Brahmastra Movie Review, Rating, Full Movie Download

Bongconnection Original Published
6 Min Read

 Brahmastra Movie Review, Rating, Full Movie Download 

Brahmastra Movie Review, Rating, Full Movie Download
Loading...

Brahmastra Movie Review

“ভালোবাসা হল সব থেকে বড় জাদু,সব থেকে বড় মন্ত্র” এই লাইন টা হলো কৃষ্ণনন্দ
আগামবাগিশ এর এবং ইনকুইজিশন এর গল্প গুলির একটা লাইন।
এই এই সিনেমার মূল যদি এক লাইনে বলি সেটা হলো “ভালোবাসাই হলো সব থেকে বড়
অস্ত্র” ।


Brahmastra Movie Cast

Ranbir Kapoor,
Alia Bhatt,
Amitabh Bachchan, Mouni Roy, Nagarjuna,
Shah Rukh Khan

& others.
আমি খুব খুশি  যে আমি কোনো রকম negativity তে influenced হইনি আর সিনেমা
টা 1স্ট day 1স্ট show দেখেছি বলে। কারণ স্রোতে বয়ে যাওয়া rigid মানসিকতার
সাগরে ডুব দিলে এরকম একটা দেশীয় ভিজ্যুয়াল ট্রিট কে মিস করে যেতাম। 

একটা সাধারণ গল্প যেটা তে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটবে সেটা আমাদের জানা কারণ
আমরা অনেক দিন ধরেই সুপার হিরো সিনেমা দেখে আসছি। কিন্তু তারপরেও সেই একই গল্প
কে দেশীয় মোড়কে wrap করে অসাধারন vfx দিয়ে একটা মারাত্মক রকমের
ইন্টারন্যাশনাল লেভেল এর দেশী সিনেমা বানিয়েছে অয়ন মুকুজ্জে । সত্যি বলছি
অ্যাক্টর দের না দেখিয়ে যদি শুধু সিনেমার ভিজ্যুয়াল গুলি দেখানো কেউই ধরতে
পারবে না এটা একটা হিন্দি সিনেমা নাকি Disney এর সিনেমা। 

Brahmastra Movie Review, Rating, Full Movie Download
 সব থেকে বড় কথা হলো , বলিউড বলতে লোকে যেটা বোঝে নাচ গান, রোমান্স সেই
root টাকে ধরে রেখেও একটা অসাধারন সুন্দর সিনেমা বানিয়েছে গোটা টিম যেটা হল এ
না দেখলে বিশাল মিস। যারা অপদার্থের মত কমপ্লেন করে বলিউড এ নতুন কিছু হয়না,
তাদের মুখে একটা সপাটে চর হলো ‘ ব্রহ্মাস্ত্র ‘ । কিন্তু সমস্যা হলো এরা মুখে
বলবে কিছু হয় না যখন হয় তখন টা হল এ গিয়ে দেখেনা। কিন্তু মার্ভেল সিনেমাটিক
ইউনিভার্স একটা জঞ্জাল সিনেমা বানাক ,এই সাহেবের গু চাটা পাবলিক গুলি সেটা
দেখতে ছুটবে ।
সিনেমার প্রতিটা ফ্রেম বাঁধিয়ে রাখার মত। জীবনে প্রথম মৌনী রয় একটা ভালো রোল
পেলো যেটা তে সে ভালো নম্বর এ পাস করবে। প্রতিটা চরিত্র এর ভূমিকা ছোটো করে
হলেও ক্লিয়ার শুধু মৌনী রয় ছাড়া।  আর পরের পার্ট এর জন্যে যে গল্পের
লিংক টা তৈরি করা হয়েছে সেটাও বেশ সুন্দর। 
এবার যদি বলতে হয় কোন হলিউড সুপারহিরো গল্পের সাথে এর মিল আছে। উত্তর হলো সাং
চি। ইভেন পরের পার্ট এর যে গল্প সেটাও ওর মানে সাং চির বাবা মার যে ব্যাক
স্টোরি টা ছিল সেটার আদলেই। কিন্তু তবুও এটার মধ্য একটা নিজস্বতা আছে, একটা
দেশীয় কালচার এর  গন্ধ আছে যেটা দর্শক কে ধরে রাখতে পারে।
আর যেটা সব থেকে মজার শাহরুখ খান এর স্বদেশ এবং রণভীর সিং এর গল্লি বয় কে দুটো
ছোট্ট ছোট্ট homage আছে , সেটা বেশ সুন্দর । খুঁজে পেলে অবশ্যই জানাবেন আমাকে
যারা এই রিভিউ টা পড়বেন ।
এই তো গেলো ভালো দিক, আর খারাপ দিক,সেটাও অবশ্যই আছে। 
১. আলিয়া ভাট এর রোল টা আরো ছোট হতে পারতো।
২. মৌনী রয় এর একটা backstory দরকার ছিল। হয়তো সেটা পরের পার্ট এ থাকবে।
৩. একটা বাজে স্ক্রিনপ্লে আর একটা বাজে  continuity error আছে।
প্রথমত একটা বিখ্যাত বিজ্ঞানী(কে সেটা বলছি না স্পয়লার হবে) ,সে মারা যায়
একটা উচু বিল্ডিং থেকে পরে গিয়ে । এবার তার মৃত্যু কে খবরে দেখানো হয়
suspected suicide. কিন্তু সে যখন মারা যায় তার শরীর চেয়ার এর সাথে বাঁধা।
এবার কে নিজেকে চেয়ার এ বেধে নিজের বারান্দা থেকে লাভ দেবে। আর সেটা কে লোকে
সুইসাইড ভাববে। এটা খুব বোকা বোকা স্ক্রিন  প্লে।
দ্বিতীয়ত, নগর্জুনা রণবীর কে বাঁচতে লাফ দিয়ে নিজে গুলি খেয়ে জলে পড়লো
কিন্তু যখন উঠে দাড়ালো একদম খটখটে শুকনো। এসব বাজে continuity error এই রকম
সিনেমা তে কাম্য নয়।
 এবার এরকম টুকটাক কিছু আছে। 
তবে এরকম ভুল ইউটিউব এগিয়ে চেক করলে কম বেশি সব সিনেমা পাওয়া যাবে।
৪. Deva Deva গানটা নাচ ,গান না করে জাস্ট পিছনে বাজলেই ভালো হতো।
তবে আমার মনে হয় সুস্থ স্বাভাবিক দর্শক যদি এই সিনেমা কে হিট করাতে পারি তাহলে
পরের পার্ট এ আরো ভালো আউট পুট পাবো এটা আমি sure.
আমি খুব ভয়ে আছি এটা ভেবে এখন দর্শক তিন রকম ,একদল কথায় কথায় বয়কট করে, এক
দল এতটাই শিক্ষিত তারা শুধু Disney বা fox star studio এর কোনো রেফারন্স পাচ্ছে
না বলে একটা সিনেমা বানিয়ে ফেলতে পারছে না। সেই সিনেমায়  সে নিজেই হীরো
,নিজেই হিরোইন,নিজেই ডিরেক্টর, নিজেই ক্রিটিক আর নিজেই সেই সিনেমার দর্শক হয়ে
নিজেই নিজেকে অস্কার দেবে। আর শেষ হলো আমার মত বোকা দর্শক যে রাজ চক্বতি থেকে
টাকাশি মিকে, স্বপন সাহা থেকে বার্গম্যান সবই দেখে আর ভালো কে ভালো আর খারাপ কে
খারাপ বলতে হলে নিজে দেখে শুনে বলে। এবার সমস্যা হলো প্রথম দুটো type এর এতটাই
বাড়বাড়ন্ত যে এদের জ্বালায় পৃথিবী কে শিল্পী এবং শিল্প দুটোই শেষ হয়ে যাবে

Brahmastra Full Movie Download

যারা বলিউড ভালবাসে, ভালো ভিজ্যুয়াল ভালোবাসে, ইমোশন ভালোবাসে তাদের জন্যে এটা
must watch.. আর যাদের কুরসোয়া, ফেলিনি এসব না দেখলে সকালে পেট পরিস্কার হয়
না সেই সব বোদ্ধা দের ই সিনেমা থেকে দূরে থাকাই ভালো।
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.