Putul Ami Lyrics (পুতুল আমি) Anupam Roy – Riddhi Sen

Bongconnection Original Published
2 Min Read

 Putul Ami Lyrics (পুতুল আমি) Anupam Roy – Riddhi Sen

Putul Ami Lyrics (পুতুল আমি) Anupam Roy - Riddhi Sen
Loading...

Putul Ami Song Lyrics by Anupam Roy

Putul Ami song is sung & composed by
Anupam Roy. Directed by Abhirup Ghosh. 
Starring,
Riddhi Sen, Anupam Roy, Surangana
& others.
Song : Putul Aami

Vocal, Music And Lyrics :
Anupam Roy

Director : Abhirup Ghosh

Beverage Partner : Goodricke Thurbo Darjeeling Tea


Putul Ami Lyrics In Bengali




ছুঁড়ে ফেলে দে আমায়, 

ছুঁড়ে ফেলে দে আমায়।



আর কত আঘাত বল 

আমায় পেতে হবে?

চাকাহীন হয়ে গাড়ি আমি 

পড়ে আছি কবে, কবে থেকে। 



কুসুম কুসুম শব্দমালা আলোড়িত করে 

লিখে চলেছি তোরই কথা 

অদ্ভুত মনের জোরে, কবে থেকে। 



আর এখন গান, আমার প্রাণ 

আমার প্রাণের থেকে মুছেছিস তোর ঘ্রান,

আর এই গান চায় তুফান 

দারুন ঝড়ের শেষে চাইছি সমাধান। 



ছুঁড়ে ফেলে দে আমায় 

কাছে টেনে নে আমায়,

তোর হাতের পুতুল আমি। 

ছুঁড়ে ফেলে দে আমায় 

বুকে তুলে নে আমায়,

তোর হাতের পুতুল আমি।। 



আমি ছিলাম ঘুমের ঘরে 

কেন ডাক পাঠালি?

আমি পিছু ডাকিনি 

তুই ঘুরে তাকালি, তাকালি কেন ?



তারপর এলো বসন্ত এই 

ভাঙা বুকের ভেতর,

তোর মুখ তুই ঢাকলো যখন 

শরীর জুড়ে আদর, তাকালি কেন ?



আর এখন গান, দেয় প্রমান 

আমার প্রাণের থেকে মুছেছিস তোর ঘ্রান,

হ্যাঁ এই গান, আয়ুশমান 

যত বাড়ছে বয়স হচ্ছি বুদ্ধিমান। 



ছুঁড়ে ফেলে দে আমায় 

কাছে টেনে নে আমায়,

তোর হাতের পুতুল আমি। 

ছুঁড়ে ফেলে দে আমায় 

বুকে তুলে নে আমায়,

তোর হাতের পুতুল আমি।।







Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.