Tumi Acho Eto Kache Tai Lyrics (তুমি আছো এত কাছে তাই) Kumar Sanu

Bongconnection Original Published
3 Min Read


 Tumi Acho Eto Kache Tai Lyrics (তুমি আছো এত কাছে তাই) Kumar Sanu

Tumi Acho Eto Kache Tai Lyrics (তুমি আছো এত কাছে তাই) Kumar Sanu
Loading...

Tumi Acho Eto Kache Tai Lyrics by
Kumar Sanu

is a popular Bengali song. This song is composed by Arup Pranay &
written by Pulak Banerjee.

Tumi Acho Eto Kache Tai Lyrics In Bengali


তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে স্বর্গ কে পাই (x2)
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই।
তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে স্বর্গ কে পাই
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই।
তুমি আছো এতো কাছে তাই।

যত ব্যাথা ছিলো গো আমার
তোমার পরশে দূর হলো (x2)
হৃদয়ের মনো-বীনা
নিমেষে গানের সুর হলো,
নিমেষে গানের সুর হলো
তোমার দেওয়া সে গান আজ
তোমাকেই গেয়ে যে শোনাই।
তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে স্বর্গকে পাই
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই।
তুমি আছো এতো কাছে তাই।

স্বাধ ছিলো বাসবো ভালো
তোমায় কখনো পাই যদি (x2)
ভাবিনি তো এ প্রেম হবে
দুকূল ছাপানো এক নদী,
দুকূল ছাপানো এক নদী
তোমার আমার যা কিছু
এই স্রোতে এসো না ভাসাই।

তুমি আছো এতো কাছে তাই
পৃথিবীতে স্বর্গ কে পাই
তোমার চোখে যে স্বপ্ন
তাই দেখি যেদিকে তাকাই।
তুমি আছো এতো কাছে তাই ..

তুমি আছো এত কাছে তাই লিরিক্স – কুমার শানু 


Tumi Achho Eto Kachhe Tai
Prithibite sorgoke pai
Tomar chokhe je shopno
Tai dekhi jedike takai (2)

Joto beytha chilo go amar
Tomar poroshe dur holo
Hridoyer mono-bina
Nimeshe gaaner sur holo
Tomar deya se gaan aaj
Tomakei geye je shonai

Sadh chilo bashbo valo
Tomay kokhono pai jodi
Vabini to e prem Hobe
Dukul chapano ek nodi
Tomar Amar ja Kichu
Ei srote esho na vashai 

Tumi Achho Eto Kachhe Tai
Prithibite sorgoke pai
Tomar chokhe je shopno
Tai dekhi jedike takai

Tumi Achho Eto Kachhe Tai Lyrics 

গানটি ভালো লাগলে নিজের প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ….
Thank You, Visit Again….
এটি মূলত একটি রোমান্টিক মেজাজে কুমার শানুর একটি সুপার হিট বাংলা
মৌলিক গান। এই গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং অরূপ প্রণয় (সঙ্গীত
পরিচালক) যিনি 1991 সালে মুক্তিপ্রাপ্ত কুমার শানু  “প্রিয়তমা  মনে রেখো” এর সুপার হিট বাংলা পূজা অ্যালবামের জন্য এই  হিট গানটি রচনা
করেছিলেন। 
Also read,


Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.