Lucifer Season 6 Review, Discussion – Lucifer Season 6 Rating,
Cast
Lucifer Season 6 Review
Written by – Kaushik Mallick
পঞ্চম সিজনের পার্ট টু বেশ ধুমধাম করে এলেও সিক্সথ সিজন বেশ চুপিসাড়েই এসে
গেল। অনেকের কাছে বেশ ক্রিঞ্জ লাগতে পারে। কেউ কেউ বলতে পারে সস্তা সি আই
ডির মতন৷ কিন্তু লুসিফার আমার কাছে মুক্ত বাতাসের মতন।সারাদিন খাটুনির পর লুসিফার
মুক্ত বাতাসের মতন। এর থেকে মুচমুচে এন্টারটেইনিং কিছু হয় না। সস্তা
সি আই ডি দেখার থেকেও আমার যেটা ভালো লাগে সেটা হলো এর মূল কাহিনি৷ মাইথোলজির
চরিত্রগুলিকে মজাদারভাবে দেখানোটা এর ইউ এস পি। লুসিফারকে ধর্মগ্রন্থে শয়তান
হিসাবে দেখানো হলেও এখানে দেখানো হয় লুসিফার আসলে একটু নরম মনের কিন্তু বাইরে
একটু অন্যরকম৷ মজাদার, প্রেমী কিন্তু বোকা৷ যে বাবার বিরুদ্ধে গিয়ে নরক থেকে
মর্ত্যে এসে মানুষ সেজে ঘুরে বেড়ায়। এহেন চরিত্রের অভিনয় করেছে টম এলিস৷
মোটামুটি টম এলিসের অভিনয় আর গ্লামারের জন্য লুসিফারকে আরো সেরা করে তুলেছে। ওই
মধ্য মনি৷ এছাড়া লরেন জার্মানের সাথে কেমিস্ট্রিও দারুন। তাহলে দেখতে থাকুন গড
দের মজাদার কাহিনী৷ ও হ্যাঁ লুসিফারের সেন্স অফ হিউমারও দুর্দান্ত।
গেল। অনেকের কাছে বেশ ক্রিঞ্জ লাগতে পারে। কেউ কেউ বলতে পারে সস্তা সি আই
ডির মতন৷ কিন্তু লুসিফার আমার কাছে মুক্ত বাতাসের মতন।সারাদিন খাটুনির পর লুসিফার
মুক্ত বাতাসের মতন। এর থেকে মুচমুচে এন্টারটেইনিং কিছু হয় না। সস্তা
সি আই ডি দেখার থেকেও আমার যেটা ভালো লাগে সেটা হলো এর মূল কাহিনি৷ মাইথোলজির
চরিত্রগুলিকে মজাদারভাবে দেখানোটা এর ইউ এস পি। লুসিফারকে ধর্মগ্রন্থে শয়তান
হিসাবে দেখানো হলেও এখানে দেখানো হয় লুসিফার আসলে একটু নরম মনের কিন্তু বাইরে
একটু অন্যরকম৷ মজাদার, প্রেমী কিন্তু বোকা৷ যে বাবার বিরুদ্ধে গিয়ে নরক থেকে
মর্ত্যে এসে মানুষ সেজে ঘুরে বেড়ায়। এহেন চরিত্রের অভিনয় করেছে টম এলিস৷
মোটামুটি টম এলিসের অভিনয় আর গ্লামারের জন্য লুসিফারকে আরো সেরা করে তুলেছে। ওই
মধ্য মনি৷ এছাড়া লরেন জার্মানের সাথে কেমিস্ট্রিও দারুন। তাহলে দেখতে থাকুন গড
দের মজাদার কাহিনী৷ ও হ্যাঁ লুসিফারের সেন্স অফ হিউমারও দুর্দান্ত।
Lucifer Season 6 Rating
7.5/10
আমার অন্যতম ভালোলাগার কাজগুলোর মধ্যে একটা। এটা এমন একটা শো যেখানে স্বর্গ
মর্ত্য পাতাল এর একটা পিওর ব্লেন্ড আছে। বাইবেলকে সম্পূর্ণ চষে
ফেলে এরকম একটা ক্রিয়েশন করা হয়েছে। এখানে আপনি কি কি পাবেন?
মর্ত্য পাতাল এর একটা পিওর ব্লেন্ড আছে। বাইবেলকে সম্পূর্ণ চষে
ফেলে এরকম একটা ক্রিয়েশন করা হয়েছে। এখানে আপনি কি কি পাবেন?
১. অসুরের মত মাইথোলজি বেসড কন্সেপ্ট (don’t jumpt to start comparison
🙏🏼)
🙏🏼)
২. খুব হাল্কা রোম্যান্স
৩. যথেষ্ট হাস্যরস
৪. ধারালো না হলেও রহস্যাদি
Lucifer Season 6 Cast
- Tom Ellis
- Lauren German
- Kevin Alejandro
- D.B Woodside
- Lesley – Ann Brandt
- Aimee Garcia
- Tom Welling
- Tricia Helfer
- Inbar Lavi
- Kevin Rankin
- Director – Len Wiseman
Lucifer Season 6 Plot
হ্যা এইসব কিছু থাকার পরেও ডিরেক্টর একেবারেই ঘেঁটে ঘ করেন নি। ঠিক কতটুকু
পরিমাণ কোনটা দিতে হবে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তার। আর স্ক্রীনপ্লে
নিয়ে ডিটেইলস-এ যাচ্ছি না। ওটা নিয়ে লেখা আরো আছে।
পরিমাণ কোনটা দিতে হবে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তার। আর স্ক্রীনপ্লে
নিয়ে ডিটেইলস-এ যাচ্ছি না। ওটা নিয়ে লেখা আরো আছে।
এরপরেই বলতে হয় টম এলিস এর দুর্দান্ত অভিনয় এর কথা। যমজ চেহারাযুক্ত ভাই এর
সাথে তার চরিত্রের এত ফারাক যে একইসাথে আপনি এক চেহারার একজনের প্রেমে পড়বেন তো
আরেকজনকে ঘৃণা করবেন।
সাথে তার চরিত্রের এত ফারাক যে একইসাথে আপনি এক চেহারার একজনের প্রেমে পড়বেন তো
আরেকজনকে ঘৃণা করবেন।
পরিশেষে আমি আমার অত্যন্ত ব্যক্তিগত ভালো লাগার কারণটা বলছি। আমাদের সবারই ভুল
হয়, ভুল ভগবান ও করতে পারেন। আর আমরা নিজের ভুল গুলোকে শুধরে অবস্থার পরিবর্তন
করতে পারি। কেউ এই নিয়মের বাইরে নয়। আর হ্যা প্রকৃত ভালোবাসা আমাদের সেই
পরিবর্তনের পেছনের উত্সাহ হয়ে দাঁড়ায়।
হয়, ভুল ভগবান ও করতে পারেন। আর আমরা নিজের ভুল গুলোকে শুধরে অবস্থার পরিবর্তন
করতে পারি। কেউ এই নিয়মের বাইরে নয়। আর হ্যা প্রকৃত ভালোবাসা আমাদের সেই
পরিবর্তনের পেছনের উত্সাহ হয়ে দাঁড়ায়।
শুধু এটুকুই বলব, মাঝে মাঝে মাথার ওপর দিয়ে গেলেও হতাশ হবেন না। একটু ধৈর্য
ধরুন। শেষে গিয়ে ভালো লাগবেই।
ধরুন। শেষে গিয়ে ভালো লাগবেই।