Oshukhi Tara Lyrics (অসুখী তারা) Montu Pilot 2 – Chakrapani Deb

Bongconnection Original Published
3 Min Read

Oshukhi Tara Lyrics (অসুখী তারা) Montu Pilot 2 – Chakrapani Deb 

Oshukhi Tara Lyrics (অসুখী তারা) Montu Pilot 2 - Chakrapani Deb
Loading...

Oshukhi Tara Lyrics From Montu Pilot 2

Oshukhi Tara is a brand new song by Chakrapani Deb from Bengali web
series ‘Montu Pilot 2‘. Music composed by
Amit – Ishan

& lyrics penned by
Debaloy Bhattacharya.
Song – Oshukhi tara
Singer – Chakrapani Deb
Composition – Amit-Ishan
Lyrics – Debaloy Bhattacharya
Programming – Shamik Chakravarthy
Additional – Amit- Ishan

Oshukhi Tara Lyrics In Bengali


দা রা রা, রা রা রা …
এ কথা সে কথা, যত নির্জনতা
সবই প্রশ্ন শুধু কিছু নিস্পৃহতা,
ভাসে, এ আকাশে
দিশাহারা যত অসুখী তারা। 
হাসে, ছেঁড়া তাসে 
রাজা রাণী, জানি জোকারের ভয়ে, 
জানে, চেনা খামে
খুঁজে যায়, যেটুকু বলার মতো কথা ..
দা রা রা, রা রা রা …
এ কথা সে কথা, যত নির্জনতা
সবই প্রশ্ন শুধু কিছু নিস্পৃহতা। 
কিছুরাত, কিছুদিন, একজন্মের ঋণ
সবই নাকি পথেঘাটে কুড়োনো,
ধূলো যার, কবে কার
কার্নিশে জমে থাকা
ঘেন্নার কাদামাটি জড়ানো। 
সে পথে হাজার মৃত পাখিরা
পাখির চোখেতে রাখা চোখেরা,
বেহুলার ভেলা ভেসে
যায় নাকি কোনো দেশে,
কেউ বেঁচে উঠেছে কি আসতে?
দা রা রা, রা রা রা …

অসুখী তারা লিরিক্স – মন্টু পাইলট ২ 

Oshukhi Tara Lyrics in English :
E kotha se kotha joto nirjonota
Sobi proshno shudhu kichu nishprihota
Bhase e akashe
Dishahara joto osukhi tara
haase chera taase
Raja rani jani jokarer bhoye
Jaane, chena khame
Khuje jaay jetuku bolar moto kotha
Kichu raat kichu din ekjonmer reen
Sobi eki pothe ghate kurono
Dhulo jaar kobe kaar
Karnishe jome thaka
Ghennar kada-maati jorano
Se pothe hajar mrito pakhi ra
Pakhir chokhete rakha chokhera
Behular bhela bhese
Jaay naki kono deshe
Keu benche utheche ki ashte
যে মানুষ বাইরে যত বেশি উচ্ছল, প্রাণচঞ্চল, রাত্রি গভীর হলে সেই মানুষই হয়ে যায়
বড্ড বেশি একা। রাতের আকাশের নিঃসঙ্গ তারার মতোই তার জীবনেও থাকে শুধুই
একাকিত্ব। নীলকুঠির রাজকুমার মন্টুর জীবনও এরকমই একা। শুনুন দেবালয়
ভট্টাচার্যের কথায় অমিত-ঈশানের সুরে Mon2 Pilot থেকে চক্রপাণি দেবের গাওয়া গান
অসুখী তারা
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.