Suru Holo Pujo Prem Lyrics (শুরু হলো পূজো প্রেম) Ariyoshi Synthia
Suru Holo Pujo Prem Lyrics
Suru Holo Pujo Prem Lyrics by Ariyoshi Synthia is a newly released
Bengali romantic song. This song is written and composed by Avi Roy.
Featuring Ariyoshi & Rick
Bengali romantic song. This song is written and composed by Avi Roy.
Featuring Ariyoshi & Rick
Suru Holo Pujo Prem Lyrics In Bengali
শুরু হলো পূজো প্রেম
খাওয়া দাওয়া কত গেম
মামনি দেখতে পেলেই বাবুসোনার ভিড়,
মিঠুনের কায়দায় বলে ওরা হায় হায়
পটানোর পরেও নেই কত যে স্কিম।
মামনিও চালাক আছে
দেখে কত মাল্লু আছে,
মানিব্যাগ থাকে যদি পুরোই ফাঁকা ..
বলবে আমি Engage
আমার আছে যে দেখা,
ও হো, বলবে আমি Engage
আমার আছে যে দেখা।।
বাপের টাকায় বাইক কিনে
দেখায় বাবু চাল,
হিরো সেজে ফেলে কত প্রেম পিরিতির জাল,
বাবু বলে ওগো সোনা চলো কিছু খাই,
সেতো বলে না না এখানে না
KFC তে যাই।
মামনিও চালাক আছে
দেখে কত মাল্লু আছে,
মানিব্যাগ থাকে যদি পুরোই ফাঁকা ..
বলবে আমি Engage
আমার আছে যে দেখা,
ও হো, বলবে আমি Engage
আমার আছে যে দেখা।।
সকাল বিকেল নেই বাবু
খাওয়া দাওয়ার খোঁজ,
SMS এ সময় মত দেবে ওরা ডোজ,
মামনিও বলে তুমি কত কেয়ারিং,
পুজোর পরে প্রেমের চাকায় কাটে বেয়ারিং।
মামনিও চালাক আছে
দেখে কত মাল্লু আছে,
মানিব্যাগ থাকে যদি পুরোই ফাঁকা ..
বলবে আমি Engage
আমার আছে যে দেখা,
ও হো, বলবে আমি Engage
আমার আছে যে দেখা।।
শুরু হলো পূজো প্রেম লিরিক্স
Shuru holo pujo prem
Khaowa daowa koto game
Mamoni dekhte pelei babusonar bhir
Mithuner kayday bole ora hay hay
Potanor poreo nei koto je scheme
Mamonio chalak ache
Dekhe koto mallu ache
Money bag thake jodi puroi faka
Bolbe ami engage
Amar ache je dekha
আরো পড়ুন,