Madhubasanta Lyrics (মধুবসন্ত) Aditi Munshi – Bengali Devotional
Song
A heart of devotion that blooms in prayer in the festival of color. This spring let our hearts enrich in the laps of music and happiness.
Madhubasanta Lyrics In Bengali
কৃষ্ণ মানে কালো যদি হয়
কৃষ্ণচূড়া লাল কেন?
কৃষ্ণ মানে কালো যদি হয়
কৃষ্ণচূড়া লাল কেন?
ফাগুনে আবির মেখেছে কালা
ফাগুনে আবির মেখেছে কালা,
রাইবিনোদী বলে শোনো
রাইবিনোদী বলে শোনো।
কুসুমিত বন উথল পবন
মরমে প্রেম ছাওল,
বিসর বিসর বিরহ ত্রাস
মধুবসন্ত আওল।
কানুর প্রেয়সী রাধা যদি হয়
আগুন কেন রাধাচূড়ায়?
আগুনে পুড়েই সোনা খাঁটি হয়
আগুনে পুড়েই সোনা খাঁটি হয়
মোহনের বাঁশি বলে যায়
মোহনের বাঁশি বলে যায়।
গহন কুসুম কুঞ্জ মাঝে
মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোক লাজে
সজনি আও আও লো।
প্রেম যদি করে ব্রজবিহারী
ছল কেন করে রাধে?
রাধারাণী বলে, ছলেতে আমায়
নব নব রূপে বাঁধে।
সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া
সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া।
প্রেমযমুনায় রঙের উজান
রাঙা হল কালোধলো,
প্রেমযমুনায় রঙের উজান
রাঙা হল কালোধলো,
রাতুল চরণে উঠল ফুটে
এই পৃথিবীর আলো,
রাতুল চরণে উঠল ফুটে
এই পৃথিবীর আলো।
কুসুমিত বন উথল পবন
মরমে প্রেম ছাওল,
বিসর বিসর বিরহ ত্রাস
মধুবসন্ত আওল।
সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া
সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া
সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া।