School Khuilase Re Mawla Lyrics (ইস্কুল খুইলাছে রে মাওলা) Joler Gaan

Bongconnection Original Published
3 Min Read


School Khuilase Re Mawla Lyrics (ইস্কুল খুইলাছে রে মাওলা) Joler
Gaan

School Khuilase Re Mawla Lyrics (ইস্কুল খুইলাছে রে মাওলা) Joler Gaan
Loading...

School Khuilase Re Mawla Lyrics is a recently released
Bengali song
by Jol band. This song is composed by Ramesh Shil. Music composed by
Joler Gaan


School Khuilase Re Mawla Lyrics In Bengali 

চলরে মন তড়া যাই, বিলম্বের আর সীমা নাই
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে

আরে ইসকুল খুইলাছে রে মাওলা, ইসকুল খুইলাছে
ইসকুল খুইলাছে রে মাওলা, ইসকুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
আরে ইসকুল খুইলাছে রে মাওলা
আরে ইসকুল খুইলাছে রে মাওলা
ইসকুল খুইলা ইসকুল খুইলাছে

গাউসুল আজম মাইজভান্ডারী

সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জোয়ান, বুড়া
শিনায় শিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে

সেই ইসকুলের এমনিই ধারা, বিচার নাই জোয়ান, বুড়া
শিনায় শিনায় লেখা পড়া শিক্ষা দিতাছে
আরে মাস্টার, মাহিনা ছাড়া এলমেলু ধ্বনি পড়া
মাস্টার, মাহিনা ছাড়া এলমেলু ধ্বনি পড়া
কাগজ, কলম, দোয়াত কালির কি দরকার আছে
কাগজ, কলম, দোয়াত কালির কি দরকার আছে

গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে

আরে স্কুল খুইলাছে রে মাওলা, ইসকুল খুইলাছে
ইসকুল খুইলাছে রে মাওলা, ইসকুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
আরে ইসকুল খুইলাছে রে মাওলা
আরে ইসকুল খুইলাছে রে মাওলা
ইসকুল খুইলা ইসকুল খুইলাছে

বালক, বৃদ্ধ, নর-নারী, করে সবে হুড়াহুড়ি
নাম করে রেজিস্টারি, ভর্তি হইতাছে

বালক, বৃদ্ধ, নর-নারী, করে সবে হুড়াাহুড়ি
নাম করে রেজিস্টারি, ভর্তি হইতাছে

আরে কালুবালা বলে এলে, এখন কেন পা সড়িলে
কালুবালা বলে এলে, এখন কেন পা সড়িলে
জবানবন্দি দিতে গেলে ঠেকবিরে ফেঁসে
জবানবন্দি দিতে গেলে ঠেকবিরে ফেঁসে

গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে

আরে ইসকুল খুইলাছে রে মাওলা, ইসকুল খুইলাছে
ইসকুল খুইলাছে রে মাওলা, ইসকুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
Alright, সবাই একসাথে
চলরে মন তড়া যাই, বিলম্বের আর সীমা নাই
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে
চলরে মন তড়া যাই, বিলম্বের আর সীমা নাই
গাউসুল আজম মাইজভান্ডারী ইসকুল খুইলাছে

ইস্কুল খুইলাছে রে মাওলা লিরিক্স 

School Khuilache Re Mawla Lyrics 

এই গানের লেখক তথা গায়ক রমেশ শীল সম্পর্কে একটু পরিচিতি। ..
রমেশ শীল বা কবিয়াল রমেশ শীল বা রমেশ মাইজভান্ডারী (বাংলা ২৬শে
বৈশাখ ১২৮৪ চট্টগ্রাম জেলা – ২৩শে চৈত্র ১৩৭৩, ইং ১৮৭৭ – এপ্রিল ৬ ১৯৬৭) বাংলা
কবিগানের অন্যতম রূপকার। কবিগানের লোকায়ত ঐতিহ্যের সাথে আধুনিক সমাজ সচেতনতার
সার্থক মেলবন্ধন ঘটিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি ছিলেন
মাইজভান্ডারী গানের কিংবদন্তি সাধক। জনপ্রিয় এই গণসঙ্গীত শিল্পী ভারতের
স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের ভাষা আন্দোলনে এবং সেই সাথে ১৯৫৪ সালের
যুক্তফ্রন্ট নির্বাচন পরবর্তী নুরুল আমিন বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ ভাবে অংশ
নেন। 
Also read, 

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.