Bengali Patriotic Poem 2022 (দেশাত্মবোধক কবিতা) Patriotism

Bongconnection Original Published
5 Min Read


 Bengali Patriotic Poem 2022 (দেশাত্মবোধক কবিতা) Patriotism

Bengali Patriotic Poem 2022 (দেশাত্মবোধক কবিতা) Patriotism
Loading...

১৫ ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস । খুশির জোয়ার চারিদিকে । অনেকেই আবার
দেশাত্মবোধক কবিতা খুঁজছেন কিন্তু সেভাবে ভালো কিছু খুঁজে পাচ্ছেন না তাই তো ?
চিন্তা কি? এখানে রয়েছে সেরা কয়েকটি দেশাত্মবোধক কবিতা । 

Bengali Patriotic Poems Of Rabindranath Tagore

ভারত তীর্থ 

      – রবীন্দ্র নাথ ঠাকুর 





হে মোর চিত্ত,পূণ্য তীর্থে

জাগো রে ধীরে–

এই ভারতের মহামানবের

সাগরতীরে।

হেথায় দাঁড়ায়ে দু-বাহু বাড়ায়ে

নমি নর-দেবতারে,

উদার ছন্দে পরমানন্দে

বন্দন করি তাঁরে।

ধ্যান-গম্ভীর এই যে ভূধর,

নদীজপমালাধৃত প্রান্তর,

হেথায় নিত্য হেরো পবিত্র

ধরিত্রীরে

এই ভারতের মহামানবের

সাগরতীরে।

কেহ নাহি জানে কার আহ্বানে

কত মানুষের ধারা

দুর্বার স্রোতে এল কোথা হতে

সমুদ্রে হল হারা।

হেথায় আর্য, হেথা অনার্য

হেথায় দ্রাবিড়, চীন–

শক-হুন-দল পাঠান মোগল

এক দেহে হল লীন।

পশ্চিম আজি খুলিয়াছে দ্বার,

সেথা হতে সবে আনে উপহার,

দিবে আর নিবে, মিলাবে মিলিবে

যাবে না ফিরে,

এই ভারতের মহামানবের

সাগরতীরে।

রণধারা বাহি জয়গান গাহি

উন্মাদ কলরবে

ভেদি মরুপথ গিরিপর্বত

যারা এসেছিল সবে,

তারা মোর মাঝে সবাই বিরাজে

কেহ নহে নহে দূর,

আমার শোণিতে রয়েছে ধ্বনিতে

তারি বিচিত্র সুর।

হে রুদ্রবীণা, বাজো, বাজো, বাজো,

ঘৃণা করি দূরে আছে যারা আজো,

বন্ধ নাশিবে, তারাও আসিবে

দাঁড়াবে ঘিরে

এই ভারতের মহামানবের

সাগরতীরে।

হেথা একদিন বিরামবিহীন

মহা ওংকারধ্বনি,

হৃদয়তন্ত্রে একের মন্ত্রে

উঠেছিল রনরনি।

তপস্যাবলে একের অনলে

বহুরে আহুতি দিয়া

বিভেদ ভুলিল, জাগায়ে তুলিল

একটি বিরাট হিয়া।

সেই সাধনার সে আরাধনার

যজ্ঞশালায় খোলা আজি দ্বার,

হেথায় সবারে হবে মিলিবারে

আনতশিরে–

এই ভারতের মহামানবের

সাগরতীরে।

সেই হোমানলে হেরো আজি জ্বলে

দুখের রক্ত শিখা,

হবে তা সহিতে মর্মে দহিতে

আছে সে ভাগ্যে লিখা।

এ দুখ বহন করো মোর মন,

শোনো রে একের ডাক।

যত লাজ ভয় করো করো জয়

অপমান দূরে থাক।

দুঃসহ ব্যথা হয়ে অবসান

জন্ম লভিবে কী বিশাল প্রাণ।

পোহায় রজনী, জাগিছে জননী

বিপুল নীড়ে,

এই ভারতের মহামানবের

সাগরতীরে।

এসো হে আর্য, এসো অনার্য,

হিন্দু মুসলমান।

এসো এসো আজ তুমি ইংরাজ,

এসো এসো খৃস্টান।

এসো ব্রাহ্মণ শুচি করি মন

ধরো হাত সবাকার,

এসো হে পতিত করো অপনীত

সব অপমানভার।

মার অভিষেকে এসো এসো ত্বরা

মঙ্গলঘট হয় নি যে ভরা,

সবারে-পরশে-পবিত্র-করা

তীর্থনীরে।

আজি ভারতের মহামানবের

সাগরতীরে।

আরো পড়ুন, স্বাধীনতা দিবসের কবিতা


Short Patriotic Poems In Bengali

Bengali Patriotic Poem 2021 (দেশাত্মবোধক কবিতা) Patriotism

     বিদ্রোহী 

         – কাজী নজরুল ইসলাম 

বল বীর –
বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
বল বীর –
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি’
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর –
আমি চির উন্নত শির!… পড়ুন বিস্তারিত। ..


আরো পড়ুন, 15 August Bangla Kobita


Bangla Freedom Poem




স্বাধীনতার মানে


          – ভবানী প্রসাদ  মজুমদার

যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় 
যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে , পালক ছাড়ায়, 
যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা-গেলাস-বাটি 
যে ছেলেরা সারাজীবন খায় লাথি-কিল-চড় ও চাঁটি !
ওদের কাছে প্রশ্ন কোরো, ওরা কি কেউ সত্যি জানে 
“স্বাধীনতা” কাকে বলে , স্বাধীনতার সঠিক মানে ?
যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে 
যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে , বাসন মাজে,
যে মেয়েটা গোবর কুড়োয় , ঘুঁটেও দেয় , কয়লা বাছে 
যে মেয়েরা পায়না আদর সারাজীবন কারোই কাছে !
ওদের কাছে প্রশ্ন কোরো , ওরা কি কেউ সত্যি জানে 
“স্বাধীনতা” দেখতে কেমন ? স্বাধীনতার সঠিক মানে?

যে ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো
যে ছেলেরা ট্রেনের হকার , খাচ্ছে রোজই লোকের গুঁতো ,
লজেন্স খাওয়ার বয়স যাদের , করছে তারাই লজেন্স ফেরি 
যাদের বুকে সূর্য ওঠার , গোলাপ ফোটার অনেক দেরি !
ওদের কাছে প্রশ্ন কোরো , ওরা কি কেউ সত্যি জানে 
“স্বাধীনতা” জিনিসটা কি ? স্বাধীনতার সঠিক মানে?
স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি 
স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি,
স্বাধীনতার মানে বোঝে পাহাড়-সাগর-ঝর্না-নদী 
স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি ।
স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে 
স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে !



ভিডিও দেখুন 

  
কবিতাগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন,কবিতায় থাকুন,….
Thank You, Visit Again…

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.