Thik Tor Moton Lyrics (ঠিক তোর মতন) Meghbela | Rupak Tiary
Thik Tor Moton is a new Bengali song by Kajol Chatterjee &
Rupak Tiary. Music composed by Rupak Tiary & written by Aviman.
Rupak Tiary. Music composed by Rupak Tiary & written by Aviman.
Featuring Mukul Kumar Jana & Srijoni Chatterjee.
Song :
Featuring : Mukul Kumar Jana & Srijoni Chatterjee
Singer : @Rupak Tiary & @Kajol Chatterjee
Lyrics : @Aviman
Tune : @Jackshat
Music : @Rupak Tiary
Thik Tor Moton Lyrics In Bengali
তোকে এতো করে ছুঁতে চাই
কোন সীমানায়
কিছু মুঠো ভরা মুহুর্তে
আজও বাঁচি
কবে ছুটি হবে গোধূলির
কোনও কার্নিশে
দেখ সেখানেই এখনও
দাঁড়িয়ে আছি
বোবা সময়ের ঘূর্ণিপাকে
অযথাই টেনে নেয় আমাকে
ফিরে যেতে চাই আবার
তোর কাছে 2x
ঠিক তোর মতন কেউ
আমায় বোঝেনা 2x
তোর মতন কেউ
আমায় খোঁজে না
ঠিক তোর মতন কেউ
আমায় বোঝেনা
বল কবে ফের
তোর ঘোর লাগা চোখে
ফেলে পিছুটান
দেব স্বপ্ন এঁকে
জানি পথ ভুলে
আমাদের দেখা হবে
এই নির্বাসন
জানিনা শেষ কবে
বোবা সময়ের ঘূর্ণিপাকে
অযথাই টেনে নেয় আমাকে
ফিরে যেতে চাই আবার
তোর কাছে 2x
তোর মতন কেউ
আমায় খোঁজে না
ঠিক তোর মতন কেউ
আমায় বোঝেনা 4x
বোঝেনা বোঝেনা
তোর মতন কেউ বোঝেনা 4x