Happy New Year 2022 : Top 50 SMS, Wishes, Quotes In Bengali – নতুন বছরের শুভেচ্ছাবার্তা

Bongconnection Original Published
12 Min Read


 Happy New Year 2022 : Top 50 SMS, Wishes, Quotes In Bengali – নতুন বছরের
শুভেচ্ছাবার্তা 

Happy New Year 2022 : Top 50 SMS, Wishes, Quotes In Bengali - নতুন বছরের শুভেচ্ছাবার্তা
Loading...

Happy New Year SMS In Bengali 2022

বছর শেষের আনন্দ উৎসবে সামিল হয়েছে ৮ থেকে ৮০ সকলেই । নতুন বছরকে স্বাগত জানাতে
প্রস্তুত সকলেই ।
পুরোনো স্মৃতি, দুঃখ আর যন্ত্রণাকে ভুলে এগিয়ে যাওয়ার নামই জীবন । আর এই কারণেই
সকলেই আজ নতুন বছরের প্রাক্কালে বরণ করে নিচ্ছে নতুন বছরকে।
কেউ পিকনিক নিয়ে ব্যাস্ত, কেউ আবার ডিজে বাজিয়ে নাচ করছে ।
সবাই যেন এই আনন্দ উৎসবের সবটুকু ভাগ করে নিতে চাইছে । আপনিও নিশ্চই সামিল হয়েছেন
বছর শেষের এই আনন্দ উৎসবে ?
কিন্তু প্রিয়জনদের তো নতুন বছরের শুভেচ্ছা ও জানাতে হবে তাই না ?
তাই আপনার জন্য রইলো নতুন বছরের শুভকামনা (New Year Wishes, SMS, Quotes) । যা আপনি অনায়াসেই সকলকে পাঠাতে পারবেন । এছাড়া
Facebook,
What’s app
এর বন্ধুদের জন্য ও রইলো একরাশ শুভকামনা ….

Happy New Year 2022 Bengali Wishes


পৃথিবীব্যাপী সব যুদ্ধ ঝামেলা সত্ত্বেও মানুষ আশা ছাড়তে পারে না একটা ভালো
আগামীকালের…
 সময়ও যেন আমাদের আবার সুযোগ দিছে আরো একটা নতুন বছর নিয়ে এসে…
 এই নতুন বছরে যেন সব যুদ্ধ-মহামারীর অবসান হয়ে পৃথিবীতে স্থাপিত হয়
চিরশান্তি…
 এই আশা নিয়ে সবাইকে জানাই হ্যাপী নিউ ইয়ার..2022
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
 বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
 পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট।
 নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধিময়..
 এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার। 2022
নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত
 সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
 শুভ নববর্ষ 2022
Happy New Year 2022 : Top 50 SMS, Wishes, Quotes In Bengali - নতুন বছরের শুভেচ্ছাবার্তা
মুছে যাক সকল কলুষতা
 শান্তির বার্তা নিল খামে পাঠালাম
 সুদিনের সুবাতাস তোমায় দিলাম
 হ্যাপি নিউ ইয়ার…2022
মিস্টি হাসি, দুষ্টু চোখ।
 সবার সপ্ন সত্যি হোক।
 জানাই সবাই কে আরেক বার
 হ্যাপি নিউ ইয়ার।
 হ্যাপি নিউ ইয়ার ২০২২

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বার্তা


ভুল কে আজ দাও ছুটি,
 বিবাদ কে আজ দাও বিদায়।
 মনকে আজ শুদ্ধ কর,
 শত্রুকে আজ বন্ধু কর।
 এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
 আসো তবে হাত মিলাই ,
 মনের সাথে মন মিলাই,
 ভালবাসায় ধন্য হোক জীবন,
 শুভ হোক তোমার আমার নববর্ষ 2022


Happy New Year Wishes in Bengali Language 2022


নতুন ভোর জেগে উঠছে নতুন সূর্যকিরণের সাথে…
 নতুন সকাল জেগে উঠেছে মিষ্টি হাসির সাথে..
 নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়,
 নতুন বছর কাটুক তোমার অনেক আনন্দের সাথে…
 হ্যাপি নিউ ইয়ার…2022
AVvXsEinHIgpXo8O8NTzHnQha C5ox0RCvLpiLb 9qLmYdPxKCKu6kJhP21XlVNExVzJkknpizYR5ck1hjKxSzOZ0X XqlAQrpJ6eHAuS8zAx1JOOXgHNvj0kWX2hef8eHpU6JMw47thUXdHoeye9NTguLpT6Gud6REQWWCbLz9U 7M 3lowa5N3U8ITcbgX=s320
স্বপ্ন সাজাও রঙের মেলায়,
 জীবন ভাষাও রঙিন ভেলায়।
 ফিরে চলো মাটির টানে,
 নতুন সুরে নতুন গানে।
 নতুন আশা জাগাও প্রানে,
 খুঁজে নাও বাঁচার মানে।
 সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
 হ্যাপি নিউ ইয়ার ২০২২
Also read
সবকিছুরই একটা শুরু এবং শেষ থাকে..
 কিন্তু কামনা করি নতুন বছরে তোমার আনন্দ এবং সুখ যেন কখনো শেষ না হয়…
 হ্যাপি নিউ ইয়ার বন্ধু .2022
নতুন পোশাক নতুন সাজ।
 নতুন বছর শুরু আজ।
 মিষ্টি মন, মিষ্টি হাসি,
 শুভেচ্ছা জানাই রাশি রাশি।
 হ্যাপি নিউ ইয়ার 2022
Happy New Year 2022 : Top 50 SMS, Wishes, Quotes In Bengali - নতুন বছরের শুভেচ্ছাবার্তা

Bengali Happy New Year Wishes For Friends & Family

যেটুকু ভুল ছিল সুধরে নিব,
 না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,
 সবারে বাসবো ভাল,
 এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
 হ্যাপি নিউ ইয়ার 2022
ঘড়ির কাটা ১২ টা, মন যে আর মানে না।
 তুমি বন্ধু ঘুমাও নাকি ? নতুন বছরের নতুন তারা,
 দেখ করছে ঝলমল। দিচ্ছে নতুন এর সাড়া ।
 তোমার জীবনের বাকি দিন গুলো হোক সুখ সমৃদ্ধি ময়,
 এই কামনায় তোমায় জানাই শুভ নববর্ষ 2022।
Also read,
কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে।
 নতুন বছর আসছে প্রকৃতির মাঝে,
 তাই তো মন সেজেছে রঙিন বেশে।
 শুভ নববর্ষ 2022
কাটবে রাত, আসবে প্রভাত।
 যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ।
 নতুন বছর, নতুন আশা,
 সঙ্গে থাকুক ভালবাসা।
 শুভ নববর্ষ 2022
ফুল ফুটেছে বনে বনে…
 ভাবছি তোমায় মনে মনে…
 বলছি তোমায় কানে কানে…
 হ্যাপি নিউ ইয়ার 2022
আজ দেখ নতুন সপ্ন,
 ভুলে যাও সব পুরনো কস্ট।
 আজ কর নতুন সব কল্পনা,
 ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
 আজ থেকে শুরু হোক নতুন জীবন,
 সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
 এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
 হ্যাপি নিউ ইয়ার 2022
চোখের পানি ফেলোনা,
 বন্ধু তুমি কেদনা,
 তোমাকে সবাই ভুলে গেলেও আমি তোমায় ভুলবো না।
 (2021 কে সবাই হাসি খুসিতে বিদায় দাও)।
 হ্যাপি নিউ ইয়ার 2022

নতুন বছরের শুভেচ্ছা বার্তা

ব্যাটারি লো,
 নেটওয়ার্ক বিজি,
 কল ওয়েটিঃ, মিস`ড কল,
 নো আন্সার, মেমরি ফুল,
 ব্যালেন্স জিরো,
 এই সব কিছুর আগে তোমাকে জানাই
 হ্যাপি নিউ ইয়ার 2022
Happy New Year 2022 : Top 50 SMS, Wishes, Quotes In Bengali - নতুন বছরের শুভেচ্ছাবার্তা

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট পত্র

পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
 বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
 পুরনো সব কস্ট করে ফেল নষ্ট।
 নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়।
 এই কামনায় তোমাই জানাই
 হ্যাপি নিউ ইয়ার 2022
দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত
 যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু
 আমি থাকব তোমাদের পাশে। !!!
 হ্যাপি নিউ ইয়ার…2022


New Year Quotes In Bengali

তোরাই আমার বন্ধু যে
 তোরাই আমার ডিয়ার
 তাই তো আমি খুশি হয়ে বললাম
 Happy New Year…2022
 আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম…
Also read,
তোমার হৃদয়ের খাতে লিখে নাও যে,
 নতুন বছরের প্রতিটি দিন হবে খুব সুন্দর আর সফল!
 হ্যাপি নিউ ইয়ার 2022
তোমার সব মন খারাপে সঙ্গী আমায় কোরো
 তোমার দুঃখ আমায় দিয়ে ঝুলি আমার ভরো!
 নতুন বছরে শুধুই খুশী তোমায় রাখুক ঘিরে
 জেনো আমি আছি পাশে,
 একলা হও বা ভিড়ে!
 হ্যাপী নিউ ইয়ার..2022

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বাণী

নতুন বছর আসুক নিয়ে
 নতুন নতুন আশা
 পৃথিবীতে ছড়িয়ে দিক
 অনেক অনেক ভালবাসা
 হ্যাপী নিউ ইয়ার…২০২২
বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে,
 একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে।
 নতুন বছর এসেছে,
 তাকে যত্ন করে রেখো,
 সপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো।
 হ্যাপি নিউ ইয়ার 2022
নতুন পোশাক নতুন সাজ।
 নতুন বছর শুরু আজ।
 মিষ্টি মনমিষ্টি হাঁসি।
 শুভেচ্ছা জানাই রাশি রাশি॥
 শুভ নববর্ষ 2022

Happy New Year Bengali Shayari

নতুন আশা, নতুন রোদ
 নতুন আলো, নতুন ভোর,
 মিষ্টি হাসি, দুষ্টু চোখ,
 স্বপ্ন গুলো সফল হোক…..
 হ্যাপী নিউ ইয়ার…2022
নতুন আশা নতুন প্রান
 নতুন হাসি নতুন গান
 নতুন সকাল নতুন আলো
 নতুন দিন হোক ভালো
 দুঃখকে ভুলে যাই
 নতুনকে স্বাগত জানাই
 শুভ নববর্ষ2022
নতুন আশা নতুন প্রান নতুন হাসি নতুন গান
 নতুন সকাল নতুন আলো নতুন দিন হোক ভালো
 দুঃখকে ভুলে যাই নতুনকে স্বাগত জানাই
 শুভ নববর্ষ 2022
নতুন আলো নতুন ভোর,
 আসলো বছর কাটলো প্রহর।
 অতীতের হলো মরণ,
 নতুন কে করো বরন!!
 পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
 তোমাকে জানাই,
 নতুন বছরের প্রীতি।
 হ্যাপি নিউ ইয়ার ২০২২
Happy New Year 2022 : Top 50 SMS, Wishes, Quotes In Bengali - নতুন বছরের শুভেচ্ছাবার্তা
নীল আকাশের খামে ভরে,
 সাদা মেঘের কাগজে করে,
 রংধনুর রঙে লিখে,
 দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম…
 হ্যাপি নিউ ইয়ার 2022
নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পরো সাফল্যের খোঁজে….
 তোমার সাফল্যে কে কে দুখী হবে জানি না,
 তবে তোমার মা বাবা অবশ্যই খুব খুশি হবে…
 তাদের মুখে হাসি ফোটানোর এই সুযোগ ছেড়ো না যেন…
 হ্যাপি নিউ ইয়ার…2022
নতুন বছরে দূর হোক সব জাতপাতের ভেদাভেদ….
 ধর্মাধর্মের বিভেদ…
 সুখী হোক সকল পৃথিবীবাসী..
 হ্যাপী নিউ ইয়ার…2022
নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙীন….
 বর্ণময়তায় ভরে উঠুক তোমার জীবনের প্রতিটি অধ্যায়…
 সাফল্য ও সৌভাগ্য সর্বদা ঘিরে থাক তোমায়…
 হ্যাপী নিউ ইয়ার…2022
নতুন বছরে তোমার জীবন যেন সেইসব জিনিসে ভরে যায় যেগুলো তোমায় কোনভাবে
উদ্বুদ্ধ করেছে…
 কিম্বা তোমার জীবনে মূল্যবান হয়ে উঠেছে…
 আর তোমার ঠোঁটে হাসি ফুটিয়েছে …
 হ্যাপী নিউ ইয়ার…2022
নতুন বছরের নতুন দিনে
 আপনাদের জানাই
 সুস্বাগতম
 ২০২২ .
Also read,
নতুন বছর আসুক নিয়ে
 নতুন নতুন আশা
 পৃথিবীতে ছড়িয়ে দিক
 অনেক অনেক ভালবাসা
 হ্যাপী নিউ ইয়ার…২০২২
আমার সাথে প্রেম,
 শান্তি এবং আনন্দের দেখা হয়েছিল..
 তারা চিরকালের মতন থাকার জন্যে একটা জায়গা খুঁজছিল…
 আমি তাদেরকে তোমার ঠিকানা দিয়ে দিয়েছি..
 আশা করি তারা ভালোভাবে তোমার কাছে পৌঁছে গেছে…
 হ্যাপী নিউ ইয়ার..2022

তোমার সব মন খারাপে সঙ্গী আমায় কোরো
তোমার দুঃখ আমায় দিয়ে ঝুলি আমার ভরো!
নতুন বছরে শুধুই খুশী তোমায় রাখুক ঘিরে
জেনো আমি আছি পাশে,একলা হও বা ভিড়ে!
হ্যাপী নিউ ইয়ার..
নিউ ইয়ার শুভেচ্ছাবার্তা মেসেজ
তোমার হৃদয়ে লিখে নাও যে নতুন বছরের প্রতিটি দিন তোমার ভালো কাটবে…
হ্যাপী নিউ ইয়ার…
তোমার হৃদয়ের খাতে লিখে নাও যে,নতুন বছরের প্রতিটি দিন হবে খুব সুন্দর আর
সফল!
হ্যাপি নিউ ইয়ার!
তোরাই আমার বন্ধু যে তোরাই আমার ডিয়ার তাই তো আমি খুশি হয়ে বললাম Happy New
Year…আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম…
দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু
আমি থাকব তোমাদের পাশে। !!! 
হ্যাপি নিউ ইয়ার…
দিন যদি চলে যায় দিগন্তের শেষে,রাত যদি চলে যায় তারার দেশে ভেব না
বন্ধু,আমি থাকব তোমাদেরপাশে। !!! Happy new year…

হ্যাপি নিউ ইয়ার 2022 স্ট্যাটাস

r />
দিনগুলি যেমনই হোক,
যাবে ঠিকই কেটে…
তবে বলো লাভটা কোথায়
পুরনো স্মৃতি ঘেঁটে?
সুখ-দুঃখ দিয়েই জীবন
ওঠে গড়ে
নতুন আশায় এগিয়ে চলো,
বাঁচো নতুন করে…
শুভ নববর্ষ…
নিউ ইয়ার দিচ্ছে উঁকি,
আর মাএ কদিন বাকি।
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমাদেরকে বলে রাখি।
 অ্যাডভান্স
হ্যাপি নিউ ইয়ার 2022
New Year In Bengali Script
নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত
 আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত | 
হ্যাপি নিউ ইয়ার….
নিশি যখন ভোর হবে। 
সুখ তারা নিভে যাবে, 
আসবে একটা নতুন দিন, 
দূঃখ হতাশা যাও ভুলে, 
হাসি আনন্দ নাও তুলে, 
বছরটা হোক অমলিন।
*হ্যাপি নিউ ইয়ার 2022*
/>
নীল আকাশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে, রংধনুর রঙে লিখে, দখিনা বাতাস কে
দিয়ে আমার মনের কথা পাঠালাম…*হ্যাপি নিউ ইয়ার 2022
নীল আকাশের খামে ভরে,
 সাদা মেঘের কাগজে করে,
 রামধনুর রঙে লিখে, 
দখিনা বাতাস কে দিয়ে 
আমার মনের কথা পাঠালাম…
 *হ্যাপি নিউ ইয়ার *।.
নতুন আলো নতুন ভোর, 
আসলো বছর কাটলো প্রহর। 
অতীতের হলো মরণ, 
নতুন কে করো বরন!! 
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, 
তোমাকে জানাই, নতুন বছরের প্রীতি। 
>>হ্যাপি নিউ ইয়ার 2022
নতুন আশা নতুন প্রান______♥ 
নতুন হাসি নতুন গান_______♥ 
নতুন সকাল নতুন আলো___♥ 
নতুন দিন হোক ভালো______♥ 
দুঃখকে ভুলে যাই___________♥ 
নতুনকে স্বাগত জানাই______♥ 
________শুভ নববর্ষ_________

Tags –
SMS,
Wishes,
Quotes
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.