পরকীয়ার গল্প – Bangla Porokiya Golpo – Bengali Hot Story

Bongconnection Original Published
8 Min Read


পরকীয়ার গল্প – Bangla Porokiya Golpo – Bengali Hot Story

 
পরকীয়ার গল্প - Bangla Porokiya Golpo
Loading...

Bangla Porokiya Golpo

দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে রাত দশটা বাজলো! রমিতা ও কিরণের বিবাহের আজ তিন বছর
পূর্ণ হোল! সকালে বারবার বলে দিয়েছিল সন্ধ্যার আগে বাড়ি ফিরতে! বেশ কিছুদিন
থেকেই কিরণ বেশ রাত করে বাড়ি ফিরছে, জিজ্ঞেস করলে বলে, অফিসে কাজ ছিল, কিন্তু
অফিসে ফোন করলে বলে, কিরণ তো অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে! রমিতা এই নিয়ে
খুব দুশ্চিন্তায় রয়েছে! মেনে নিতে পারছে না, কিরণের এই লুকোচুরি! “আজ একটা
হেস্তনেস্ত করেই ছাড়বো, আসুক আগে বাড়ি!” এমন সময় একটা ফোন বেজে উঠলো, “হ্যালো
কে বলছেন?” “আমাকে চিনবেন না বৌদি, দাদার অফিসেই কাজ করি! দাদা কি বাড়ি
ফিরেছেন?” 


“না তো এখনও ফেরেন নি, তুমি কি…?” 
“আর ফিরবেন কি করে, দাদাকে দেখলাম নিষিদ্ধ পাড়া থেকে বেরোতে, হয়তো সেখানেই দাদা
মজেছেন!” 
“ঠিক আছে দাদা, এখন রাখছি!” বলেই রমিতা ফোনটা কেটে দেয়! আজ আসুক, তারপর দেখছি,
আজ বিবাহবার্ষিকীর দিনটাও সময় মতো ফিরতে পারলো না, এত  বড় বিশ্বাসঘাতক
মানুষকে নিয়ে সংসার করছি! এমন সময় কিরণ বাড়িতে ঢুকে ব্যাগটা রেখে, একখানা গামছা
ঘাড়ে ফেলে বাথরুমে ঢুকতে ঢুকতে বললো,  “আমি আজ খাবো না রমিতা, খিদে নেই,
তুমি খেয়ে শুয়ে পড়ো, আমার একটু কাজ আছে সেরে নিয়েই শোব!” 


“তা খাবে কেন? বাইরে খেয়ে এলে কি আর কেউ খেতে পারে? আজকের দিনটাও তুমি সময় মতো
ফিরতে পারলে না? সকালে বারবার বলে দিলাম!” 
“কেন? আজ কি ছিলো যে সকাল সকাল ফিরতে হবে?” বলে উঠলো কিরণ! 
“তা মনে থাকবে কেন? সুন্দরী মেয়ের সন্ধান পেয়ে তো সব ভুলে গেছো! আমাকে বিয়ে করে
ছিলে কেন? যদি  এইভাবে ফাঁকি দেবে, ছিঃ লজ্জা করে না তোমার, অন্য মেয়ের
সঙ্গে পরকীয়া করতে? আমি কালকেই বাবার বাড়ি চলে যাবো, থাকো তোমার সংসার নিয়ে!”
বলেই ঘরের দরজা দিয়ে শুয়ে পড়লেন রমিতা দেবী! 

পরকীয়া সম্পর্কের গল্প 

জানালা দিয়ে রোদের ছটা লাগতেই কিরণের ঘুম ভেঙ্গে গেল, মোবাইলটা খুলে দেখে সাতটা
বেজে গেছে, ধুসমুস করে বিছানা ছেড়ে উঠেই ডেকে ওঠে, “রমিতা কোথায় গেলে, আমাকে
ডাকো নি, এত বেলা হয়েছে?” বলেই বাথরুমে ঢুকে পড়ে কিরণ!  
স্নান সেরে আবার ডেকে ওঠে, “রমিতা কোথায় গেলে?” সারা বাড়ি খুঁজে পাচ্ছি না,
কোথায় গেল এই সকালে?” হঠাৎ কিরণের মনে পড়ে গেল, রাতের কথা! তাহলে সত্যি সত্যি
বাপের বাড়ি চলে গেল!   
কিরণ অফিসে কাজ করছে, এমন সময় মোবাইলটা বেজে উঠলো, খুলে দেখে কিরণের শ্বশুর
মশাই ফোন করছেন! “হ্যাঁ বলুন?” 
“শোন কিরণ তোমার অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তাঁকে নিয়ে পরকীয়া
করতেই পারো, রমিতাকে বিয়ে করে ওর জীবনটা নষ্ট করে দেওয়া কি ঠিক হোল?” 
“ঠিক আছে রাখুন, আমি পরে কথা বলছি!” 
“পরে নয়, তুমি যা বলার এখনই বলো, আমাদের প্রয়োজন হলে আইনের পথে যেতে
হবে!” 

“তাই যান!” বলে ফোনটা কেটে দিয়ে কিরণ বলে ওঠে, “যত্ত সব! দূর কাজে আর মন বসে
না!” ফাইলটা বন্ধ করে, উঠে যায় কিরণ, ভাবতে থাকে মালার কথা! মালাকে কিভাবে
উদ্ধার করা যায়, ওকে উদ্ধার করতে না পারলে তো নিজেকে ক্ষমা করতে পারবো
না!  মালা যে আমার প্রাণ! ওর জন্য সমস্ত কিছু ছাড়তে রাজি আছি! একই পাড়ায়
বাড়ি থাকার ফলে কিরণ মালাকে ছোট বেলা থেকেই স্নেহের চোখে দেখে! মালা এখন বেশ
সুন্দরী মহিলা! ঈর্ষা করার মত শরীরের গঠন! অফিস সেরে আজ কিরণ তাড়াতাড়ি বাড়ি
ফিরে আসে! 

Porokiya Golpo

“চিঠি আছে!” কিরণ দেখলো বাড়ির বাইরে পিওন অপেক্ষা করছে! চিঠিখানা হাতে নিয়ে
খুলে পড়তেই দেখে, কোর্টের চিঠি! ডিভোর্সের মামলা রুজু করেছে রমিতা! 
   
“সবাই সরে গেলেও মালাকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়! যার যেখানে খুশি, চলে
যাক!” বলেই জামা কাপড় পরে বেরিয়ে গেল কিরণ! 
“তোমার জন্য আজ নিজেকে খুব মুক্ত মনে হচ্ছে কিরণদা, চলো এবার ফেরা
যাক!?”  
“মালা চলো মলে যাব একটু, শপিং করতে হবে! তোমার জন্য কিছু কেনাকাটা করতে
হবে!”  
“আবার কি কিনবে, এমনিতেই এত খরচ, আর কেনাকাটা করতে হবে না, চলো ফিরে যায়!”
“আরে চলো না, খরচ আছে বলে প্রয়োজনটুকুও করতে হবে না নাকি?” 
Also read, বউয়ের পরকীয়া

“হ্যালো, রমিতা?”
“হ্যাঁ বলছি, বল পিংকি!” 
“এই তোর বরকে দেখলাম, একটা সুন্দরী মহিলাকে নিয়ে মলে ঢুকলো শপিং করতে! তোর বর
কি পরকীয়া করছে নাকি রে?” 
“আর বলিস না, সব পুরুষ মাত্রই পরকীয়া না করলে শান্তি পায় না! নিজের ঘরের বৌয়ের
খবর রাখে না, সুন্দরী মহিলাদের জন্য মন উথলে ওঠে! রাখছি রে এখন! ফোন কেটে দিয়ে
বলে ওঠে, “ওকে জেল না খাটিয়ে ছাড়ছি না! পরকীয়ার স্বাদ ঘুচিয়ে তবেই
ছাড়বো!’   
জনবহুল কোর্ট চত্তর! রমিতা দেবী মা, বাবা, দাদার সঙ্গে যথা সময়ে হাজির হয়েছে!
রমিতা দেবী হাতে একটা ঠান্ডা পানীয় নিয়ে আলতো ভাবে চুমুক দিচ্ছে! চোখে রঙিন
সানগ্লাস! খোলা চুল বাতাসের সঙ্গে খেলা করছে! এমন সময়  কিরণ মালাকে সঙ্গে
নিয়ে প্রবেশ করছে কোর্ট চত্তরে, গায়ে গোলাপী টি সার্ট, পরনে সবুজ জীন্স, যেটা
রমিতার পছন্দ করে কেনা!  

Bengali Hot Story

মালাকে কেছে থেকে দেখেই চিনতে পারে রমিতা, চিনতে পারে ওর মা-বাবা! যে মেয়েটা
ছোট বেলায় হারিয়ে যায় চড়কের মেলা থেকে, সেও আজ দশ বছর আগের কথা! সবাই এক সুরে
বলে ওঠে, “মালা তুই!” 
“হ্যাঁ আমি মালা, তোর ছোট বোন, কিন্তু তোরা এখানে কি করছিস?” 
রমিতা বলে ওঠে, “তুই কিরণকে কোথায় পেলি? এখানে এই কোর্টে কেন
এসেছিস?”  
“সবই কপাল, সব পরে বলবো, শুধু শুনে রাখ, কিরণদা না থাকলে আমি হারিয়ে যেতাম,
কিরণদা আমাকে নতুন জীবন দান করেছে! সভ্য সমাজে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে!
কিরণদার সঙ্গে না দেখা হলে, সেদিন গঙ্গায় ডুবে মরতাম, কেউ জানতেও পারতো
না!” 
“দেখ মা একটু খুলে বল, কি ব্যাপার! আজ এতদিন পর তোকে আমরা ফিরে পেয়ে খুব খুশি
হয়েছি, আমরা কম চেষ্টা করিনি, তোকে কোথাও খুঁজে পাইনি আমরা, এক সময় ধরে
নিয়েছিলাম, তুই আর নেই!” বলেই কেঁদে ফেললেন রমিতা দেবীর মা! 
Also read,  গৃহবধূর পরকীয়া কাহিনী

“সে অনেক কাহিনী মা, পরে শুনো, কিন্তু তোমরা এখানে কোর্টে কেন?” 
“কেন কিরণ তোকে কিছু বলে নি?” 
“না তো কিরণদা কিছুই বলে নি!”
“তোর কিরণদা, এখন আর আগের মতো নেই রে, ও অন্য মেয়ের সঙ্গে…!” 
“একদম বাজে কথা বলবি না, কিরণের মতো দেবতুল্য মানুষকে চিনতে পারলি না? ছিঃ
দিদি!”
“কেন রে, রাতের পর রাত ও অন্য মেয়ের সঙ্গে রাত কাটায়, শপিং করতে যায়, সব কি
মিথ্যা?” 
“সব মিথ্যা দিদি, কিরণদা আমার কাছে যায় রোজ, আমার মুক্তি সম্ভব হোত না কিরণদা
না থাকলে!” 
“তুই কি ঠিক বলছিস মালা? আমার মুখের দিকে তাকিয়ে বল, কিরণ আমাকে ঠকাই
নি?”  রমিতা কাঁদতে কাঁদতে মালাকে জড়িয়ে ধরে! 
“না দিদি, কিরণদা আমার কাছে যেত, তাই বাড়ি ফিরতে রাত হয়ে যেত, শপিং করতে গতকাল
আমাকে নিয়ে গিয়েছিল! তুই পারলে ওর কাছে ক্ষমা চেয়ে নে, এত বড় ভুল করতে যাচ্ছিলি
তুই!” 
 “রমিতা কোর্টে ডাক পড়েছে, কি করবে?” কিরণ, রমিতার কাছে গিয়ে
কথাগুলো  বলেই হেসে ওঠে! “মালা চলো আমরা বাড়ি যায়!” বলেই কিরণ মালার হাত
ধরে হাঁটতে থাকে! 
“আমরা কি এখানে থাকতে এসেছি, আমরা যাবো না বাড়ি?”  বলেই রমিতা বলে ওঠে,
“দাদা, তুই মা-বাবাকে নিয়ে বাড়ি যা, আমরা বাড়ি গেলাম!”
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.