Ekta Nirjon dupur Chai Full Natok | Eid Natok | Apurba | Tasnia Farin (একটা নির্জন দুপুর চাই)

Bongconnection Original Published
2 Min Read

 Ekta Nirjon dupur Chai Full Natok | Eid Natok | Apurba | Tasnia
Farin 

Ekta%20Nirjon%20Dupur%20Chai%20Natok%20Review
Loading...

Ekta Nirjon dupur Chai Full Natok Watch Online

সত্যি বলতে কোনো রকম প্রত্যাশা ছাড়াই নাটক টা দেখতে বসেছিলেন,কিন্তু মুগ্ধতা
নিয়ে শেষ করবো একেবারেই ভাবতে পারিনি। এখন পর্যন্ত ঈদের যত কাজ দেখেছি,সব থেকে
এটাই বেশি ভালো লেগেছে।


অভিনয়ে : 
Ziaul Faruq Apurba,
Tasnia Farin 
একটা বেকার ছেলে,চাকরি হচ্ছে না। বাবা- মায়ের চিন্তা,বাড়িওয়ালার টাকার
চাপ,অভাবের দিন এইসব তো নতুন কিছু নয়। বরং গত কয়েক বছরে এইসব ব্যাপার আরোপিত
হয়ে গেছে,এক অপূর্ব ই তো কত নাটক করলেন।  তবুও এই নাটক অন্যরকম তৃপ্তি এনে
দেয়। এই নাটকে তার প্রেমিকা নেই,তবে মোবাইলে অপরিচিত এক মেয়ের সঙ্গে নিয়মিত কথা
বলে। মূলত তাদের মোবাইলে কথোপকথনের অংশটুকুই বেশি মুগ্ধ হয়েছি। অপূর্ব ক্রমাগত
উচ্চবিলাসী জীবন নিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে,অথচ তার কথার ধরন,সংলাপে সেইগুলো ই
যেন শুনতে ভালো লাগছে। অন্যদিকে সেই অপরিচিত মেয়েটি তাসনিয়া ফারিণ তার সংলাপ
প্রক্ষেপনে ভালোবাসার আবেশ ছড়াচ্ছে। এই অংশটুকু দেখে আমার মাসুদ হাসান
উজ্জ্বলের নাটক মনে পড়ে গেল সঙ্গে মুগ্ধ করা আবহ সংগীত। 


Ekta Nirjon dupur Chai Eid Natok 2022

নাট্যকার পাভেল ও নির্মাতা সৈয়দ শাকিল এটাকে নিছকই প্রেমের গল্প দেখাতে চান
নি,তাই কঠিন বাস্তবতা বুঝাতে প্রাণ রায়ের চরিত্রটি এনেছেন কিংবা বন্ধুর
চরিত্রটি।  আর আমি যেন অনেকদিন পর সেই পুরনো অপূর্ব কে দেখতে পেলাম,এত
পরিশীলিত অভিনয়। সঙ্গে ফারিণের ও মাপা অভিনয়।

একবার শুনেছিলাম,সকালে ঘুম থেকে উঠে  মধ্যমমানের  নাটক বা সিনেমাও
অনেক ভালো লেগে যায় সঙ্গে রেশ থেকে যায়। এটা জানি না কতটা সত্যি,খুঁজলে এই
নাটকের দুর্বলতা বের করা যাবে। তবে অপূর্ব যখন নিজের জীবনের সবচেয়ে সুখের খবর
পেলো তখন মনে হচ্ছিল আমি নিজেই সেই সুখের অংশীদার হচ্ছি কিংবা যখন সে দেখা পায়
সেই কাঙ্ক্ষিত মানুষের। খুব বেশি আবেগি কথাবার্তা হয়ে যাচ্ছে বোধহয়, তবে এইটুকু
বলতে পারি যারা ভালো নাটকের জন্য অপেক্ষায় থাকেন,তাদের ভালো লাগবে।

একটা নির্জন দুপুর চাই ফুল নাটক 

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.