবার্তা, SMS । তো দেরি না করে ঝটপট পাঠিয়ে দিন সকলকে । কিংবা
Facebook, What’s app এ স্ট্যাটাস হিসেবেও পোস্ট করতে পারেন ।

Durga Ashtami Wishes, Greetings In Bengali


নীল আকাশে মেঘের ভেলা
পদ্মা ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক শারদ বেলা!
*** শুভ মহা অষ্টমী  ***
আজ দূর্গা রূপে এসেছেন মা ঘরে
গ্রাম থেকে সুখের অমৃত ঝরে,
মহা সপ্তমীতে দেবী মহামায়া
মায়েতে মোহিত আজ সারা দুনিয়া !!
** শুভ মহা অষ্টমী  **

শুভ মহা অষ্টমী ছবি 2023

Subho Maha Ashtami Bengali Wishes, SMS, Photos 2023 - শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ, ছবি


শরৎকালের রোদের ঝিলিক
শিউলি ফুলের গন্ধ,
মা এসেছে ঘরে তাই
মনে অনেক আনন্দ !!
*-* শুভ মহা অষ্টমী  *-*

শুভ মহা অষ্টমী শুভেচ্ছা ২০২৩

ষষ্ঠিতে থাকে নতুন ছোঁয়া
সপ্তমী হোক শিশির ধোয়া,
অঞ্জলি দাও অষ্টমিতে
ঘোরা-ফেরা নবমীতে,
দশমীতে হোক মিষ্টি মুখ
পুজো তোমার খুব জমুক !!
*-* শুভ মহা অষ্টমী  *-*


Durga Puja Ashtami Wishes, Quotes In Bengali

শরৎকাল, হিমেল হাওয়া
আনমনে তাই হারিয়ে যাওয়া,
কাশফুল আর ঢাকের তালে
শিউলি দোলে ডালে-ডালে,
মা এসেছে বছর ঘুরে
পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !!
*-* শুভ মহা অষ্টমী  *-*
ঢাকেতে পরেছে কাঠি
পূজো হবে ফাটাফাটি,
পূজো নিয়ে কত আশা
ইচ্ছে পূরণের অভিলাশা !!
-*- শুভ মহা অষ্টমী  -*-
Subho Maha Ashtami Bengali Wishes, SMS, Photos 2023 - শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ, ছবি
নীল আকাশে মেঘের ভেলা
পদ্ম ফুলের পাপড়ি মেলা,
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক সারা বেলা !!
== শুভ মহা অষ্টমী ==

Maha Ashtami Bengali SMS

বাজলো সূর ঢাকের তালে
মা এসেছেন শরৎকালে,
ভেজা তুলোর মেঘের ভেলা
কাটছে সময়, কাটছে বেলা।
ভাবনা চিন্তা না করে
মাকে নাও আপন করে !!
*-* শুভ মহা অষ্টমী  *-*
আরো পড়ুন,
হিমের পরশ মনে জাগে
সবকিছু আজ নতুন লাগে,
মা আসার খবর পেয়ে
বনের পাখি উঠলো জেগে,
শিশির ভেজা নতুন ভোরে
মা এসেছে মর্তলোকে !!
*-* শুভ মহা অষ্টমী  *-*
Subho Maha Ashtami Bengali Wishes, SMS, Photos 2023 - শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ, ছবি
ষষ্টিতে হাসি খুশী, সপ্তমিতে ঘুরা
অষ্টমীতে অঞ্জলি আর নতুন কাপর পরা
নবমীতে সারাদিন চলবে আড্ডা বেশ
দেখতে-দেখতে দশমীতে হবে এবারের পূজো শেষ !!
*-* শুভ মহা অষ্টমী  *-*


Happy Ashtami Wishes 2023

এসেছে পূজো
বেজেছে ঢাক !
অফিসের ডাক
নিপাত যাক!!
*-* শুভ মহা অষ্টমী  *-*
আসছে পূজো, বাজছে ঢাক !
তোরা সবাই ভালো থাক !!
*-* শুভ মহা অষ্টমী  -*-

শুভ মহা অষ্টমীর শুভেচ্ছাবার্তা

Subho Maha Ashtami Bengali Wishes, SMS, Photos 2023 - শুভ মহা অষ্টমীর শুভেচ্ছা মেসেজ, ছবি
আশ্বিনের এই শরৎ প্রাতে,
দেবী দূর্গার আশীর্বাদে
দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর,
উৎসবের দিনগুলি কাটুক সুখে,,
আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে !!
*-* শুভ মহা অষ্টমী  *-*
মেঘ ছুট আকাশটা নীল ওই
কাশ ফুল মাটিতে থৈ-থৈ
বাজে ওই ঢাকের পাগল সুর
শুনতে লাগে বেশ মধুর
** শুভ মহা অষ্টমী  **
আরো পড়ুন,

Subho Maha Navami Wishes, SMS In Bengali

বছর ঘুরে এলো এবার আশ্বিনেরি বেলা
আকাশ ঘিরে সাদা মেঘের লুকোচুরি খেলা
কেউ পরবে নতুন জামা, মাথায় লাল ফিতে
আনন্দেরই জোয়ার বইছে মাটির পৃথিবীতে
** শুভ মহা অষ্টমী  **


Durga Ashtami Wishes Images

Shokti, Valobasha ebong matritwer protik Maa Durga….Bangalir Jogotjononi
Maa Durga abar Aaj Dhora Dhame ….Happy Maha Ashtami
Mago Tomar Choron sporshe kete jak sokol dukkho, shok tomar mongol aloke
charidik
Alokito hok ….Subho Maha Ashtami…
Maa Durga Tomar ebong tomar poribarer Mongol Korun, ebarer pujo hoye uthuk
tomar jiboner shreshto Durga Pujo ….Subho Maha Ashtami
Shorot Tomar Arun Alor Anjali ….Subho Maha Ashtami ….
আরো পড়ুন,
Tags –
Wishes,
SMS,
Durga Puja
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.