সেরা আধুনিক প্রেমের কবিতা – Adhunik Premer Kobita – Bengali Poem

Bongconnection Original Published
6 Min Read

 সেরা আধুনিক প্রেমের কবিতা – Adhunik Premer Kobita – Bengali Poem

সেরা আধুনিক প্রেমের কবিতা - Adhunik Premer Kobita - Bengali Poem
Loading...


আধুনিক প্রেমের কবিতা

তীব্র প্রেমের কবিতা
          – ফারহানা পুতুল 

আমার সব কথারা ফুরিয়ে যাওয়ার পর,
যতসব কথার কথা জমে থাকতো,
সেসব আমি তোমায় বলেছিলাম।
প্রেম থেকে পাওয়া যত শোক,
শোকাহত প্রেমিকা সেদিন তোমায় বলেছিলাম,
শোকগাঁথা সব গল্প।
সেই বসন্তে তুমি আমার বন্ধু ছিলে,
সেই বসন্তে আমি তোমার বন্ধু ছিলাম।
তুমি যে কেমন প্রেমিক ছিলে,
গোপন প্রেমের কষ্টগুলো 
তুমিও যে আড়াল করো অভিনয়ে 
সেদিন আমি সবটা শুনেছিলাম।
গত হওয়া এমন সন্ধ্যে সাক্ষী আছে,
সেই বসন্তে আমরা দুজন বন্ধু ছিলাম।
কোন শীতের রাত আমায় কাঁদিয়ে ছিলো খুব, 
কোন দুপুরের ভুল আলোতে সারা গায়ে ভুল মেখেছি, 
কোন বিকেলে হারিয়ে ছিলাম
ঠোঁটের হাসি বলেছিলাম।
তুমিও খুব শুনেছিলে,
বলেছিলে প্রেম এমনি 
প্রেমিক সব অমনই হয়।
আমরা বরং বন্ধু থাকি।
আমার কাছে বলতে পারিস,
বলেছিলে হাসাতে পারি,
আমিও তাই একটু করে 
কান্নাগুলো তোমার কাছে জমা রাখি।
আমি তখন তোমার কাছে 
যেমন তেমন সব কথাতে হাসতে থাকি,
আমি তখন আমার করা পাগলামিতে 
একটু একটু তোমায় রাখি।
আমি তখম যেমন ইচ্ছে তোমার কাছে আমায় রাখি।
রাখবোই না কেন বলো?
তুমি বললে রাখতে পারিস, 
তুমি বললে তোকে দেখে প্রেম জাগে না, 
তুমি বললে রাখতে পারিস
তোকে দেখে চোখের ভেতর ঘোর লাগে না।
তুমি বললে আমার কাছে যেমন তেমন থাকতে পারিস,
আমিও তাই থেকে গেলাম।
সেই বসন্তে তুমি আমি বন্ধু ছিলাম।
বন্ধু তুমি আমায় বলতে ভালোবাসি,
আমি বলতাম হারানো প্রেম,
আমি বলতাম ভালোবাসি এখনো তাকে খুব।
বন্ধু তুমি আমায় বলতে ভালোবাসি,
আমি তখন সে প্রেমিকের গল্প বলেই চুপ।
তুমি তখন সব জানতে 
আমি যে ভীষন ছেলে মানুষ, 
খামখেয়ালি খুব।
দোষ আমারই,
পুরনো প্রেমের শোক ভুলতে
বন্ধু তোমায় মিথ্যে প্রেমিক 
বানিয়ে নিলাম।
মিথ্যামিথ্যি প্রেমের ভেতর
ভালোবাসি বলে গেলাম।
পুরনো প্রেম ভুলতে চেয়ে
তোমার সাথে যাচ্ছেতাই প্রেম বাঁধালাম।
কি সব রকম মিথ্যে প্রেমে
এ বসন্তে সত্য আমি ভুলেই গেলাম,
সেই বসন্তে তুমি আমি বন্ধু ছিলাম।
তুমি আমার মিথ্যে প্রেমিক ভুলেই গেলাম।
এ বসন্তে তোমায় আমি 
সত্য করে বলেই দিলাম ভালোবাসি।
কিন্তু তারপরও যে গল্প বাকি,
তোমার বলা সেসব গল্প শুনে গেলাম।
তখন আমি প্রেমিক তোমার
সব গল্প শুনে গেলাম।
শুনবোই না কেন বলো?
তখন আমি সত্য তোমার প্রেমে ছিলাম।
খুব জানি আমি 
কবিতা তোমার পছন্দ নয়,
তবু তোমার প্রেমে গোটা কয়েক কবিতাও লিখে ফেললাম।
লিখবোই না কেন বলো?
তখন আমি সত্য তোমার প্রেমে ছিলাম।
কিন্তু আমি বুঝিনি যে, 
সবাই মেলে, সবই মিলে
কথার কথায় নানান রকম বন্ধু মিলে,প্রেমিক মিলে।
শুধু খুব সত্য ভালোবাসা
চাইলেও যে পাওয়া যায় না।
সংসার থেকেও যে ছন্নছাড়া,
যে নারীকে প্রেমিক নামের কেউ আগে ছুঁয়ে গেছে, 
সংসার যার অপবাদে এর আগেও ভেসে গেছে।
এমন কোন অপয়ার যে 
খুব সত্য ভালোবাসায় থাকতে মানা।
আবার আমার ভুল হয়েছে,
এমন কারো ভালোবাসা চাইতে হলেই সবার আগে 
শরীরটাই প্রেমিক খোঁজে 
 প্রেমিক হয়ে তুমি আমায় সে  সত্যটা জানিয়ে দিলে।
 জানিয়ে দিলে খুব সত্য প্রেমিক আসলে 
পুরনো প্রেম ভুলতে চেয়ে নতুন নতুন শরীর খোঁজে। 
জানিয়ে দিলে প্রেমিক নামের মানুষগুলো,
বুক পকেটে পুরনো প্রেম খুব যত্নে তুলে রাখে।
অথচ এবার আমার বসন্ত জানে,
তুমি যাকে আমি খুব সত্য ভালোবাসি।
তুমি যাকে ভালোবেসে 
এ বসন্তে আবার হারালাম!

সেরা প্রেমের কবিতা

Loading...

মিষ্টি প্রেমের রোমান্টিক প্রেমের কবিতা
         – ধ্রুবা আচার্য্য তুলি

হবে নাকি প্রেমের কোন কবিতা?
যেখানে থাকবে আবেগ, থাকবে অভিমান
আর অনেকখানি ভালোবাসা❤
আমার কবিতাখানি যদি ছুয়ে যায়
তোমাদের কারো হৃদয়
তাতেই আমার পরম পাওনা
জেনে রেখো এটা নিশ্চয়।
আমার কবিতা লেখায় আজকে করছো
তুমি করছো উপহাস,
ভাবছি তাই আমিই আসলে তোমাদের
জন্য নিয়ে এসেছি সর্বনাশ।
ধুর ছাই কবিতায় কেন আসবে
কেন ঢুকবে রাজনীতি
কবিতায় থাকবে কথা, ছন্দ , সুর
আর প্রেম প্রীতি।
তোমরা আমাকে যাই ভাবো তাতে কি বা এসে যায়
আমার লেখার আগ্রহ তাতে আরো বেশিই বেড়ে যায়😑
আজকেও লেখা হলোনা কোন প্রেমের কবিতা
সামনের বছর লিখব রাখলাম এই প্রত্যাশা😁
আরো পড়ুন,

কলঙ্ক, আমি কাজলের 
জয় গোস্বামী
কলঙ্ক, আমি কাজলের ঘরে থাকি
কাজল আমাকে বলে সমস্ত কথা
কলঙ্ক, আমি চোট লেগে যাওয়া পাখি—
বুঝি না অবৈধতা।
কলঙ্ক, আমি বন্ধুর বিশ্বাসে
রাখি একমুঠো ছাই, নিরুপায় ছাই
আমি অন্যের নিঃশ্বাস চুরি ক’রে
সে-নিঃশ্বাসে কি নিজেকে বাঁচাতে চাই?
কলঙ্ক, আমি রামধনু জুড়ে জুড়ে
দিন কাটাতাম, তাই রাত কাটতো না
আজ দিন রাত একাকার মিশে গিয়ে
চিরজ্বলন্ত সোনা
কলঙ্ক, তুমি প্রদীপ দেখেছো? আর প্রদীপের বাটি?
জানো টলটল করে সে আমার বন্ধুর দুই চোখে?
আমি ও কাজল সন্তান তার, বন্ধুরা জল মাটি
ফিরেও দেখি না পথে পড়ে থাকা
বৈধ-অবৈধকে—
যে যার মতন রোদবৃষ্টিতে হাঁটি…

আরো পড়ুন,

Share This Article