Bengali Eid Mubarak Wishes, SMS, Status 2022 – ঈদের শুভেচ্ছাবার্তা মেসেজ

Bongconnection Original Published
5 Min Read


 Bengali Eid Mubarak Wishes, SMS, Status 2022 – ঈদের শুভেচ্ছাবার্তা
মেসেজ

Bengali Eid Mubarak Wishes, SMS, Status 2022 - ঈদের শুভেচ্ছাবার্তা মেসেজ
Loading...

Eid Mubarak Wishes In Bengali

আজ ঈদ । খুশির ঈদ। চারিদিকে আজ আনন্দের সুর বাজছে । বাংলার আকাশে বাতাসে সেই সুর
যেন প্রতিধ্বনিত হচ্ছে । আপনিও নিশ্চই মেতে উঠেছেন ঈদের আনন্দ উৎসবে। কি তাই তো ?
কিন্তু শুধু কি আনন্দে মেতে উঠলেই হবে ? প্রিয়জনদের কিংবা
Facebook,
What’s app

বন্ধুদের ও তো জানাতে হবে ঈদের শুভেচ্ছা । তাই না ?
তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি ঈদের সেরাসব
SMS, Status, Wishes
। তো দেরি না করে ঝটপট পড়ে ফেলুন আর পাঠিয়ে দিন আপনার প্রিয়জনকে ।


Bangla EID SMS 

Bengali Eid Mubarak Wishes, SMS, Status 2022 - ঈদের শুভেচ্ছাবার্তা মেসেজ

চিঠি দিয়ে নয়…ফুল দিয়ে নয়…কার্ড দিয়ে নয়…কল দিয়ে নয়…মনের গভীর থেকে
মিষ্টি SmS দিয়ে জানাই সবাই কে জানাই ঈদের শুভেচ্ছা…ঈদ মোবারক

Bengali Eid Mubarak Wishes

যে দিন দেখব ঈদ এর চাঁদ। খুশি মনে কাটাব রাত। নতুন সাজে সাজাব আজ। আজ হল ঈদ এর
দিন। আনন্দে কাটাব সারা দিন. . .!
যে দিন দেখবো ঈদ এর চাঁদ , খুশি মনে কাটাবো রাত, নতুন সাজে সাজব সেদিন, সেদিন হলো
ঈদের দিন, আনন্দে কাটাবো সারা দিন! *) “ঈদ মোবারক” (* !

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস বাংলা 

যে দিন দেখবো ঈদ এর চাঁদ , খুশি মনে কাটাবো রাত, নতুন সাজে সাজবো সেদিন, সেদিন
হলো ঈদের দিন, আনোন্দে কাটাবো সারা দিন ! (*ঈদ মোবারক*).


Also read, 
তোমার সমস্যাগুলো হয়ে উঠুক বাতাসের চেয়েও হালকা…আনন্দ সাগরের চেয়েও
গভীর…বন্ধুত্ব হয়ে উঠুক হীরের চেয়েও শক্ত…আর সাফল্য হোক সোনার থেকেও
উজ্বল..এই ঈদের খুশিতে আল্লাহর কাছে এই আমার দোয়া…
বকর-ঈদ মুবারক…

Advance Eid Mubarak Bangla

বলছি আমি আমার কথা, ঈদে থাকবে নাকো মনের
ব্যাথা, আমার জীবনে অনেক চাওয়া, ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা, ঈদ মোবারক

ভোর হলো দোর খুল, চোখ মেলে দেখরে । রোযা শেষ রোযা শেষ, ঈদ চলে এল রে । নতুন
জামা পড়বো রে, হাসি খুশি থাকবো রে । ঈদ চলে এল সবার দুয়ারে । শুভেচ্ছা রইলো
সবাইকে, ঈদ মোবারক ।

মেঘ বৃষ্টি রোদের দিন আমন্ত্রন রঈল ঈদের দিন মিষ্টি মধুর হাসিতে আমন্ত্রন করলাম
আসিতে।আসতে যদি না-উ পার ঈদ মুবারক গ্রহন কর…”ঈদ মুবারক”

ঈদ মোবারক পিকচার 2022

মেঘলা আকাশ মেঘলা দিন ঈদের বাকি ১৫দিন,কাপড় চোপড় কিনে নিন,গরিব দঃখির খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
Bengali Eid Mubarak Wishes, SMS, Status 2022 - ঈদের শুভেচ্ছাবার্তা মেসেজ

Eid Mubarak SMS In Bengali 

মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছু দিন, কাপড় চোপড় কিনে নিন, গরিব দুঃখীর
খবর নিন, দাওয়াত রইল ঈদের দিন । *) “ঈদ মোবারক”

মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছু দিন, কাপড় চোপড় কিনে নিন, গরিব দুঃখীর
খবর নিন, দাওয়াত রইল ঈদের দিন. *) “ঈদ মোবারক”

রং লেগেছে মনে মধুর এই ক্ষনে,
তোমায় আমি রাংগিয়ে দিবো এই ঈদের
দিনে। ” ঈদ মোবারক “

Also rea, 

রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে । খুশির হাওয়া লাগলো মনে, নাচবে
খুকি ক্ষণে ক্ষণে । সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । ঈদ
মোবারক

শুভ রজনী, শুভ দিন, রাত পেরোলেই ঈদের দিন । উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না
প্রতিদিন । দাওয়াত রইলো ঈদের দিন । “ঈদ মোবারক”

Eid Mubarak Status In Bengali 

শরতকালের হালকা শীত…
আজ যে কোরবানির ঈদ
রুটি-খাসির মাংসের ঝোল,
খেতে কেউ কোরো না ভুল…
আমার বাড়ি রইলো দাওয়াত,
না আসলে আর করব না বাত…
সবাইকে জানায় ঈদ মোবারক…

Bengali Eid Mubarak Wishes, SMS, Status 2022 - ঈদের শুভেচ্ছাবার্তা মেসেজ
সারা দেশে চলছে ঈদ এর উত্সব, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, ঈদ মানে হাজার কষ্টের
মাঝেও একটু খানি হাসি, ঈদ মোবারক।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা

স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পুর্ণ হোক। দু:খ দুরে যাক, সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য, ঈদ মোবারাক তোমার জন্য। ঈদ মোবারাক!!.
আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে, সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে
তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
আজ ঈদ , কাল ঈদ , সকালে ঈদ , সন্ধ্যায় ঈদ , খুদা করুন আপনার সব মুহূর্তই ঈদের
খুশিতে ভরিয়ে তুলুন ..ঈদ মুবারক ..
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.