Ei Mayabi Chander Raate Lyrics (এই মায়াবী চাঁদের রাতে) Baba Baby O – Jisshu Sengupta

Bongconnection Original Published
3 Min Read


Ei Mayabi Chander Raate Lyrics (এই মায়াবী চাঁদের রাতে) Baba Baby O – Jisshu
Sengupta
 

Ei Mayabi Chander Raate Lyrics (এই মায়াবী চাঁদের রাতে) Baba Baby O - Jisshu Sengupta
Loading...

Ei Mayabi Chander Raate Lyrics is a recently released Bengali Song from
Bengali movie ‘Baba Baby O‘. This song is sung by Chamok Hasan,
Ikkshita Mukherjee, Hemlata Chakraborty, Barnomala. Music composed by
Chamok Hasan & written by Chamok Hasan & Firoza Bonhi.
Starring
Jisshu Sengupta,
Solanki
& others.

Ei Mayabi Chander Raate Lyrics In Bengali

এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই
শুনতে চাই
কিন্তু তার পরে আর
গানের কথা মনে নাই
হায় হায় তার পরে আর
গানের কথা মনে নাই
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই
শুনতে চাই


কিন্তু তার পরে আর
গানের কথা মনে নাই
হায় হায় তার পরে আর
গানের কথা মনে নাই
কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান
শোনো প্রিয় শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন
শোনো প্রিয় শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই
বলো শুনতে চাই
কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই
হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই
এই যে এই গানটা তার শেষ অন্তরাটা
এই যে এই গানটা তার যে শেষ প্যারাটা
এই যে এই গানটা তার শেষ অন্তরাটা
কত-রঙা স্বপ্ন কথায় সাজানো ছিল যে সেটা
ছিল কোথায় গেল
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
তারপর
সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
তার পরে আর গানের কথা মনে নাই
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই
বলো শুনতে চাই

Ei Mayabi Chander Raate Lyrics In English

This magical moon night
Leave your hand
One of the secrets of the mind
I want to tell you
I want to hear
But after that
I don’t remember the song
Alas, after that
I don’t remember the song
This magical moon night
Leave your hand
One of the secrets of the mind
I want to tell you
I want to hear

এই মায়াবী চাঁদের রাতে লিরিক্স 

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.